দার্জিলিং, 6 এপ্রিল : শিলিগুড়ি যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে গেল DHR-র টয়ট্রেন। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
আজ দুপুরে দার্জিলিং থেকে যাত্রী নিয়ে শিলিগুড়ি ফেরার পথে মহানদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) সূত্রে খবর, আজ সকালে যাত্রী নিয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে রওনা দেয় টয়ট্রেনটি। সেটি কার্সিয়ং পার হয়ে মহানদীর কাছে আসতেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। সেই সময় ট্রেনে 6 জন যাত্রী ছিলেন। কারও কোনও ক্ষতি হয়নি।
দুর্ঘটনার পর যাত্রীরা ট্রেন থেকে নেমে সড়ক পথে শিলিগুড়ি যান। DHR-এর ম্যানেজিং ডিরেক্টর এম জি নার্জিনারির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে DHR সূত্রে খবর, দুর্ঘটনার তদন্ত হবে।