দার্জিলিং, 13 সেপ্টেম্বর : নাবালিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ঘুমের ওষুধ খাইয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগ ! ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত দুই মহিলার চুল কেটে গণধোলাই এলাকাবাসীর । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকার একটি গ্রামে ৷ অভিযুক্ত ওই দুই মহিলাকে গ্রেফতারও করেছে পুলিশ । যদিও গোটা ঘটনায় ফের একবার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ।
জানা গিয়েছে, অভিযুক্ত দুই মহিলা গৌরী রায় ও অমৃতা সিং এলাকায় দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। ওই নাবালিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে প্রায়শই শহরের বাইরে নিয়ে যেত এই দুই মহিলা । এরপর ওই নাবালিকার খাবারের সঙ্গে ঘুমের ওষুধ ও মাদক খাইয়ে অজ্ঞান করে তাকে দিয়ে দেহ ব্যবসা করানো হত বলে অভিযোগ। গত দু'মাস ধরে ওই দুই মহিলা ওই নাবালিকাকে দিয়ে এই কাজ করাত ৷
সম্প্রতি নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে সে নিজেই পরিবারকে সব জানায় । বিষয়টি জানা মাত্র নাবালিকার মা স্থানীয় পঞ্চায়েত ও বাগডোগরা থানার পুলিশের দ্বারস্থ হন । কিন্তু স্থানীয় পঞ্চায়েত ও পুলিশ তার অভিযোগে কর্ণপাত করেনি বলে অভিযোগ । শুধু তাই নয়, প্রথমে তাঁর অভিযোগও পুলিশ গ্রহণ করেনি বলে অভিযোগ ৷ এদিকে বিষয়টি জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। দুই মহিলাকে ধরে গণধোলাই দেন স্থানীয়রা । দুই মহিলার চুলও কেটে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। দুই মহিলাকে প্রথমে আটক করে নিয়ে যায় বাগডোগরা থানার পুলিশ ।
আরও পড়ুন: ধারের টাকা ফেরত চাইতে এসে যুবককে গুলি দুষ্কৃতীদের
গতকাল রাতেই ওই দুই মহিলাদের বিরুদ্ধে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। তাঁর অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয় ৷ এই ঘটনায় স্থানীয় আরও দুই ব্যক্তির নাম উঠে এসেছে । তাদের খোঁজ শুরু করেছে পুলিশ । নাবালিকার মা এই বিষয়ে বলেন, "ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে মেয়েকে নিয়ে যেত ওই দুই মহিলা । কাকরভিটা, পানিট্যাঙ্কি সহ একাধিক জায়গায় নিয়ে গিয়েছে । এরপর ঘুমের ওষুধ সহ নেশাজাতীয় দ্রব্য খাইয়ে জোর করে দেহ ব্যবসা করাত । সম্প্রতি মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। ওকে জিজ্ঞেস করায় গোটা ঘটনা খোলাসা হয় । এরপরই পুলিশকে বিষয়টি জানাই ৷ প্রথমে অভিযোগ নেয়নি পুলিশ । কিন্তু এদিনের ঘটনার পর অভিযোগ নিয়েছে ।" পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে ৷