ETV Bharat / state

Binay Tamang: পাহাড়ে বিমল-অজয়ের পাশে তৃণমূলের বিনয় তামাং, তাঁর মোর্চায় ফেরা নিয়ে জল্পনা - বিনয় তামাং

পাহাড়ের রাজনীতিতে নতুন ত্রয়ীর আবির্ভাব ঘটল ৷ একই সঙ্গে দল ছাড়ার ইঙ্গিত তৃণমূল (Trinamool Congress) নেতা বিনয় তামাং । পৃথক রাজ্যের দাবিতে একমঞ্চে দেখা গেল বিমল গুরুং (Bimal Gurung), বিনয় তামাং (Binay Tamang) ও অজয় এডওয়ার্ডকে । পাহাড়ে গণতন্ত্র নেই দাবি তিনজনেরই ।

Binay Tamang
পাহাড়ের রাজনীতিতে নতুন ত্রয়ীর আবির্ভাব
author img

By

Published : Dec 27, 2022, 6:44 PM IST

Updated : Dec 27, 2022, 7:03 PM IST

সাংবাদিকদের মুখোমুখি বিমল গুরুং

দার্জিলিং, 27 ডিসেম্বর: পাহাড়ে নতুন ত্রয়ীর আর্বিভাব ! তাহলে কী এবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ছাড়তে চলেছেন বিনয় তামাং (Binay Tamang) ? তাহলে ফের মোর্চায় ঘর ওয়াপসি করছেন তিনি ? এখন এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে । কারণ, মঙ্গলবার দার্জিলিংয়ের (Darjeeling) ক্যাপিটাল টাউন এলাকায় জনসভায় এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিনয় তামাং ।

রাজ্য রাজনীতিতে শৈলরানীর রাজনৈতিক মহলে ত্রয়ী বলতেই যাঁদের ছবি ভেসে উঠত, তাঁরা হলেন মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung), বিনয় তামাং আর অনিত থাপা । কিন্তু এবার ছবিটা যেন আলাদা । পাহাড়ের রাজনৈতিক প্রেক্ষাপট এখন অনেকটাই বদলে গিয়েছে । পরপর তিন নির্বাচনের পর অনেক জল গড়িয়ে গিয়েছে তিস্তা-রঙ্গিত দিয়ে ।

Binay Tamang
পাহাড়ের রাজনীতিতে নতুন ত্রয়ীর আবির্ভাব

আর এখন ত্রয়ী হিসেবে উঠে এল তিন প্রান্তে থাকা তিন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম । গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) নেতা বিমল গুরুং, হামরো পার্টির (Hamro Party) সভাপতি অজয় এডওয়ার্ড । আর তৃতীয় জনকে ঘিরেই এবার শুরু হয়েছে বিতর্ক । তিনি হলেন একদা বিমল গুরুংয়ের ছায়াসঙ্গী, তারপর অনিত থাপার সঙ্গী আর এখন তৃণমূল কংগ্রেসের নেতা বিনয় তামাং ।

পাহাড়ের রাজনীতিতে একমঞ্চে দেখা মিলেছে ওই ত্রয়ীর । তাঁদের একসঙ্গে মঞ্চ ভাগাভাগি হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় তুলেছে । কারণ, ওই তিনজন এখন পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে ফের একত্রিত হয়েছেন । শুধু তাই নয় । পাহাড়ে গণতন্ত্র নেই, স্বজনপোষণের রাজনীতি চলছে । পাহাড়ে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যেই একজোট হয়েছেন বলেও ওই তিনজনের দাবি ।

কিন্তু বিতর্ক ঠিক এখানে নয় । বিতর্ক হল, এখন পাহাড়ের রাশ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) নেতা অনিত থাপার হাতে । তিনি আবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছের লোক বলে পরিচিত । এদিকে, বিমল গুরুংয়ের পাহাড়ে প্রত্যাবর্তনই হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় । এমত অবস্থায় বিমল গুরুংয়ের জোট ছিন্ন করাকে সেভাবে গুরুত্ব না দিলেও বিনয় তামাংয়ের অবস্থান নিয়ে জলঘোলা হতে শুরু করেছে । কারণ, পৃথক রাজ্যের দাবি নিয়ে বিমল ও অজয়ের সঙ্গের আন্দোলনে নামতে হলে রাজ্য সরকার এবং অনিত থাপার বিরুদ্ধে গিয়ে ময়দানে নামতে হবে । যা দলে থেকে সম্ভব নয় । এই অবস্থায় মঙ্গলবার দল ছাড়ার ইঙ্গিত দিলেন বিনয় তামাং ।

Binay Tamang
পাহাড়ের রাজনীতিতে নতুন ত্রয়ীর আবির্ভাব

বিমল গুরুং বলেন, "পাহাড়ে এখন গণতন্ত্র নেই । গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা একত্রিত হয়েছি । আগামী একমাস টানা কাজ করব আমরা ।" বিনয় তামাং বলেন, "দার্জিলিং পৌরসভার অনাস্থা ভোটে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নিরপেক্ষ থাকতে হবে । তারা ভোটাভুটি মতে অংশ নিলে আমি দলত্যাগ করব । আর সেটা আমি হাইকমান্ডকে জানিয়ে দিয়েছি ।"

