ETV Bharat / state

BGPM: হামরো পার্টি ছেড়ে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দুই জিটিএ সভাসদের - দার্জিলিং পৌরসভা

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (BGPM) যোগ দিলেন হামরো পার্টির দুই নেতা তথা জিটিএ (GTA) সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী । শনিবার তাঁরা দার্জিলিংয়ে তাঁরা দলবদল করেন ৷

two leader of hamro party joins bgpm today
BGPM: হামরো পার্টি ছেড়ে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দুই জিটিএ সভাসদের
author img

By

Published : Nov 5, 2022, 4:36 PM IST

দার্জিলিং, 5 নভেম্বর: ইটিভি ভারতের খবরেই সিলমোহর পড়ল । জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি (Hamro Party) ছেড়ে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (BGPM) যোগ দিলেন দুই জিটিএ (GTA) সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী ।

হামরো পার্টির সহ-সভাপতি তথা ঘুম-জোরবাংলো সমষ্টির সভাসদ প্রমোস্কার ব্লোন এবং পুলবাজার বিজনবাড়ি সমষ্টির সভাসদ ভূপেন্দ্র ছেত্রী হামরো পার্টি ছেড়ে শনিবার দার্জিলিংয়ে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দেন ।

যদিও তাঁদের অনিত শিবিরে যোগ দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিতই ছিল । শনিবার তা আনুষ্ঠানিক রূপ পেল । এদিন ওই দুই জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন)-এর সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রীর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা । পাশাপাশি উপস্থিত ছিলেন কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা, দলের সাধারণ সম্পাদক অমর লামা-সহ অন্যান্যরা ।

two leader of hamro party joins bgpm today
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ প্রমোস্কার ব্লোনের

প্রসঙ্গত, দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality) নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে পাহাড়ের রাজনীতিতে উত্থান হয় অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টির । কিন্তু জিটিএ নির্বাচনে বাজিমাত করে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । জুন মাসে পাহাড়ে জিটিএ ভোট হয় । অনিত থাপার প্রজাতান্ত্রিক মোর্চা 27টি আসন, হামরো পার্টি আটটি আসন, তৃণমূল পাঁচটি আসনে জেতে । নির্দলেরা জয় পান পাঁচটি আসনে ।

ভোটের পরে, কালিম্পং জেলার তিন জন নির্দল জিটিএ সভাসদ অনিত থাপার প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন । তাতে ক্ষমতাসীন দলের সদস্য সংখ্যা বেড়ে হয় 30 । পরে বাকি থাকা দু’জন নির্দল সভাসদও অনিত থাপার দলে যোগ দেন । সব মিলিয়ে এখন অনিত থাপার দখলে 32টি আসন । এবার এই দুই সভাসদ যোগ দেওয়ায় আসন সংখ্যা বেড়ে 34 হল অনিত শিবিরের ।

হামরো পার্টি ছেড়ে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দুই জিটিএ সভাসদের

এদিন যোগদানের বিষয়ে অনিত থাপা বলেন, "আমি জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক । আমাকে প্রত্যেক সভাসদের সঙ্গেই কথা বলতে হয় । সেই করে সবার সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে । তাঁরাও উন্নয়ন চায় । উন্নয়নই যখন মূল লক্ষ্য তাহলে কেন সংখ্যা গরিষ্ঠ দলের সঙ্গে তাঁরা কাজ করবেন না ? আমি অজয় এডওয়ার্ড যোগ দিতে চাইলেও তাঁকে স্বাগত জানাবো । যাঁরা পাহাড়ের উন্নয়ন করবেন, তাঁদের সবাইকে আমাদের দলে স্বাগত ।"

যোগ দেওয়ার পর প্রমোস্কার ব্লোন বলেন, "আমি তো দলত্যাগ করিনি । অজয় এডওয়ার্ড আমাকে ও ভূপেন্দ্র ছেত্রীকে দল থেকে বের করে দিয়েছিলেন । ঘরে চার দেওয়ালের মধ্যে লাইভে বসে রাজনীতি হয় না ।"

