ETV Bharat / state

আইনজীবীদের কর্মবিরতিতে জামিন অমিল, লকআপে বিক্ষোভ বন্দীদের - lawyer agitation

আইনজীবীদের কর্মবিরতির জেরে প্রায় একমাস ধরে রাজ্যের আদালতগুলির কাজকর্ম একপ্রকার বন্ধ । এই পরিস্থিতিতে আজ বিকেলে জামিন না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে বিচারাধীন বন্দীরা । শিলিগুড়ি মহকুমা আদালতের কোর্ট লকআপের ভেতর তারা বিক্ষোভ দেখায়

কর্মবিরতির জেরে ফাঁকা আদালত চত্বর
author img

By

Published : May 21, 2019, 4:42 AM IST

Updated : May 21, 2019, 10:56 AM IST

শিলিগুড়ি, ২০ মে : আইনজীবীদের কর্মবিরতির জেরে প্রায় একমাস ধরে রাজ্যের আদালতগুলির কাজকর্ম একপ্রকার বন্ধ । এই পরিস্থিতিতে আজ বিকেলে জামিন না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে বিচারাধীন বন্দীরা । শিলিগুড়ি মহকুমা আদালতের কোর্ট লকআপের ভেতর তারা বিক্ষোভ দেখায় ।

ভিডিয়োয় শুনুন বন্দীর বিবির বক্তব্য

হাওড়ায় আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ওয়েস্ট বেঙ্গল বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের বিভিন্ন আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা । আগামীকাল বিষয়টি নিয়ে ফের বৈঠকে বসবেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হবে কর্মবিরতি চলবে, না কি তুলে নেওয়া হবে ।

এদিকে, আইনজীবীদের কর্মবিরতির জেরে বহু বিচারাধীন বন্দির জামিন হচ্ছে না । বন্দীদের পরিবারের অভিযোগ, আইনজীবীদের কর্মবিরতির জন্য তাদের সমস্যা পড়তে হচ্ছে । বিষয়টি সরকারের দেখা উচিৎ ।

এক বন্দীর বিবি সাহিন বেগম বলেন, "আমার শওহর বিচারাধীন বন্দী । এখন জেলে রয়েছে । আজও তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল । উকিল বলছে জামিন হয়ে যাবে । টাকাও নিয়েছে । যদিও জামিন হয়নি । এভাবে বহুবার আমাদের থেকে টাকা নিলেও জামিন দেওয়া হচ্ছে না আমার স্বামীকে ।" অপর এক বন্দীর স্ত্রী রুমা বিশ্বাস বলেন, আমার স্বামী প্রায় এক মাস ধরে জেলে । আজ নাকি তার জামিন হবে এমনটাই বলেছিল উকিল । টাকাও নিয়েছে । যদিও কিছুই হল না ।"

এবিষয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ইউসুফ আলি বলেন, "আমরা আইনজীবীরাই বিচার চাইছি। আমাদেরই সুরক্ষা নেই । আমাদের বিষয়টি সকলের ভাবা উচিত । যারা বিচারপ্রার্থী তাদের প্রতি সমব্যথী আমরা ।"

শিলিগুড়ি, ২০ মে : আইনজীবীদের কর্মবিরতির জেরে প্রায় একমাস ধরে রাজ্যের আদালতগুলির কাজকর্ম একপ্রকার বন্ধ । এই পরিস্থিতিতে আজ বিকেলে জামিন না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে বিচারাধীন বন্দীরা । শিলিগুড়ি মহকুমা আদালতের কোর্ট লকআপের ভেতর তারা বিক্ষোভ দেখায় ।

ভিডিয়োয় শুনুন বন্দীর বিবির বক্তব্য

হাওড়ায় আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ওয়েস্ট বেঙ্গল বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের বিভিন্ন আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা । আগামীকাল বিষয়টি নিয়ে ফের বৈঠকে বসবেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হবে কর্মবিরতি চলবে, না কি তুলে নেওয়া হবে ।

এদিকে, আইনজীবীদের কর্মবিরতির জেরে বহু বিচারাধীন বন্দির জামিন হচ্ছে না । বন্দীদের পরিবারের অভিযোগ, আইনজীবীদের কর্মবিরতির জন্য তাদের সমস্যা পড়তে হচ্ছে । বিষয়টি সরকারের দেখা উচিৎ ।

