শিলিগুড়ি, ২০ মে : আইনজীবীদের কর্মবিরতির জেরে প্রায় একমাস ধরে রাজ্যের আদালতগুলির কাজকর্ম একপ্রকার বন্ধ । এই পরিস্থিতিতে আজ বিকেলে জামিন না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে বিচারাধীন বন্দীরা । শিলিগুড়ি মহকুমা আদালতের কোর্ট লকআপের ভেতর তারা বিক্ষোভ দেখায় ।
হাওড়ায় আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ওয়েস্ট বেঙ্গল বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের বিভিন্ন আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা । আগামীকাল বিষয়টি নিয়ে ফের বৈঠকে বসবেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হবে কর্মবিরতি চলবে, না কি তুলে নেওয়া হবে ।
এদিকে, আইনজীবীদের কর্মবিরতির জেরে বহু বিচারাধীন বন্দির জামিন হচ্ছে না । বন্দীদের পরিবারের অভিযোগ, আইনজীবীদের কর্মবিরতির জন্য তাদের সমস্যা পড়তে হচ্ছে । বিষয়টি সরকারের দেখা উচিৎ ।
এক বন্দীর বিবি সাহিন বেগম বলেন, "আমার শওহর বিচারাধীন বন্দী । এখন জেলে রয়েছে । আজও তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল । উকিল বলছে জামিন হয়ে যাবে । টাকাও নিয়েছে । যদিও জামিন হয়নি । এভাবে বহুবার আমাদের থেকে টাকা নিলেও জামিন দেওয়া হচ্ছে না আমার স্বামীকে ।" অপর এক বন্দীর স্ত্রী রুমা বিশ্বাস বলেন, আমার স্বামী প্রায় এক মাস ধরে জেলে । আজ নাকি তার জামিন হবে এমনটাই বলেছিল উকিল । টাকাও নিয়েছে । যদিও কিছুই হল না ।"
এবিষয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ইউসুফ আলি বলেন, "আমরা আইনজীবীরাই বিচার চাইছি। আমাদেরই সুরক্ষা নেই । আমাদের বিষয়টি সকলের ভাবা উচিত । যারা বিচারপ্রার্থী তাদের প্রতি সমব্যথী আমরা ।"