ETV Bharat / state

মালিক পক্ষকে আল্টিমেটাম, বোনাস ইশুতে কালই ত্রিপাক্ষিক বৈঠক - ত্রিপাক্ষিক বৈঠক

চা বাগান মালিকদের বিরুদ্ধে দার্জিলিং সদর থানায় GD করল গোর্খা জনমুক্তি মোর্চা । এর জেরে বোনাস ইশুতে রাজ্যের ডাকা 17 অক্টোবরের ত্রিপাক্ষিক বৈঠক 11 অক্টোবরে এগিয়ে আনা হয়েছে । গতকাল দার্জিলিং মোটরস্ট্যান্ডে রাজ্যের তরফে বিনয় তামাঙের অনশন মঞ্চে ঘোষণা করা হয় এই বার্তা ।

ছবি
author img

By

Published : Oct 10, 2019, 4:51 AM IST


দার্জিলিং, 10 অক্টোবর : চা শ্রমিকদের 20 শতাংশ বোনাস ইশুতে বাগান মালিকদের আজ সন্ধ্যা ছ'টা পর্যন্ত আল্টিমেটাম দিল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীরা । একইসঙ্গে চা বাগান মালিকদের বিরুদ্ধে দার্জিলিং সদর থানায় GD করল তারা । এর জেরে বোনাস ইশুতে রাজ্যের ডাকা 17 অক্টোবরের ত্রিপাক্ষিক বৈঠক 11 অক্টোবরে এগিয়ে আনা হয়েছে । গতকাল দার্জিলিং মোটরস্ট্যান্ডে রাজ্যের তরফে এই বার্তা বিনয় তামাঙের অনশন মঞ্চে ঘোষণা করা হয় ।

ইতিমধ্যে বিনয় তামাঙের সমর্থনে দার্জিলিংয়ে চা শ্রমিকদের মিছিল হয় । চা বাগান মালিকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে চকবাজারে পোস্টারিংও হয় । মোর্চার সাধারণ সম্পাদক অনিত থাপা বলেন, "যেভাবে বিনয় তামাঙের স্বাস্থ্যের অবনতি হচ্ছে তাতে উদ্বিগ্ন আমরা । তাঁর কিছু হলে পুরো দায়ভার মালিক পক্ষকে নিতে হবে ।"

image
আল্টিমেটাম চিঠি

আজ সন্ধ্যা 6 টার মধ্যে 20 শতাংশ বোনাস ইশুতে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠক হওয়ার কথা ৷ মালিকরা যেন পদক্ষেপ নেন, সেজন্য গতকাল চা বাগান মালিকদের আল্টিমেটাম দিয়ে চিঠি পাঠিয়েছেন অনিত থাপা । দার্জিলিং টি অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সম্পাদককে মেল করে ওই চিঠি পাঠানো হয়েছে । আজ বোনাস ইশুতে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠক হওয়ার কথা । জয়েন্ট ফোরামও তাদের স্থগিত থাকা আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করতে পারে ৷


দার্জিলিং, 10 অক্টোবর : চা শ্রমিকদের 20 শতাংশ বোনাস ইশুতে বাগান মালিকদের আজ সন্ধ্যা ছ'টা পর্যন্ত আল্টিমেটাম দিল গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীরা । একইসঙ্গে চা বাগান মালিকদের বিরুদ্ধে দার্জিলিং সদর থানায় GD করল তারা । এর জেরে বোনাস ইশুতে রাজ্যের ডাকা 17 অক্টোবরের ত্রিপাক্ষিক বৈঠক 11 অক্টোবরে এগিয়ে আনা হয়েছে । গতকাল দার্জিলিং মোটরস্ট্যান্ডে রাজ্যের তরফে এই বার্তা বিনয় তামাঙের অনশন মঞ্চে ঘোষণা করা হয় ।

ইতিমধ্যে বিনয় তামাঙের সমর্থনে দার্জিলিংয়ে চা শ্রমিকদের মিছিল হয় । চা বাগান মালিকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে চকবাজারে পোস্টারিংও হয় । মোর্চার সাধারণ সম্পাদক অনিত থাপা বলেন, "যেভাবে বিনয় তামাঙের স্বাস্থ্যের অবনতি হচ্ছে তাতে উদ্বিগ্ন আমরা । তাঁর কিছু হলে পুরো দায়ভার মালিক পক্ষকে নিতে হবে ।"

image
আল্টিমেটাম চিঠি

আজ সন্ধ্যা 6 টার মধ্যে 20 শতাংশ বোনাস ইশুতে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠক হওয়ার কথা ৷ মালিকরা যেন পদক্ষেপ নেন, সেজন্য গতকাল চা বাগান মালিকদের আল্টিমেটাম দিয়ে চিঠি পাঠিয়েছেন অনিত থাপা । দার্জিলিং টি অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সম্পাদককে মেল করে ওই চিঠি পাঠানো হয়েছে । আজ বোনাস ইশুতে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠক হওয়ার কথা । জয়েন্ট ফোরামও তাদের স্থগিত থাকা আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করতে পারে ৷

Intro:মালিক পক্ষকে আল্টিমেটাম, বোনাস ইস্যুতে ১১ অক্টোবর ত্রিপাক্ষিক বৈঠক এগিয়ে আনল রাজ্য

দার্জিলিং, ৯ অক্টোবর : চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস ইস্যুতে বাগান মালিকদের বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আলটিমেটাম দিল গোর্খা জনমুক্তি মোর্চার বিনিয়পন্থীরা । একই সঙ্গে চা বাগান মালিকদের বিরুদ্ধে দার্জিলিং সদর থানায় জেনারেল ডায়েরি করল জিজেএম । অন্যদিকে বোনাস ইস্যুতে রাজ্যের ডাকা ১৭ অক্টোবরের ত্রিপাক্ষিক বৈঠক ১১ অক্টোবর এগিয়ে আনা হয়েছে । রাজ্যের তরফে এই বার্তা বুধবার দার্জিলিং মোটরস্ট্যান্ডে বিনয় তামাঙয়ের অনশন মঞ্চে ঘোষণা করা হয় । Body:এদিকে বুধবার বিনয় তামাঙয়ের সমর্থনে দার্জিলিংয়ে চা শ্রমিকদের মিছিল হয় । চা বাগান মালিকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে চকবাজারে পোস্টারিংও হয় । মোর্চার সাধারণ সম্পাদক অনিত থাপা বলেন, বিনয় তামাঙয়ের যেভাবে স্বাস্থ্যের অবনতি হচ্ছে তাতে উদ্বিগ্ন তাঁরা । তাঁর কিছু হলে তাঁর পুরো দায়ভার মালিক পক্ষকে নিতে হবে । পাশাপাশি ১০ অক্টোবর সন্ধ্যা ৬ টার মধ্যে ২০ শতাংশ বোনাস দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য বুধবার চা বাগান মালিকদের আল্টিমেটাম দিয়ে চিঠি দিয়েছেন অনিত থাপা । দার্জিলিং টি অ্যাসোসিয়েশন বা ডিটিএ এবং ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন বা আইটিএ-এর সম্পাদককে মেল করে ওই চিঠি পাঠানো হয় । বৃহস্পতিবারই বোনাস ইস্যুতে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠক হওয়ার কথা । জয়েন্ট ফোরামও তাতের স্থগিত থাকা আন্দোলন কর্মসূচি নিয়ে বৃহস্পতিবারই আলোচনা করবে বলে জানা গেছে ।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.