ETV Bharat / state

NJP Clash : ট্রাক সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত এনজেপি - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

ট্রাক সিন্ডিকেটের ক্ষমতা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল আইএনটিটিইউসি-র দুই গোষ্ঠী ৷ ঘটনার ঘিরে উত্তেজনা ছড়াল এনজেপি চত্বরে ৷ ঘটনায় আহত অন্তত 10, আটক কমপক্ষে আটজন ৷

unrest in NJP as INTTUC members clash over truck syndicate
NJP Clash : ট্রাক সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত এনজেপি
author img

By

Published : Nov 1, 2021, 4:07 PM IST

শিলিগুড়ি, 1 নভেম্বর : ট্রাক সিন্ডিকেটের ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি লাগোয়া নিউ জলপাইগুড়ি রেল জংশন চত্বরে ৷ সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের শ্রমিক শাখা আইএনটিটিইউসি-র ট্রাক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ ঘটনায় এক পুলিশ কর্মী-সহ দু’পক্ষের অন্তত 10 জন আহত হন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালিয়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে হয় ৷ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ৷

আরও পড়ুন : TMC Inner Clash: দলে বাড়ছে শুভেন্দু ঘনিষ্ঠদের গুরুত্ব, কাঁথিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন জয়দীপ নন্দী ৷ এদিকে, বরাবরই তৃণমূল কংগ্রেসের এনজেপি শাখার রাশ ছিল প্রসেনজিৎ রায়ের হাতে ৷ কিন্তু, গত ফেব্রুয়ারি মাসে দল তাঁকে বহিষ্কার করে ৷ প্রসেনজিতের জায়গায় অন্য কাউকে এখনও দায়িত্ব দেওয়া হয়নি ৷ ফলে দলে না থেকেও দলের একাংশের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছেন প্রসেনজিৎ ৷ সূত্রের দাবি, ট্রাক সিন্ডিকেটের অন্দরে প্রসেনজিতের অনুগামীর সংখ্যা নেহাত কম নয় ৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেসে ফিরেই এনজেপি দখল করতে মরিয়া জয়দীপ নন্দী ৷ এর জেরে গত কয়েকদিন ধরেই হাওয়া গরম হচ্ছিল ৷ সোমবার সকালের সংঘর্ষ তারই ফলশ্রুতি বলে মত স্থানীয় রাজনৈতিক মহলের ৷

সূত্রের দাবি, এদিন সকালে প্রসেনজিৎ রায়ের অনুগামী তথা এনজেপি ট্রাকচালক ও মালিক সংগঠনের সদ্য প্রাক্তন সভাপতি মহম্মদ আজিজ ও তাঁর সহযোগীদের উপর হামলা করা হয় ৷ এই হামলা চালায় জয়দীপ নন্দীর অনুগামী তথা ট্রাকচালক ও মালিক সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মহম্মদ আলাউদ্দিন ৷ যদিও আলাউদ্দিনের দাবি, তাঁরা কারও উপর হামলা করেননি ৷ বরং তাঁদের উপরেই আক্রমণ চালিয়েছেন মহম্মদ আজিজরা ৷ প্রসঙ্গত উল্লেখ্য, জয়দীপ নন্দী ফেরার পরই এনজেপি ট্রাকচালক ও মালিক সংগঠনের সভাপতি পদ থেকে মহম্মদ আজিজকে সরিয়ে দেওয়া হয় ৷ বদলে সেই দায়িত্ব পান মহম্মদ আলাউদ্দিন ৷

আরও পড়ুন : BJP Members Clash: সুকান্ত-দিলীপের ডাকা সাংগঠনিক বৈঠকে হাতাহাতি

এদিন সকালে রাস্তাতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ ৷ যার জেরে বন্ধ হয়ে যায় ট্রাক চলাচল ৷ বন্ধ হয়ে যায় এলাকার সমস্ত দোকানপাট ৷ সংঘর্ষ থামাতে গিয়ে জখম হয় পুলিশও ৷ এরপর আরও বাহিনী এনে পরিস্থিতি বাগে আনার চেষ্টা করে পুলিশ ৷ শুরু হয় লাঠিচার্জ ৷ তাতে ছত্রভঙ্গ হয়ে যায় দু’পক্ষ ৷ ঘটনাস্থল থেকে আটক করা হয় আটজনকে ৷

এনজেপি ট্রাকচালক ও মালিক সংগঠনের বর্তমান সভাপতি মহম্মদ আলাউদ্দিন বলেন, ‘‘প্রসেনজিৎ রায়ের অনুগামীরা অস্ত্র, পাথর নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে ৷ এনজেপিকে ফের অশান্ত করার চেষ্টা করা হচ্ছে ৷’’ পালটা প্রসেনজিৎ রায় বলেন, ‘‘আমি তো ফেব্রুয়ারি মাস থেকে বহিষ্কৃত অবস্থায় রয়েছি ৷ এর আগে তো কখনও এমন কোনও উত্তেজনা হয়নি ৷ তাহলে এখন কেন হচ্ছে ?’’

