ETV Bharat / state

Nisith Pramanik: কাবুলে আটকে পড়া উত্তরবঙ্গের একাধিক পরিবারের পাশে নিশীথ

কাবুলে আটকে পড়া দার্জিলিং এবং কার্শিয়াংয়ের বাসিন্দাদের পরিবারের পাশে দাঁড়ালেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক । তিনি দ্রুত আটক থাকা ভারতীয়দের ফেরানোর আশ্বাস দিয়েছেন ৷

Siliguri Nisith Pramanik
কাবুলে আটকে পড়া ভারতীয়দের পরিবারের পাশে নিশীথ প্রামাণিক
author img

By

Published : Aug 18, 2021, 10:14 PM IST

শিলিগুড়ি, 18 অগস্ট: আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান । তারপর থেকেই উদ্বেগে গোটা বিশ্ব ৷ এমন পরিস্থিতিতে আফগানিস্তানের কাবুলে আটকে রয়েছে একাধিক ভারতীয় নাগরিক । তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কিন্তু কিছুতেই কমছে না কাবুলে আটকে থাকা ভারতীয়দের পরিবারের সদস্যদের উদ্বেগ । উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা । কর্মসূত্রে কাবুলে গিয়ে আটকে আছেন দার্জিলিং, কার্শিয়াংয়ের বেশ কয়েকটি পরিবার ।

সব মিলিয়ে দার্জিলিং জেলার 75 জন আটকে রয়েছে কাবুলে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে । এদিকে তালিবানি শাসনের জেরে পাহাড়ে থাকা পরিবারের সদস্যদের ঘুম উবে গিয়েছে । কাবুলে কেউ নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন । কেউ আবার বেসরকারি সংস্থায় নিযুক্ত । পরিবারের মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গিয়েছে ৷ ওই দেশে অরাজকতার সৃষ্টি হতেই কাজ হারিয়েছে প্রত্যেকে । উধাও হয়ে গিয়েছে বেসরকারি সংস্থার কর্তারাও । প্রাণ বাঁচিয়ে কোনওভাবে কাবুল বিমানবন্দরে আটকে রয়েছেন পাহাড়ের বাসিন্দারা । পরিজনদের সঙ্গে মঙ্গলবার পর্যন্ত ফোনে কথা হয়েছে কার্শিয়াংয়ের মন্টেভিটের বাসিন্দা শেখর গুরুংয়ের । শেখর জানান, কাবুলে আটকে পড়া পরিবারের সদস্যদের খাওয়া দাওয়া নেই । ঘুম নেই । শুধুই আতঙ্কে শিউরে উঠছেন তাঁরা ৷ কাবুলের রাজপথে বন্দুকধারীদের দৌরাত্ম্য ভুলতে পারছে না তাঁরা ।

একই অবস্থা কার্শিয়াংয়ের জীতেন মোক্তান, দার্জিলিংয়ের লেবংয়ের অমিত গুরুংদের পরিবারের সদস্যদেরও । বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুণছেন তাঁরা । পরিবারের সদস্যরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন, আটকে থাকা সকলকেই যেন সুস্থ ও নিরাপদভাবে ফিরিয়ে আনা হয় । ইতিমধ্যেই কাবুলে আটকে পরা সদস্যদের বিষয়ে তথ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে দার্জিলিং জেলা প্রশাসন ও রাজ্য সরকার । প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক । তিনি বলেন, "আফগানিস্তানে যারা আটকে রয়েছেন তাঁদের জন্য আমরাও চিন্তিত । প্রত্যেককে আমরা নিরাপদে ফিরিয়ে নিয়ে আসব । পরিবারের সদস্যদের বলব চিন্তা করতে না ।"

কাবুলে আটকে পড়া ভারতীয়দের পরিবারের পাশে নিশীথ প্রামাণিক

আরও পড়ুন: নিশীথের গাড়ি আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদ বিক্ষোভ বাগডোগরায়

