ETV Bharat / state

শিলিগুড়িগামী টয়ট্রেন লাইনচ্যুত

author img

By

Published : Apr 6, 2019, 5:06 PM IST

ফের লাইনচ্যুত টয়ট্রেন। হতাহতের কোনও খবর নেই। DHR-র পক্ষ থেকে তদন্ত হবে।

লাইনচ্যুত টয়ট্রেন

দার্জিলিং, 6 এপ্রিল : শিলিগুড়ি যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে গেল DHR-র টয়ট্রেন। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

আজ দুপুরে দার্জিলিং থেকে যাত্রী নিয়ে শিলিগুড়ি ফেরার পথে মহানদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) সূত্রে খবর, আজ সকালে যাত্রী নিয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে রওনা দেয় টয়ট্রেনটি। সেটি কার্সিয়ং পার হয়ে মহানদীর কাছে আসতেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। সেই সময় ট্রেনে 6 জন যাত্রী ছিলেন। কারও কোনও ক্ষতি হয়নি।

দুর্ঘটনার পর যাত্রীরা ট্রেন থেকে নেমে সড়ক পথে শিলিগুড়ি যান। DHR-এর ম্যানেজিং ডিরেক্টর এম জি নার্জিনারির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে DHR সূত্রে খবর, দুর্ঘটনার তদন্ত হবে।

দার্জিলিং, 6 এপ্রিল : শিলিগুড়ি যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে গেল DHR-র টয়ট্রেন। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

আজ দুপুরে দার্জিলিং থেকে যাত্রী নিয়ে শিলিগুড়ি ফেরার পথে মহানদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) সূত্রে খবর, আজ সকালে যাত্রী নিয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে রওনা দেয় টয়ট্রেনটি। সেটি কার্সিয়ং পার হয়ে মহানদীর কাছে আসতেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। সেই সময় ট্রেনে 6 জন যাত্রী ছিলেন। কারও কোনও ক্ষতি হয়নি।

দুর্ঘটনার পর যাত্রীরা ট্রেন থেকে নেমে সড়ক পথে শিলিগুড়ি যান। DHR-এর ম্যানেজিং ডিরেক্টর এম জি নার্জিনারির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে DHR সূত্রে খবর, দুর্ঘটনার তদন্ত হবে।

Intro:মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা দার্জিলিংয়ের এমআরআই দীর্ঘদিন ধরে বন্ধ, ক্ষোভ


দার্জিলিং, ০২ এপ্রিল: দীর্ঘ দিন ধরে দার্জিলিং জেলা হাসপাতালের এমআরআই বন্ধ। ফলে ভোগান্তির এক শেষ রোগীদের। কখনও হিলিয়ামের অভাব তো কখনও হিলিয়াম লিক। আবার কখনও মেশিন খারাপ। আর্থিংয়ের সমস্যা। একের পর এক সমস্যা চলছেই।


Body:এই হাসপাতালের এমআরআইয়ের টেকনোলজিস্ট প্রভাত যাদব বলেন, ১২ জানুয়ারি থেকে এমআরআই বন্ধ। প্রথমে হিলিয়াম ছিল না। এরপর হিলিয়াম এলেও তা লিক করছিল। এবার আর্থিংয়ের সমস্যা চলছে। দু'এক দিনের মধ্যে ইঞ্জিনিয়ার আসার কথা। আর্থিংয়ের রিডিং স্বাভাবিক নেই। নতুন করে তা ঠিক করার কাজ চলছে। এই সমস্যা দূর হলেই এমআরআই চালু হয়ে যাবে। দার্জিলিং হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার এস কে সরিয়াল বলেন, অনেক দিন ধরেই এমআরআই বন্ধ থাকায় রোগীদের সমস্যা হয় হচ্ছে ঠিকই। আমি সোমবারও সেটির পরি দর্শনে গিয়েছিলাম। দ্রুত সেটি চালু করার চেষ্টা চলছে।


Conclusion:হাসপাতাল কর্তৃপক্ষ একথা বললেও আর ধৈর্য রাখতে পারছেন না রোগীরা। কেননা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে চালু হওয়া এই এমআরআই সেন্টার ছাড়া দার্জিলিংয়ে আর কোনও এমআরআই সেন্টার নেই। এই সেন্টারে প্রতিদিন গড়ে ২০ জনের মতো রোগী এমআরআই করাতে আসে। দীর্ঘ প্রায় তিন মাস ধরে এই সেন্টার বন্ধ থাকায় নাজেহাল দার্জিলিং পাহাড়ের রোগীরা। ২০১৭ এর ৩০ মার্চ এই এমআরআই সেন্টারটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর আগেও খারাপ হয়েছে এই মেশিন। এভাবে বারবার মেশিন বিকল থাকায় রোগীদের মধ্যে ক্ষোভ বারছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.