শিলিগুড়ি, 1 নভেম্বর : ট্রাক সিন্ডিকেটের ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি লাগোয়া নিউ জলপাইগুড়ি রেল জংশন চত্বরে ৷ সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের শ্রমিক শাখা আইএনটিটিইউসি-র ট্রাক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ ঘটনায় এক পুলিশ কর্মী-সহ দু’পক্ষের অন্তত 10 জন আহত হন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালিয়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে হয় ৷ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ৷

আরও পড়ুন : TMC Inner Clash: দলে বাড়ছে শুভেন্দু ঘনিষ্ঠদের গুরুত্ব, কাঁথিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন জয়দীপ নন্দী ৷ এদিকে, বরাবরই তৃণমূল কংগ্রেসের এনজেপি শাখার রাশ ছিল প্রসেনজিৎ রায়ের হাতে ৷ কিন্তু, গত ফেব্রুয়ারি মাসে দল তাঁকে বহিষ্কার করে ৷ প্রসেনজিতের জায়গায় অন্য কাউকে এখনও দায়িত্ব দেওয়া হয়নি ৷ ফলে দলে না থেকেও দলের একাংশের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছেন প্রসেনজিৎ ৷ সূত্রের দাবি, ট্রাক সিন্ডিকেটের অন্দরে প্রসেনজিতের অনুগামীর সংখ্যা নেহাত কম নয় ৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেসে ফিরেই এনজেপি দখল করতে মরিয়া জয়দীপ নন্দী ৷ এর জেরে গত কয়েকদিন ধরেই হাওয়া গরম হচ্ছিল ৷ সোমবার সকালের সংঘর্ষ তারই ফলশ্রুতি বলে মত স্থানীয় রাজনৈতিক মহলের ৷

সূত্রের দাবি, এদিন সকালে প্রসেনজিৎ রায়ের অনুগামী তথা এনজেপি ট্রাকচালক ও মালিক সংগঠনের সদ্য প্রাক্তন সভাপতি মহম্মদ আজিজ ও তাঁর সহযোগীদের উপর হামলা করা হয় ৷ এই হামলা চালায় জয়দীপ নন্দীর অনুগামী তথা ট্রাকচালক ও মালিক সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মহম্মদ আলাউদ্দিন ৷ যদিও আলাউদ্দিনের দাবি, তাঁরা কারও উপর হামলা করেননি ৷ বরং তাঁদের উপরেই আক্রমণ চালিয়েছেন মহম্মদ আজিজরা ৷ প্রসঙ্গত উল্লেখ্য, জয়দীপ নন্দী ফেরার পরই এনজেপি ট্রাকচালক ও মালিক সংগঠনের সভাপতি পদ থেকে মহম্মদ আজিজকে সরিয়ে দেওয়া হয় ৷ বদলে সেই দায়িত্ব পান মহম্মদ আলাউদ্দিন ৷

আরও পড়ুন : BJP Members Clash: সুকান্ত-দিলীপের ডাকা সাংগঠনিক বৈঠকে হাতাহাতি

এদিন সকালে রাস্তাতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ ৷ যার জেরে বন্ধ হয়ে যায় ট্রাক চলাচল ৷ বন্ধ হয়ে যায় এলাকার সমস্ত দোকানপাট ৷ সংঘর্ষ থামাতে গিয়ে জখম হয় পুলিশও ৷ এরপর আরও বাহিনী এনে পরিস্থিতি বাগে আনার চেষ্টা করে পুলিশ ৷ শুরু হয় লাঠিচার্জ ৷ তাতে ছত্রভঙ্গ হয়ে যায় দু’পক্ষ ৷ ঘটনাস্থল থেকে আটক করা হয় আটজনকে ৷

এনজেপি ট্রাকচালক ও মালিক সংগঠনের বর্তমান সভাপতি মহম্মদ আলাউদ্দিন বলেন, ‘‘প্রসেনজিৎ রায়ের অনুগামীরা অস্ত্র, পাথর নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে ৷ এনজেপিকে ফের অশান্ত করার চেষ্টা করা হচ্ছে ৷’’ পালটা প্রসেনজিৎ রায় বলেন, ‘‘আমি তো ফেব্রুয়ারি মাস থেকে বহিষ্কৃত অবস্থায় রয়েছি ৷ এর আগে তো কখনও এমন কোনও উত্তেজনা হয়নি ৷ তাহলে এখন কেন হচ্ছে ?’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.