এক বন্দীর বিবি সাহিন বেগম বলেন, "আমার শওহর বিচারাধীন বন্দী । এখন জেলে রয়েছে । আজও তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল । উকিল বলছে জামিন হয়ে যাবে । টাকাও নিয়েছে । যদিও জামিন হয়নি । এভাবে বহুবার আমাদের থেকে টাকা নিলেও জামিন দেওয়া হচ্ছে না আমার স্বামীকে ।" অপর এক বন্দীর স্ত্রী রুমা বিশ্বাস বলেন, আমার স্বামী প্রায় এক মাস ধরে জেলে । আজ নাকি তার জামিন হবে এমনটাই বলেছিল উকিল । টাকাও নিয়েছে । যদিও কিছুই হল না ।"

এবিষয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ইউসুফ আলি বলেন, "আমরা আইনজীবীরাই বিচার চাইছি। আমাদেরই সুরক্ষা নেই । আমাদের বিষয়টি সকলের ভাবা উচিত । যারা বিচারপ্রার্থী তাদের প্রতি সমব্যথী আমরা ।"

Intro:আইনজীবীদের কর্মবিরতির জেরে মিলছে না জামিন, কোর্ট লকাপে বিক্ষোভ বন্দীদের!

শিলিগুড়ি, ২০ মেঃ আইনজীবীদের কর্মবিরতির জেরে আদালতের কাজ কর্ম একপ্রকার বন্ধ। ফলত বিচার ব্যবস্থা পাচ্ছেন না বন্দীরা। এমতবস্থায় আজ বিকেলে বিক্ষোভে ফেটে পড়লেন বন্দীরা। শিলিগুড়ি মহকুমা আদালতের কোর্ট লকাপের ভেতরেই ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করলেন তারা। ঘটনায় আদালত চত্বর উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠেন কোর্ট লকাপের পুলিশ কর্মীরা।

হাওড়ায় আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ওয়েস্টবেঙ্গল বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক একটানা কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। আগামীকাল ফের বৈঠকে বসবেন ওয়েস্টবেঙ্গল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হবে কর্মবিরতি এখানেই শেষ না আগামীতেও চলবে। সেক্ষেত্রে বন্দীদের পরিবারের দাবী আইনজীবীরা কর্ম বিরতি পালন করবে না কি করবে তার জন্য আমরা কেন সমস্যায় পড়ব৷ বিষয়টি সরকারের দেখা উচিৎ।

এবিষয়ে এক বন্দীর স্ত্রী সাহিন বেগম বলেন, আমার স্বামী বেশকিছুদিন ধরেই জেলে রয়েছেন। আজও তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল। আমার স্বামীর আইনজীবী বলেছেন জামিন হয়ে যাবে। টাকাও নিয়েছেন আইনজীবী। যদিও জামিন হয়নি। এভাবে বহুবার আমাদের থেকে টাকা নিলেও জামিন দেওয়া হচ্ছে না আমার স্বামীকে। অপর এক বন্দীর স্ত্রী রুমা বিশ্বাস বলেন, আমার স্বামী প্রায় এক মাস যাবৎ বন্দী। আজ নাকি তার জামিন হবে এমনটাই বলেছিলেন আইনজীবী। টাকাও নিয়ছেন। যদিও কিছুই হল না।

এবিষয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ইউসুফ আলি বলেন, আমরা আইনজীবীরাই বিচার চাইছি। আমাদেরই সুরক্ষা নেই৷ আমাদের বিষয়টি সকলের ভাবা উচিত। যারা বিচারপ্রার্থী তাদের প্রতি সমব্যাথী আমরা। যদিও আমরাও বিচারের আশায় রয়েছি।

এদিকে, কোর্ট লকাপে থাকা বন্দীরা এদিন গো ধরে বসেন তাদের জামিন না দেওয়া হলে তারা কোর্ট লকাপেই বসে থাকবেন। অন্যত্র যাবেন না। তারা দাবী করেন মেজিস্ট্রেট এসে কথা বলতে হবে। এই দাবীতেই কোর্ট লকাপেই উঠতে থাকে শ্লোগান।

Body:.Conclusion:.
Last Updated : May 21, 2019, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.