এদিকে আগামিকাল, বুধবার দার্জিলিং পৌরসভায় অনাস্থা ভোট ৷ সেই অশান্তির আশঙ্কা করছে প্রশাসন ৷ তাই পাহাড়ে 144 ধারা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন: গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে ফের সরগরম পাহাড়ের রাজনীতি

সাংবাদিকদের মুখোমুখি বিমল গুরুং

দার্জিলিং, 27 ডিসেম্বর: পাহাড়ে নতুন ত্রয়ীর আর্বিভাব ! তাহলে কী এবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ছাড়তে চলেছেন বিনয় তামাং (Binay Tamang) ? তাহলে ফের মোর্চায় ঘর ওয়াপসি করছেন তিনি ? এখন এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে । কারণ, মঙ্গলবার দার্জিলিংয়ের (Darjeeling) ক্যাপিটাল টাউন এলাকায় জনসভায় এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিনয় তামাং ।

রাজ্য রাজনীতিতে শৈলরানীর রাজনৈতিক মহলে ত্রয়ী বলতেই যাঁদের ছবি ভেসে উঠত, তাঁরা হলেন মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung), বিনয় তামাং আর অনিত থাপা । কিন্তু এবার ছবিটা যেন আলাদা । পাহাড়ের রাজনৈতিক প্রেক্ষাপট এখন অনেকটাই বদলে গিয়েছে । পরপর তিন নির্বাচনের পর অনেক জল গড়িয়ে গিয়েছে তিস্তা-রঙ্গিত দিয়ে ।

Binay Tamang
পাহাড়ের রাজনীতিতে নতুন ত্রয়ীর আবির্ভাব

আর এখন ত্রয়ী হিসেবে উঠে এল তিন প্রান্তে থাকা তিন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম । গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) নেতা বিমল গুরুং, হামরো পার্টির (Hamro Party) সভাপতি অজয় এডওয়ার্ড । আর তৃতীয় জনকে ঘিরেই এবার শুরু হয়েছে বিতর্ক । তিনি হলেন একদা বিমল গুরুংয়ের ছায়াসঙ্গী, তারপর অনিত থাপার সঙ্গী আর এখন তৃণমূল কংগ্রেসের নেতা বিনয় তামাং ।

পাহাড়ের রাজনীতিতে একমঞ্চে দেখা মিলেছে ওই ত্রয়ীর । তাঁদের একসঙ্গে মঞ্চ ভাগাভাগি হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় তুলেছে । কারণ, ওই তিনজন এখন পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে ফের একত্রিত হয়েছেন । শুধু তাই নয় । পাহাড়ে গণতন্ত্র নেই, স্বজনপোষণের রাজনীতি চলছে । পাহাড়ে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যেই একজোট হয়েছেন বলেও ওই তিনজনের দাবি ।

কিন্তু বিতর্ক ঠিক এখানে নয় । বিতর্ক হল, এখন পাহাড়ের রাশ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) নেতা অনিত থাপার হাতে । তিনি আবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছের লোক বলে পরিচিত । এদিকে, বিমল গুরুংয়ের পাহাড়ে প্রত্যাবর্তনই হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় । এমত অবস্থায় বিমল গুরুংয়ের জোট ছিন্ন করাকে সেভাবে গুরুত্ব না দিলেও বিনয় তামাংয়ের অবস্থান নিয়ে জলঘোলা হতে শুরু করেছে । কারণ, পৃথক রাজ্যের দাবি নিয়ে বিমল ও অজয়ের সঙ্গের আন্দোলনে নামতে হলে রাজ্য সরকার এবং অনিত থাপার বিরুদ্ধে গিয়ে ময়দানে নামতে হবে । যা দলে থেকে সম্ভব নয় । এই অবস্থায় মঙ্গলবার দল ছাড়ার ইঙ্গিত দিলেন বিনয় তামাং ।

Binay Tamang
পাহাড়ের রাজনীতিতে নতুন ত্রয়ীর আবির্ভাব

বিমল গুরুং বলেন, "পাহাড়ে এখন গণতন্ত্র নেই । গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা একত্রিত হয়েছি । আগামী একমাস টানা কাজ করব আমরা ।" বিনয় তামাং বলেন, "দার্জিলিং পৌরসভার অনাস্থা ভোটে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নিরপেক্ষ থাকতে হবে । তারা ভোটাভুটি মতে অংশ নিলে আমি দলত্যাগ করব । আর সেটা আমি হাইকমান্ডকে জানিয়ে দিয়েছি ।"

এদিকে আগামিকাল, বুধবার দার্জিলিং পৌরসভায় অনাস্থা ভোট ৷ সেই অশান্তির আশঙ্কা করছে প্রশাসন ৷ তাই পাহাড়ে 144 ধারা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন: গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে ফের সরগরম পাহাড়ের রাজনীতি

Last Updated : Dec 27, 2022, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.