শিলিগুড়ি, 27 সেপ্টেম্বর : ঢাকা-বাগডোগরা বিমান চলাচল শুরু হলে পর্যটনে নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদী কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক । তবে বাগডোগরা থেকে ঢাকা বিমান চলাচল নিয়ে কেন্দ্রের কাছে এখনও কোনও প্রস্তাব নেই । এই বিমান চলাচল চালু করতে কেন্দ্রের কাছে পর্যটন সংস্থাগুলিকে প্রস্তাব জমা দিতে অনুরোধ জানালেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টর সাগ্নিক চৌধুরি ।
শিলিগুড়িতে একটি পর্যটিন সংস্থার তরফে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টর সাগ্নিক চৌধুরি বলেন, "এই সার্কিটে বহু পর্যটক বাংলাদেশ থেকে আসেন । কলকাতা বিমানবন্দর ছাড়া আপাতত গুয়াহাটির সঙ্গে বাংলাদেশের বিমান চালু রয়েছে । ফলে পর্যটনের প্রসারের কথা মাথায় রেখে বাগডোগরার সঙ্গে ঢাকার বিমান চলাচল শুরু করা গেলে তা পর্যটনের প্রসারে সহায়ক হবে ।"
তিনি আরও জানান, "তবে এই মুহূর্তে এই ধরনের প্রস্তাব আমাদের কাছে কেউ দেয়নি । পর্যটন সংস্থাগুলি প্রস্তাব দিলে আমরা তা নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সঙ্গে কথা বলব । আশা করছি এলাকার দীর্ঘদিনের এই দাবি পূরণে দ্রুত পর্যটন সংস্থা ছাড়াও CII এবং বাণিজ্যিক সংস্থাগুলিও দ্রুত আমাদের কাছে প্রস্তাব পাঠাবে ।"
আজ শিলিগুড়ির কাছে দাগাপুরে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিজিওনাল ডিরেক্টর সাগ্নিক চৌধুরি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । তিনি জানান, "ঢাকা-বাগডোগরা বিমান চলাচলের ভাবনাচিন্তা আমাদের মাথায় রয়েছে । আমরা এ নিয়ে উপযুক্ত পদক্ষেপ করব । পর্যটনের প্রসারে রাজ্যের সরকার আন্তরিকভাবে সচেষ্ট । আমরা রাজ্য জুড়েই পর্যটনের প্রসারে কাজ করছি।"