শিলিগুড়ি, 7 মে : "রেশন চাই" স্লোগান তুলে পথে নামার প্রস্তুতি নিচ্ছিল BJP-র ডাবগ্রাম অঞ্চল কমিটি । তবে এই প্রতিবাদ কর্মসূচি শুরুর আগেই 12 জন BJP নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আশিঘর ফাঁড়ির পুলিশ ৷ শিলিগুড়ি শহর সংলগ্ন আশিঘর ফাঁড়ি এলাকার ঘটনা ।
রাজ্যজুড়ে রেশন দুর্নীতির অভিযোগে সরব রাজ্য BJP । সম্প্রতি রেশনে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন BJP-র শিলিগুড়ি জেলা কমিটির সদস্যরা । সেখানেও প্রতিবাদ শুরুর আগেই গ্রেপ্তার হয়েছিলেন BJP নেতা-কর্মীরা । এবারও একই ছবি দেখা গেল ।
রেশন দুর্নীতির অভিযোগে প্ল্যাকার্ড হাতে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে ডাবগ্রাম দু'নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছাতেই BJP নেতা-কর্মীদের পথ আটকায় আশিঘর ফাঁড়ির পুলিশ । প্রতিবাদ কর্মসূচি শুরুর আগেই লকডাউন অমান্য করে জমায়েত করায় সকলকেই গ্রেপ্তার করা হয় ।
এবিষয়ে BJP-র ডাবগ্রাম মণ্ডলের সভাপতি দিলীপ মণ্ডল বলেন , "রেশন বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই । এই পরিস্থিতিতেও অনেকে রেশন পাচ্ছেন না ৷ অন্যদিকে , আমাদের তরফে ত্রাণ বিলির উদ্যোগ নেওয়া হলেও বাধা দেওয়া হচ্ছে । সবটাই রাজ্যের শাসকদলের অঙ্গুলিহেলনে হচ্ছে । "