ETV Bharat / state

Died by Suicide: সালিশি সভায় অপমানের অভিযোগে বিষ খেয়ে আত্মঘাতী আদিবাসী মহিলা - woman Died by Suicide in phansidewa

বিষ খেয়ে ফাঁসিদেওয়ায় আত্মঘাতী হয়েছেন রেশমিতা লাকড়া তির্কে নামে এক আদিবাসী মহিলা (woman died by suicide in Phansidewa) । অভিযোগ, গোপন সালিশি সভায় তাঁকে অপমান করেন শাসকদল তৃণমূলের এক নেতা ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Tribal Widow Died by Suicide) ৷

woman died by suicide
Etv Bharat
author img

By

Published : Sep 3, 2022, 8:26 PM IST

শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বর: উত্যক্ত করার প্রতিবাদে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক আদিবাসী মহিলা । অভিযোগ প্রত্যাহার করতে শাসকদল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ কয়েকজন ওই মহিলাকে চাপ হেয় ৷ গোপনে ঘরের ভিতর সালিশি সভায় ডেকে তাঁকে অপমান করা হয় । অভিযোগ, সালিশি সভাতে ওই মহিলাকে দেওয়া হয় বিষ । অপমানে ওই বিষ খেয়েই আত্মঘাতী হন রেশমিতা লাকড়া তির্কে নামে ওই আদিবাসী মহিলা (woman died by suicide in Phansidewa) । শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর (Tribal Widow Died by Suicide) ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে ।

এই ঘটনায় মূল অভিযুক্তকে অতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম নির্মল গোপ । সে শাসকদল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে । পাশাপাশি, অভিযোগ উঠেছে শাসকদলের আরও দুই নেতার বিরুদ্ধে । তাদের নাম হল রবীন গোপ ও ভারতী সিংহ । অভিযোগ, ওই গোপন সালিশি সভায় তারাও উপস্থিত ছিলেন ৷ তাদেরও গ্রেফতারের দাবি উঠেছে ৷ ভারতী সিংহ ফাঁসিদেওয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন । ধৃত নির্মল গোপকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন: 100 দিনের কাজের নামে বৃদ্ধাকে 'প্রতারণা'! প্রতিবাদ করলে মারধরের অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে

শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের লিম্বুটারই এলাকার বাসিন্দা ছিলেন রেশমিতা লাকড়া তির্কে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই মহিলার স্বামী মারা যান ৷ স্বামীর মৃত্যুর পর স্থানীয় চা বাগানে কখনও চাষের কাজ, কখনও দিনমজুরির কাজ করে দুই সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছিলেন ওই আদিবাসী মহিলা । জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর ওই এলাকারই বাসিন্দা নির্মল গোপ ওই মহিলাকে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে উত্যক্ত করত । প্রতিবাদে ওই ব্যক্তির বিরুদ্ধে ফাঁসিদেওয়া থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা । নির্মল গোপ এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ৷ তবে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের পরেও পুলিশ প্রথমে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷

বিষ খেয়ে আত্মঘাতী আদিবাসী মহিলা

এরপরেই অন্য মোড় নেয় এই ঘটনা ৷ থানা থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য রেশমিতার উপর নানাভাবে চাপ তৈরি করে ওই অভিযুক্ত ৷ জানা গিয়েছে, গত 20 অগস্ট এলাকার শাসকদলের দুই নেতা রবীন গোপ ও ভারতী সিংহ গোপনে সালিশি সভা ডাকে । রবীন গোপের বাড়িতে ওই সালিশি সভার আয়োজন করা হয় । অভিযোগ, সেই সালিশি সভায় মহিলাকে ডেকে নিয়ে গিয়ে রীতিমতো হুমকি দেওয়া হয় ও নানাভাবে অপমান করা হয় ৷ এখানেই শেষ নয়, অভিযোগ ওই সালিশি সভায় বিষের বোতল মহিলার হাতে তুলে দিয়ে তাঁকে বিষ খেয়ে মরে যাওয়ার জন্য বলে নির্মাল গোপ । ওই অপমান সহ্য করতে না পেরে বাড়িতে ফিরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মহিলা । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 14 দিন চিকিৎসার পর শুক্রবার রাতে মৃত্যু হয় ওই মহিলার (Tribal Widow Died by Suicide in phansidewa) ৷

আরও পড়ুন: আবারও অশান্ত বর্ধমান, সিপিএমের কার্যালয়ে ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল

মৃতার বোন সবিতা তির্কে বলেছেন, "ভারতী সিংহ-সহ সভায় উপস্থিতিত সকলকেই গ্রেফতার করতে হবে । পুলিশও কোনও পদক্ষেপ করেনি । যতক্ষণ না পর্যন্ত পুলিশ সবাইকে গ্রেফতার করছে ততক্ষণ আমরা শেষকৃত্য করব না ।" ইতিমধ্যে ওই ঘটনায় বেশ কয়েকজনের নামে নতুন করে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ এই অভিযোগের পর নির্মল গোপকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনও অধরা ৷ এই প্রসঙ্গে ফাঁসিদেওয়া ব্লকের মহকুমা পরিষদের সদস্য আইনুল হক বলেন,"আইন আইনের পথে চলবে৷ এরকম কিছু ঘটে থাকলে দোষীদের শাস্তি পাওয়া উচিত ৷"

শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বর: উত্যক্ত করার প্রতিবাদে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক আদিবাসী মহিলা । অভিযোগ প্রত্যাহার করতে শাসকদল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ কয়েকজন ওই মহিলাকে চাপ হেয় ৷ গোপনে ঘরের ভিতর সালিশি সভায় ডেকে তাঁকে অপমান করা হয় । অভিযোগ, সালিশি সভাতে ওই মহিলাকে দেওয়া হয় বিষ । অপমানে ওই বিষ খেয়েই আত্মঘাতী হন রেশমিতা লাকড়া তির্কে নামে ওই আদিবাসী মহিলা (woman died by suicide in Phansidewa) । শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর (Tribal Widow Died by Suicide) ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে ।

এই ঘটনায় মূল অভিযুক্তকে অতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম নির্মল গোপ । সে শাসকদল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে । পাশাপাশি, অভিযোগ উঠেছে শাসকদলের আরও দুই নেতার বিরুদ্ধে । তাদের নাম হল রবীন গোপ ও ভারতী সিংহ । অভিযোগ, ওই গোপন সালিশি সভায় তারাও উপস্থিত ছিলেন ৷ তাদেরও গ্রেফতারের দাবি উঠেছে ৷ ভারতী সিংহ ফাঁসিদেওয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন । ধৃত নির্মল গোপকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন: 100 দিনের কাজের নামে বৃদ্ধাকে 'প্রতারণা'! প্রতিবাদ করলে মারধরের অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে

শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের লিম্বুটারই এলাকার বাসিন্দা ছিলেন রেশমিতা লাকড়া তির্কে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই মহিলার স্বামী মারা যান ৷ স্বামীর মৃত্যুর পর স্থানীয় চা বাগানে কখনও চাষের কাজ, কখনও দিনমজুরির কাজ করে দুই সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছিলেন ওই আদিবাসী মহিলা । জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর ওই এলাকারই বাসিন্দা নির্মল গোপ ওই মহিলাকে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে উত্যক্ত করত । প্রতিবাদে ওই ব্যক্তির বিরুদ্ধে ফাঁসিদেওয়া থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা । নির্মল গোপ এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ৷ তবে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের পরেও পুলিশ প্রথমে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷

বিষ খেয়ে আত্মঘাতী আদিবাসী মহিলা

এরপরেই অন্য মোড় নেয় এই ঘটনা ৷ থানা থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য রেশমিতার উপর নানাভাবে চাপ তৈরি করে ওই অভিযুক্ত ৷ জানা গিয়েছে, গত 20 অগস্ট এলাকার শাসকদলের দুই নেতা রবীন গোপ ও ভারতী সিংহ গোপনে সালিশি সভা ডাকে । রবীন গোপের বাড়িতে ওই সালিশি সভার আয়োজন করা হয় । অভিযোগ, সেই সালিশি সভায় মহিলাকে ডেকে নিয়ে গিয়ে রীতিমতো হুমকি দেওয়া হয় ও নানাভাবে অপমান করা হয় ৷ এখানেই শেষ নয়, অভিযোগ ওই সালিশি সভায় বিষের বোতল মহিলার হাতে তুলে দিয়ে তাঁকে বিষ খেয়ে মরে যাওয়ার জন্য বলে নির্মাল গোপ । ওই অপমান সহ্য করতে না পেরে বাড়িতে ফিরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মহিলা । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 14 দিন চিকিৎসার পর শুক্রবার রাতে মৃত্যু হয় ওই মহিলার (Tribal Widow Died by Suicide in phansidewa) ৷

আরও পড়ুন: আবারও অশান্ত বর্ধমান, সিপিএমের কার্যালয়ে ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল

মৃতার বোন সবিতা তির্কে বলেছেন, "ভারতী সিংহ-সহ সভায় উপস্থিতিত সকলকেই গ্রেফতার করতে হবে । পুলিশও কোনও পদক্ষেপ করেনি । যতক্ষণ না পর্যন্ত পুলিশ সবাইকে গ্রেফতার করছে ততক্ষণ আমরা শেষকৃত্য করব না ।" ইতিমধ্যে ওই ঘটনায় বেশ কয়েকজনের নামে নতুন করে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ এই অভিযোগের পর নির্মল গোপকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনও অধরা ৷ এই প্রসঙ্গে ফাঁসিদেওয়া ব্লকের মহকুমা পরিষদের সদস্য আইনুল হক বলেন,"আইন আইনের পথে চলবে৷ এরকম কিছু ঘটে থাকলে দোষীদের শাস্তি পাওয়া উচিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.