ETV Bharat / state

মাটিগাড়ার দুই BJP নেতার উপর হামলা, শূন্যে গুলি - fire

BJP-র বুথ সভাপতি ও মাটিগাড়া ব্লক সম্পাদকের উপর হামলা । শূন্যে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে । পালটা অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।

বাপ্পা সরকার
author img

By

Published : Apr 30, 2019, 3:39 PM IST

শিলিগুড়ি, 30 এপ্রিল : BJP-র বুথ সভাপতি ও মাটিগাড়া ব্লক সম্পাদকের উপর হামলা । শূন্যে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে । অন্যদিকে পালটা অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধেও । ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ ।

গতরাতে BJP-র বুথ সভাপতি গৌতম মণ্ডল খাপরাইল মোড় এলাকায় তাঁর নিজস্ব হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, সেসময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় । হোটেল ভাঙচুরের পাশাপাশি তাঁর কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপরই শূন্যে কমপক্ষে ছয় রাউন্ড গুলি চালানো হয় । শিব মন্দিরের কার্যকরী সভাপতি দুর্লভ চক্রবর্তির নাম এই ঘটনায় জড়িয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, আমতলা এলাকার তৃণমূল কর্মী বিশ্বজিৎ কুণ্ডুর বাড়িতে হামলা চালায় BJP-র গুন্ডাবাহিনী । তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ।

এবিষয়ে মাটিগাড়ার BJP মণ্ডল সভাপতি বাপ্পা সরকার বলেন, "আমরা BJP কেন করি ? BJP কী দিয়েছে ? এই প্রসঙ্গ তুলে ধরে আমার উপর হামলা করা হয় । বাড়ি ভাঙচুর করা হয় । এটা প্রথম নয় । এর আগেও দু'বার এমনভাবে হামলা করা হয়েছে । মাটিগাড়ায় এখন থাকার পরিবেশ নেই । অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও সহযোগিতা করছে না ।"

তৃণমূলের ব্লক সভাপতি অর্ধেন্দু বিশ্বাস বলেন, "দুর্লভ শিবমন্দির ছেড়ে মাটিগাড়ায় ঢুকছে । মাটিগাড়াকে অশান্ত করছে । আমি তো কাঠের পুতুল হয়ে বসে আছি । তবে জেলা সভাপতি আমাকে ক্ষমতা দিলে পরিস্থিতি বদলে দেখাব । এই ঘটনা কারা ঘটাল তা নিয়ে কিছু জানা নেই আমার ।"

শিলিগুড়ি, 30 এপ্রিল : BJP-র বুথ সভাপতি ও মাটিগাড়া ব্লক সম্পাদকের উপর হামলা । শূন্যে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে । অন্যদিকে পালটা অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধেও । ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ ।

গতরাতে BJP-র বুথ সভাপতি গৌতম মণ্ডল খাপরাইল মোড় এলাকায় তাঁর নিজস্ব হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, সেসময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় । হোটেল ভাঙচুরের পাশাপাশি তাঁর কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপরই শূন্যে কমপক্ষে ছয় রাউন্ড গুলি চালানো হয় । শিব মন্দিরের কার্যকরী সভাপতি দুর্লভ চক্রবর্তির নাম এই ঘটনায় জড়িয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, আমতলা এলাকার তৃণমূল কর্মী বিশ্বজিৎ কুণ্ডুর বাড়িতে হামলা চালায় BJP-র গুন্ডাবাহিনী । তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ।

এবিষয়ে মাটিগাড়ার BJP মণ্ডল সভাপতি বাপ্পা সরকার বলেন, "আমরা BJP কেন করি ? BJP কী দিয়েছে ? এই প্রসঙ্গ তুলে ধরে আমার উপর হামলা করা হয় । বাড়ি ভাঙচুর করা হয় । এটা প্রথম নয় । এর আগেও দু'বার এমনভাবে হামলা করা হয়েছে । মাটিগাড়ায় এখন থাকার পরিবেশ নেই । অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও সহযোগিতা করছে না ।"

তৃণমূলের ব্লক সভাপতি অর্ধেন্দু বিশ্বাস বলেন, "দুর্লভ শিবমন্দির ছেড়ে মাটিগাড়ায় ঢুকছে । মাটিগাড়াকে অশান্ত করছে । আমি তো কাঠের পুতুল হয়ে বসে আছি । তবে জেলা সভাপতি আমাকে ক্ষমতা দিলে পরিস্থিতি বদলে দেখাব । এই ঘটনা কারা ঘটাল তা নিয়ে কিছু জানা নেই আমার ।"

Intro:বিজেপি বুথ সভাপতির, ব্লক সম্পাদকের ওপর হামলা, শূন্যে গুলি চালানোর আভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!

শিলিগুড়ি, ৩০ এপ্রিলঃ বিজেপির বুথ সভাপতি ও মাটিগাড়া ব্লক সম্পাদকের ওপর হামলার পাশাপাশি তার হোটেলে ভাংচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে। একইসাথে শুন্যে গুলি চালানোরও অভিযোগ উঠল। অন্যদিকে পালটা অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফে মাটিগাড়া থানায় বিক্ষভ দেখানো হয়।

জানা গিয়েছে, নিত্যদিনের মতোনই গতরাতে রাতে বিজেপির বুথ সভাপতি গৌতম মন্ডল খাপরাইল মোড় এলাকায় তার নিজস্ব হোটেল বন্ধ করে বাড়ি ফিরতে উদ্যত হয়েছিল। অভিযোগ সেসময় একদল তৃণমূল গুন্ডাবাহিনী তার ওপর চড়াও হয়। হোটেল ভাংচুরের পাশাপাশি তার কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপরেই শূন্যে কমপক্ষে ছয় রাউন্ড গুলি চালানো হয়। এদিনের ঘটনায় শিবমন্দিরের কার্যকরী সভাপতি দূর্লভ চক্রবর্তীর নাম জড়িয়েছে এই ঘটনায়। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ আমতলা এলাকায় তৃণমূল কর্মী বিশ্বজিৎ কুন্ডুর বাড়িতে হামলা চালায় বিজেপির গুন্ডাবাহিনী। বাড়িতে ইট বৃষ্টি চালানো হয়।

এবিষয়ে বিজেপির মাটিগাড়া মন্ডল সভাপতি বাপ্পা সরকার বলেন, আমরা বিজেপি কেন করি? বিজেপি কি দিয়েছে? এই প্রসঙ্গ তুলে ধরে আমার ওপর হামলা করা হয়। বাড়ি ভাংচুর করা হয়। এই প্রথম নয় এর আগেও দুই বার এমনভাবে হামলা করা হয়েছে। মাটিগাড়ায় এখন থাকার পরিবেশ নেই। পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ কোন প্রকার সহযোগীতা করছে না পুলিশ।

অন্যদিকে, তৃণমূলের ব্লক সভাপতি অর্ধেন্দু বিশ্বাস বলেন, দূর্লভ শিবমন্দির ছেড়ে মাটিগাড়ায় ঢুকছে। মাটিগাড়াকে অশান্ত করছে। আমি তো কাঠের পুতুল হয়ে বসে আছি। তবে জেলা সভাপতি আমাকে ক্ষমতা দিলে পরিস্থিতি বদলে দেখাবো। তবে এদিনের এই ঘটনা কারা ঘটাল তা নিয়ে কিছু জানা নেই আমার।

Body:. Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.