আরও পড়ুন: হামরো পার্টিতে ভাঙন ! দল ছাড়তে চলেছে দুই জিটিএ সভাসদ

দার্জিলিং, 5 নভেম্বর: ইটিভি ভারতের খবরেই সিলমোহর পড়ল । জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি (Hamro Party) ছেড়ে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (BGPM) যোগ দিলেন দুই জিটিএ (GTA) সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী ।

হামরো পার্টির সহ-সভাপতি তথা ঘুম-জোরবাংলো সমষ্টির সভাসদ প্রমোস্কার ব্লোন এবং পুলবাজার বিজনবাড়ি সমষ্টির সভাসদ ভূপেন্দ্র ছেত্রী হামরো পার্টি ছেড়ে শনিবার দার্জিলিংয়ে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দেন ।

যদিও তাঁদের অনিত শিবিরে যোগ দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিতই ছিল । শনিবার তা আনুষ্ঠানিক রূপ পেল । এদিন ওই দুই জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন)-এর সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রীর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা । পাশাপাশি উপস্থিত ছিলেন কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা, দলের সাধারণ সম্পাদক অমর লামা-সহ অন্যান্যরা ।

two leader of hamro party joins bgpm today
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ প্রমোস্কার ব্লোনের

প্রসঙ্গত, দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality) নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে পাহাড়ের রাজনীতিতে উত্থান হয় অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টির । কিন্তু জিটিএ নির্বাচনে বাজিমাত করে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । জুন মাসে পাহাড়ে জিটিএ ভোট হয় । অনিত থাপার প্রজাতান্ত্রিক মোর্চা 27টি আসন, হামরো পার্টি আটটি আসন, তৃণমূল পাঁচটি আসনে জেতে । নির্দলেরা জয় পান পাঁচটি আসনে ।

ভোটের পরে, কালিম্পং জেলার তিন জন নির্দল জিটিএ সভাসদ অনিত থাপার প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন । তাতে ক্ষমতাসীন দলের সদস্য সংখ্যা বেড়ে হয় 30 । পরে বাকি থাকা দু’জন নির্দল সভাসদও অনিত থাপার দলে যোগ দেন । সব মিলিয়ে এখন অনিত থাপার দখলে 32টি আসন । এবার এই দুই সভাসদ যোগ দেওয়ায় আসন সংখ্যা বেড়ে 34 হল অনিত শিবিরের ।

হামরো পার্টি ছেড়ে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দুই জিটিএ সভাসদের

এদিন যোগদানের বিষয়ে অনিত থাপা বলেন, "আমি জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক । আমাকে প্রত্যেক সভাসদের সঙ্গেই কথা বলতে হয় । সেই করে সবার সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে । তাঁরাও উন্নয়ন চায় । উন্নয়নই যখন মূল লক্ষ্য তাহলে কেন সংখ্যা গরিষ্ঠ দলের সঙ্গে তাঁরা কাজ করবেন না ? আমি অজয় এডওয়ার্ড যোগ দিতে চাইলেও তাঁকে স্বাগত জানাবো । যাঁরা পাহাড়ের উন্নয়ন করবেন, তাঁদের সবাইকে আমাদের দলে স্বাগত ।"

যোগ দেওয়ার পর প্রমোস্কার ব্লোন বলেন, "আমি তো দলত্যাগ করিনি । অজয় এডওয়ার্ড আমাকে ও ভূপেন্দ্র ছেত্রীকে দল থেকে বের করে দিয়েছিলেন । ঘরে চার দেওয়ালের মধ্যে লাইভে বসে রাজনীতি হয় না ।"

আরও পড়ুন: হামরো পার্টিতে ভাঙন ! দল ছাড়তে চলেছে দুই জিটিএ সভাসদ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.