শিলিগুড়ি, 30 এপ্রিল : BJP-র বুথ সভাপতি ও মাটিগাড়া ব্লক সম্পাদকের উপর হামলা । শূন্যে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে । অন্যদিকে পালটা অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধেও । ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ ।
গতরাতে BJP-র বুথ সভাপতি গৌতম মণ্ডল খাপরাইল মোড় এলাকায় তাঁর নিজস্ব হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, সেসময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় । হোটেল ভাঙচুরের পাশাপাশি তাঁর কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপরই শূন্যে কমপক্ষে ছয় রাউন্ড গুলি চালানো হয় । শিব মন্দিরের কার্যকরী সভাপতি দুর্লভ চক্রবর্তির নাম এই ঘটনায় জড়িয়েছে ।
অন্যদিকে তৃণমূলের অভিযোগ, আমতলা এলাকার তৃণমূল কর্মী বিশ্বজিৎ কুণ্ডুর বাড়িতে হামলা চালায় BJP-র গুন্ডাবাহিনী । তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ।
এবিষয়ে মাটিগাড়ার BJP মণ্ডল সভাপতি বাপ্পা সরকার বলেন, "আমরা BJP কেন করি ? BJP কী দিয়েছে ? এই প্রসঙ্গ তুলে ধরে আমার উপর হামলা করা হয় । বাড়ি ভাঙচুর করা হয় । এটা প্রথম নয় । এর আগেও দু'বার এমনভাবে হামলা করা হয়েছে । মাটিগাড়ায় এখন থাকার পরিবেশ নেই । অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও সহযোগিতা করছে না ।"
তৃণমূলের ব্লক সভাপতি অর্ধেন্দু বিশ্বাস বলেন, "দুর্লভ শিবমন্দির ছেড়ে মাটিগাড়ায় ঢুকছে । মাটিগাড়াকে অশান্ত করছে । আমি তো কাঠের পুতুল হয়ে বসে আছি । তবে জেলা সভাপতি আমাকে ক্ষমতা দিলে পরিস্থিতি বদলে দেখাব । এই ঘটনা কারা ঘটাল তা নিয়ে কিছু জানা নেই আমার ।"