শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি : অন্যের ডেবিট কার্ড নিয়ে দোকান থেকে মোবাইল কিনে পুলিশের জালে প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার। ঘটনায় দু'জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ির একটি মোবাইলের দোকান থেকে ছ'টি মোবাইল কেনে রাহুল কুমার ও তার প্রেমিকা অঞ্জু থাপা। একটি ডেবিট কার্ডের মাধ্যমে টাকা মেটায় তারা। প্রাথমিকভাবে কার্ডটি সোয়াইপ হয়ে যায়। কিন্তু, কিছুক্ষণ পরে দোকানদারের কাছে ব্যাঙ্ক থেকে একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, যে ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা হয়েছে সেটি ব্লক আছে। তাই প্রাথমিকভাবে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হলেও তা দেওয়া হবে না। এরপরই পুলিশের দ্বারস্থ হন মোবাইল বিক্রেতা।
পুলিশ দোকানের CCTV ফুটেজ খতিয়ে দেখে রাহুলকে গ্রেপ্তার করে। পরে, তার প্রেমিকা অঞ্জু থাপাকেও ধরা হয়।
পুলিশ জানিয়েছে, রাহুল ও অঞ্জু দুর্গাপুরের বাসিন্দা স্বপন এক্কারের ডেবিট কার্ড ব্যবহার করে মোবাইলটি কিনেছিল। কিছুদিন আগে তা হারিয়ে যায়। সেই কার্ডটি কোনওভাবে হাতে পায় রাহুল। কার্ডের গায়েই ATM পিন লেখা ছিল। কার্ডের পিছনে ছিল তিন সংখ্যার CVV নম্বর। ফলে কার্ডের CVV ও পিন মিলে যাওয়ায় কার্ডটি ব্লক করা হলেও প্রাথমিকভাবে সোয়াইপ হয়ে গেছিল। পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতদের থেকে ছ'টি মোবাইল উদ্ধার করেছে।