ETV Bharat / state

অন্যের ডেবিট কার্ডে মোবাইল কিনে পুলিশের জালে প্রেমিক-প্রেমিকা - mobile

অন্যের ডেবিট কার্ড নিয়ে দোকান থেকে মোবাইল কিনে পুলিশের জালে প্রেমিক-প্রেমিকা। ঘটনায় দু'জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার।

ছবি সৌজন্যে : Pixabay
author img

By

Published : Feb 21, 2019, 8:12 PM IST

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি : অন্যের ডেবিট কার্ড নিয়ে দোকান থেকে মোবাইল কিনে পুলিশের জালে প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার। ঘটনায় দু'জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ির একটি মোবাইলের দোকান থেকে ছ'টি মোবাইল কেনে রাহুল কুমার ও তার প্রেমিকা অঞ্জু থাপা। একটি ডেবিট কার্ডের মাধ্যমে টাকা মেটায় তারা। প্রাথমিকভাবে কার্ডটি সোয়াইপ হয়ে যায়। কিন্তু, কিছুক্ষণ পরে দোকানদারের কাছে ব্যাঙ্ক থেকে একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, যে ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা হয়েছে সেটি ব্লক আছে। তাই প্রাথমিকভাবে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হলেও তা দেওয়া হবে না। এরপরই পুলিশের দ্বারস্থ হন মোবাইল বিক্রেতা।

পুলিশ দোকানের CCTV ফুটেজ খতিয়ে দেখে রাহুলকে গ্রেপ্তার করে। পরে, তার প্রেমিকা অঞ্জু থাপাকেও ধরা হয়।

পুলিশ জানিয়েছে, রাহুল ও অঞ্জু দুর্গাপুরের বাসিন্দা স্বপন এক্কারের ডেবিট কার্ড ব্যবহার করে মোবাইলটি কিনেছিল। কিছুদিন আগে তা হারিয়ে যায়। সেই কার্ডটি কোনওভাবে হাতে পায় রাহুল। কার্ডের গায়েই ATM পিন লেখা ছিল। কার্ডের পিছনে ছিল তিন সংখ্যার CVV নম্বর। ফলে কার্ডের CVV ও পিন মিলে যাওয়ায় কার্ডটি ব্লক করা হলেও প্রাথমিকভাবে সোয়াইপ হয়ে গেছিল। পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতদের থেকে ছ'টি মোবাইল উদ্ধার করেছে।

undefined

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি : অন্যের ডেবিট কার্ড নিয়ে দোকান থেকে মোবাইল কিনে পুলিশের জালে প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার। ঘটনায় দু'জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ির একটি মোবাইলের দোকান থেকে ছ'টি মোবাইল কেনে রাহুল কুমার ও তার প্রেমিকা অঞ্জু থাপা। একটি ডেবিট কার্ডের মাধ্যমে টাকা মেটায় তারা। প্রাথমিকভাবে কার্ডটি সোয়াইপ হয়ে যায়। কিন্তু, কিছুক্ষণ পরে দোকানদারের কাছে ব্যাঙ্ক থেকে একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, যে ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা হয়েছে সেটি ব্লক আছে। তাই প্রাথমিকভাবে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হলেও তা দেওয়া হবে না। এরপরই পুলিশের দ্বারস্থ হন মোবাইল বিক্রেতা।

পুলিশ দোকানের CCTV ফুটেজ খতিয়ে দেখে রাহুলকে গ্রেপ্তার করে। পরে, তার প্রেমিকা অঞ্জু থাপাকেও ধরা হয়।

পুলিশ জানিয়েছে, রাহুল ও অঞ্জু দুর্গাপুরের বাসিন্দা স্বপন এক্কারের ডেবিট কার্ড ব্যবহার করে মোবাইলটি কিনেছিল। কিছুদিন আগে তা হারিয়ে যায়। সেই কার্ডটি কোনওভাবে হাতে পায় রাহুল। কার্ডের গায়েই ATM পিন লেখা ছিল। কার্ডের পিছনে ছিল তিন সংখ্যার CVV নম্বর। ফলে কার্ডের CVV ও পিন মিলে যাওয়ায় কার্ডটি ব্লক করা হলেও প্রাথমিকভাবে সোয়াইপ হয়ে গেছিল। পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতদের থেকে ছ'টি মোবাইল উদ্ধার করেছে।

undefined
Intro:


সোশাল মিডিয়ায় দেশ বিরোধী স্লোগান, গ্রেপ্তার শিলিগুড়ির তিন কলেজ পড়ুয়া


শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ স্যোসাল মিডিয়ায় দেশ বিরোধী স্লোগান দেওয়ায় তিন কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ। রবিবার রাতে শিলিগুড়ি সূর্যসেন কলেজের ওই তিন ছাত্রকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। সোমাবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ধৃত তিন পড়ুয়া হল প্রসেঞ্জিত আচার্য, অসিত মোদক ও আকাশ দাস। এরা প্রত্যেকেই শিলিগুড়ি সূর্যসেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এরা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের ভানুনগরের বাসিন্দা। রবিবার স্যোসাল মিডিয়া ফেসবুকে ভারত বিরোধী স্লোগান দিয়ে একটি ভিডিও আপলোড করা হয়। যা মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তাতে দেখা গিয়েছে, ধৃত প্রসেঞ্জিত মুখে সবুজ কাপড় বেধে বলছে "ইন্ডিয়া মুর্দাবাদ, পাকিস্থান জিন্দাবাদ"।
এরপরই এই ভিডিওটি নজরে আসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম সেলের। তৎপরতা সঙ্গে প্রসেনজিৎতের নামে সুয়োমোটো মামলা রুজু করে পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় প্রসেনজিৎকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ভিডিওটি তৈরি করতে সাহায্য করেছে দুই বন্ধু আকাশ ও অসিত। এরপর তাদেরও গ্রেফতার করা হয়।
এদিকে এই ভিডিওটি ভাইরাল হতেই সোমবার কলেজের তরফে প্রসেঞ্জিতকে নোটিশ করা করা হয়। তাকে কলেজে এসে কলেজের ডিসিপ্লিনারি কমিটির কাছে এই ভিডিও করার কারন বলতে বলা হয়। শিলিগুড়ি ডেপুটি পুলিশ কমিশনার জোন-১ গৌরভ লাল বলেন, কমিশনাটের তরফে স্যোসাল মিডিয়ার নজরদারি রাখা হচ্ছে। দেশ বিরোধী বা উস্কানি মূলক যে কোন ধরনের পোষ্ট করা হলে আইন মেনে ব্যাবস্থা নেওয়া হবে।Body:fConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.