সাংসদ রাজু বিস্তা বলেন, "যে সকল পাহাড়বাসী কাবুলে আটকে রয়েছেন তাঁদের বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা হয়েছে । প্রত্যেকের বিষয়ে জানানো হয়েছে । প্রত্যককে ফিরিয়ে আনা হবে ।" দার্জিলিংয়ের অতিরিক্ত জেলাশাসক খুরশেদ আলি খান বলেন, "জেলায় সার্ভে করে 75 জনের মত কাবুলে আটকে থাকা সদস্যদের তালিকা তৈরি করা হয়েছে । তাঁদের যাবতীয় তথ্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে ৷"

শিলিগুড়ি, 18 অগস্ট: আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান । তারপর থেকেই উদ্বেগে গোটা বিশ্ব ৷ এমন পরিস্থিতিতে আফগানিস্তানের কাবুলে আটকে রয়েছে একাধিক ভারতীয় নাগরিক । তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার । কিন্তু কিছুতেই কমছে না কাবুলে আটকে থাকা ভারতীয়দের পরিবারের সদস্যদের উদ্বেগ । উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা । কর্মসূত্রে কাবুলে গিয়ে আটকে আছেন দার্জিলিং, কার্শিয়াংয়ের বেশ কয়েকটি পরিবার ।

সব মিলিয়ে দার্জিলিং জেলার 75 জন আটকে রয়েছে কাবুলে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে । এদিকে তালিবানি শাসনের জেরে পাহাড়ে থাকা পরিবারের সদস্যদের ঘুম উবে গিয়েছে । কাবুলে কেউ নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন । কেউ আবার বেসরকারি সংস্থায় নিযুক্ত । পরিবারের মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গিয়েছে ৷ ওই দেশে অরাজকতার সৃষ্টি হতেই কাজ হারিয়েছে প্রত্যেকে । উধাও হয়ে গিয়েছে বেসরকারি সংস্থার কর্তারাও । প্রাণ বাঁচিয়ে কোনওভাবে কাবুল বিমানবন্দরে আটকে রয়েছেন পাহাড়ের বাসিন্দারা । পরিজনদের সঙ্গে মঙ্গলবার পর্যন্ত ফোনে কথা হয়েছে কার্শিয়াংয়ের মন্টেভিটের বাসিন্দা শেখর গুরুংয়ের । শেখর জানান, কাবুলে আটকে পড়া পরিবারের সদস্যদের খাওয়া দাওয়া নেই । ঘুম নেই । শুধুই আতঙ্কে শিউরে উঠছেন তাঁরা ৷ কাবুলের রাজপথে বন্দুকধারীদের দৌরাত্ম্য ভুলতে পারছে না তাঁরা ।

একই অবস্থা কার্শিয়াংয়ের জীতেন মোক্তান, দার্জিলিংয়ের লেবংয়ের অমিত গুরুংদের পরিবারের সদস্যদেরও । বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুণছেন তাঁরা । পরিবারের সদস্যরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন, আটকে থাকা সকলকেই যেন সুস্থ ও নিরাপদভাবে ফিরিয়ে আনা হয় । ইতিমধ্যেই কাবুলে আটকে পরা সদস্যদের বিষয়ে তথ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে দার্জিলিং জেলা প্রশাসন ও রাজ্য সরকার । প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক । তিনি বলেন, "আফগানিস্তানে যারা আটকে রয়েছেন তাঁদের জন্য আমরাও চিন্তিত । প্রত্যেককে আমরা নিরাপদে ফিরিয়ে নিয়ে আসব । পরিবারের সদস্যদের বলব চিন্তা করতে না ।"

কাবুলে আটকে পড়া ভারতীয়দের পরিবারের পাশে নিশীথ প্রামাণিক

আরও পড়ুন: নিশীথের গাড়ি আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদ বিক্ষোভ বাগডোগরায়

সাংসদ রাজু বিস্তা বলেন, "যে সকল পাহাড়বাসী কাবুলে আটকে রয়েছেন তাঁদের বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা হয়েছে । প্রত্যেকের বিষয়ে জানানো হয়েছে । প্রত্যককে ফিরিয়ে আনা হবে ।" দার্জিলিংয়ের অতিরিক্ত জেলাশাসক খুরশেদ আলি খান বলেন, "জেলায় সার্ভে করে 75 জনের মত কাবুলে আটকে থাকা সদস্যদের তালিকা তৈরি করা হয়েছে । তাঁদের যাবতীয় তথ্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.