ETV Bharat / state

Leopards Died: একইদিনে উত্তরবঙ্গে 2টি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু !

জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পূর্ণবয়স্ক চিতাবাঘের ৷ এদিকে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের আইবিল চা বাগান থেকেও অপর একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয়। দেহদু‘টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে বন বিভাগের পক্ষ থেকে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 5:02 PM IST

Etv Bharat
গাড়ির ধাক্কায় মৃত্যু পূর্ণবয়স্ক চিতাবাঘের

দার্জিলিং, 29 অগস্ট: উত্তরবঙ্গে একই দিনে দু‘টি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু। মঙ্গলবার জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক পূর্ণবয়স্ক চিতাবাঘের । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ অন্যদিকে, আজই জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের আইবিল চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয় ।

এদিন সকালে বাগানের শ্রমিকরা চা বাগানের মেন ডিভিশনের 16 নম্বর সেকশনের একটি নালায় চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাগানের ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক । খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডকেও ৷ স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, "চিতাবাঘের দেহ উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানেই ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনই কমলা চা বাগানের কাছে জাতীয় সড়ক পারাপারের সময় আচমকা একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে একটি চিতাবাঘকে ৷ গাড়ির ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পরে চিতাবাঘটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাঘটির । স্থানীয়রা পুলিশ ও বন দফতরে খবর দেয় । ফাঁসিদেওয়া থানার পুলিশ ও ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটির দেহ উদ্ধার করে প্রথমে রেঞ্জ অফিসে নিয়ে যায় । পরে সেটির ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয় । যদিও এই ঘটনায় ঘাতক গাড়িটিকে চিহ্নিত কর‍তে পারেনি পুলিশ বা বন দফতর । বন দফতরের তরফে অভিযোগ জানানো হয়েছে । ঘাতক গাড়িটিকে খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে জাতীয় সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ।

আরও পডু়ন: ছাগলের লোভে খাঁচাবন্দি চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন ডুয়ার্সের বাসিন্দারা

ঘটনা প্রসঙ্গেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "জাতীয় সড়কে এই ধরণের ঘটনা উদ্বিগ্নের । গাড়ি চালকদের আরও সতর্ক হতে হবে । বিশেষ করে করিডর এলাকায় । আধিকারিকদের বলেছি বিষয়টা দেখার জন্য ।" চিতাবাঘের মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েই কার্শিয়াংয়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার হরেকৃষ্ণ পিজে জানান, ঘোষপুকুর বাইপাসে গাড়ির ধাক্কায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু হয়েছে । ঘাতক গাড়িটিকে ধরা যায়নি। পুলিশে অভিযোগ জানানো হয়েছে । গাড়িটি সজোরে ধাক্কার কারণেই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চিতাবাঘটির । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

এদিকে, চলতি বছরে তিনটি চিতাবাঘ সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে । গত এক বছরে পাহাড় ও সমতল মিলিয়ে পাঁচটি চিতাবাঘের মৃত্যু হয়েছে । একের পর এক চিতাবাঘের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বন দফতর ৷

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলের নয়া প্রযুক্তি, বরাদ্দ 77 কোটি

দার্জিলিং, 29 অগস্ট: উত্তরবঙ্গে একই দিনে দু‘টি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু। মঙ্গলবার জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক পূর্ণবয়স্ক চিতাবাঘের । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ অন্যদিকে, আজই জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের আইবিল চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয় ।

এদিন সকালে বাগানের শ্রমিকরা চা বাগানের মেন ডিভিশনের 16 নম্বর সেকশনের একটি নালায় চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাগানের ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক । খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডকেও ৷ স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, "চিতাবাঘের দেহ উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানেই ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনই কমলা চা বাগানের কাছে জাতীয় সড়ক পারাপারের সময় আচমকা একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে একটি চিতাবাঘকে ৷ গাড়ির ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পরে চিতাবাঘটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাঘটির । স্থানীয়রা পুলিশ ও বন দফতরে খবর দেয় । ফাঁসিদেওয়া থানার পুলিশ ও ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটির দেহ উদ্ধার করে প্রথমে রেঞ্জ অফিসে নিয়ে যায় । পরে সেটির ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয় । যদিও এই ঘটনায় ঘাতক গাড়িটিকে চিহ্নিত কর‍তে পারেনি পুলিশ বা বন দফতর । বন দফতরের তরফে অভিযোগ জানানো হয়েছে । ঘাতক গাড়িটিকে খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে জাতীয় সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ।

আরও পডু়ন: ছাগলের লোভে খাঁচাবন্দি চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন ডুয়ার্সের বাসিন্দারা

ঘটনা প্রসঙ্গেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "জাতীয় সড়কে এই ধরণের ঘটনা উদ্বিগ্নের । গাড়ি চালকদের আরও সতর্ক হতে হবে । বিশেষ করে করিডর এলাকায় । আধিকারিকদের বলেছি বিষয়টা দেখার জন্য ।" চিতাবাঘের মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েই কার্শিয়াংয়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার হরেকৃষ্ণ পিজে জানান, ঘোষপুকুর বাইপাসে গাড়ির ধাক্কায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু হয়েছে । ঘাতক গাড়িটিকে ধরা যায়নি। পুলিশে অভিযোগ জানানো হয়েছে । গাড়িটি সজোরে ধাক্কার কারণেই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চিতাবাঘটির । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

এদিকে, চলতি বছরে তিনটি চিতাবাঘ সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে । গত এক বছরে পাহাড় ও সমতল মিলিয়ে পাঁচটি চিতাবাঘের মৃত্যু হয়েছে । একের পর এক চিতাবাঘের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বন দফতর ৷

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলের নয়া প্রযুক্তি, বরাদ্দ 77 কোটি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.