ETV Bharat / state

ধস সিকিমগামী জাতীয় সড়কে, বন্ধ যান চলাচল - Landslide in National Highway

টানা দু'দিন বৃষ্টি । যার জেরে ধস পাহাড়ে । বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 21, 2019, 2:33 PM IST

শিলিগুড়ি, 21 সেপ্টেম্বর : ধস নামল সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে । রাতভর বৃষ্টির জেরে আজ 27 মাইলে ধস নামে । তবে, সকাল থেকে শুরু হয়ে গেছে ধস সরানোর কাজ । এলাকায় নামানো হয়েছে গ্রেফের কর্মীদেরও । আজ বিকেলের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছে প্রশাসন ।

এদিন সকাল থেকেই জোর কদমে রাস্তা খোলার কাজ শুরু হয়। বড় পাথরগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন গ্রেফের কর্মীরা । গত দু'দিন পাহাড়ে টানা বৃষ্টির জেরে তিস্তা বাজার ও রম্ভির এলাকায় ধস নামে । যার জেরে বন্ধ হয়ে যায় সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক ।

আজ সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু করা হয়েছে । বড় পাথরের চাঁই সরাতে বুলডোজ়ার ও পেলোডার নিয়ে কাজ করা হচ্ছে । স্থানীয় প্রশাসনের কর্তারা জানান, দ্রুত রাস্তা খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে । বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে । আপাতত এই জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে ।

শিলিগুড়ি, 21 সেপ্টেম্বর : ধস নামল সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে । রাতভর বৃষ্টির জেরে আজ 27 মাইলে ধস নামে । তবে, সকাল থেকে শুরু হয়ে গেছে ধস সরানোর কাজ । এলাকায় নামানো হয়েছে গ্রেফের কর্মীদেরও । আজ বিকেলের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছে প্রশাসন ।

এদিন সকাল থেকেই জোর কদমে রাস্তা খোলার কাজ শুরু হয়। বড় পাথরগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন গ্রেফের কর্মীরা । গত দু'দিন পাহাড়ে টানা বৃষ্টির জেরে তিস্তা বাজার ও রম্ভির এলাকায় ধস নামে । যার জেরে বন্ধ হয়ে যায় সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক ।

আজ সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু করা হয়েছে । বড় পাথরের চাঁই সরাতে বুলডোজ়ার ও পেলোডার নিয়ে কাজ করা হচ্ছে । স্থানীয় প্রশাসনের কর্তারা জানান, দ্রুত রাস্তা খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে । বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে । আপাতত এই জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে ।

Intro:ফের ধস সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কে। রাতভর বৃষ্টির জেরে এদিন 27 মাইলে ধস নামে। সকাল থেকে শুরু হয় ধস সরানোর কাজ। এলাকার নামানো হয় গ্রেফের কর্মিদেরও। আজ বিকেলের মধ্যেই পরিস্থিতি সবাভাবিক হয়ে যাবে বলে আশা করছে প্রশাসন। 

এদিন সকাল থেকেই জোর কদমে রাস্তা খোলার কাজ শুরু হয়। বড় পাথরগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন গ্রেফের কর্মীরা।




Body:গত দুদিন পাহারে টানা বৃষ্টির জেরে ফের ধস নামল সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কে। তিস্তা বাজার ও রম্ভির মাঝে ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে সিকিমের লাইফ লাইন ওই জাতীয় সড়ক।
আজ সকাল থেকেই ধস সরানোর কাজ শুরু করা হয়েছে। বড় পাথরের চাই সরাতে বুলডোজার ও পেলোডার নিয়ে কাজ করা হচ্ছে। স্থানিয় প্রশাসনের কর্তারা জানান দ্রুত রাস্তা খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আপাতত এই জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।




file pix given


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.