ETV Bharat / state

জুলাইয়ের শুরুতেই চাকা গড়াতে পারে টয়ট্রেনের

রেলের সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা । আপাতত নতুন কোনও নির্দেশিকা আসেনি । সেইমতো রেলের কাঠিহার ডিভিশনের NJP শাখার কর্তাদের অনুমান, জুলাই থেকেই চালু হতে পারে এই পরিষেবা ।

টয়ট্রেন
টয়ট্রেন
author img

By

Published : Jun 10, 2020, 9:52 PM IST

শিলিগুড়ি, 10 জুন : পর্যটকদের জন্য সুখবর । লকডাউন ৫.০ শেষ হলেই চেনা ছন্দেফিরতে পারে টয়ট্রেন। উত্তর-পূর্ব সীমান্তে রেলের কাঠিহার ডিভিশনের NJP শাখার কর্তাদেরতরফে জানা গেছে, জুলাই মাসের শুরু থেকেই আবার পাহাড়ের বাঁকে চলতে শুরু করবেটয়ট্রেন । যদিও এখনও পর্যন্ত টয়ট্রেন চলাচলের বিষয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা জারি হয়নিরেল বোর্ডের তরফে।

কোরোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা হতেই থমকে গেছে টয়ট্রেনের চাকা।আগাছা জন্মেছে রেল ট্র‍্যাকে। ধূলোর আস্তরণ পড়েছে লোকো শেডে দাঁড়িয়ে থাকাটয়ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে কামরাগুলিতে। প্রায় আড়াই মাসের বেশি সময়ে উধাওপর্যটকদের নিয়ে ছুটে চলা টয়ট্রেনের সেই ছবি। নেই কু-ঝিক-ঝিক শব্দ। এরই মাঝে লকডাউন5.0 -তে প্রবেশ করেছে দেশ । লকডাউন 5.0 বা আনলক-1.0-তে ইতিমধ্যেই আবারস্বাভাবিক ছন্দে ফিরছে পরিষেবাগুলি । খুলছে অফিস-কাছারি, হোটেল-রেস্তরাঁ। রেল বোর্ডের সর্বশেষনির্দেশিকায় জানানো হয়েছিল, 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা । এখনও পর্যন্ত আর কোনওনতুন নির্দেশিকাও আসেনি । সেই পরিপ্রেক্ষিতে কাঠিহার ডিভিশনের NJP শাখার কর্তারা মনেকরছেন, জুলাইয়ের শুরুতেই চালু হতে পারে টয়ট্রেন । শীঘ্রই টয়ট্রেনেরকোচগুলি সাফাইয়ের কাজও শুরু হচ্ছে বলেও জানা গেছে।

এবিষয়ে কাঠিহার ডিভিশনের ADRM(NJP) সুমন রাজ বলেন, "রেল বোর্ডের তরফেসঠিক কোনও নির্দেশিকা এখনও আসেনি। তবে সর্বশেষ নির্দেশিকায় জানানো হয়েছে ৩০ জুনঅবধি। সেক্ষেত্রে নয়া নির্দেশিকার অপেক্ষায় রয়েছি।"

শিলিগুড়ি, 10 জুন : পর্যটকদের জন্য সুখবর । লকডাউন ৫.০ শেষ হলেই চেনা ছন্দেফিরতে পারে টয়ট্রেন। উত্তর-পূর্ব সীমান্তে রেলের কাঠিহার ডিভিশনের NJP শাখার কর্তাদেরতরফে জানা গেছে, জুলাই মাসের শুরু থেকেই আবার পাহাড়ের বাঁকে চলতে শুরু করবেটয়ট্রেন । যদিও এখনও পর্যন্ত টয়ট্রেন চলাচলের বিষয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা জারি হয়নিরেল বোর্ডের তরফে।

কোরোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা হতেই থমকে গেছে টয়ট্রেনের চাকা।আগাছা জন্মেছে রেল ট্র‍্যাকে। ধূলোর আস্তরণ পড়েছে লোকো শেডে দাঁড়িয়ে থাকাটয়ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে কামরাগুলিতে। প্রায় আড়াই মাসের বেশি সময়ে উধাওপর্যটকদের নিয়ে ছুটে চলা টয়ট্রেনের সেই ছবি। নেই কু-ঝিক-ঝিক শব্দ। এরই মাঝে লকডাউন5.0 -তে প্রবেশ করেছে দেশ । লকডাউন 5.0 বা আনলক-1.0-তে ইতিমধ্যেই আবারস্বাভাবিক ছন্দে ফিরছে পরিষেবাগুলি । খুলছে অফিস-কাছারি, হোটেল-রেস্তরাঁ। রেল বোর্ডের সর্বশেষনির্দেশিকায় জানানো হয়েছিল, 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা । এখনও পর্যন্ত আর কোনওনতুন নির্দেশিকাও আসেনি । সেই পরিপ্রেক্ষিতে কাঠিহার ডিভিশনের NJP শাখার কর্তারা মনেকরছেন, জুলাইয়ের শুরুতেই চালু হতে পারে টয়ট্রেন । শীঘ্রই টয়ট্রেনেরকোচগুলি সাফাইয়ের কাজও শুরু হচ্ছে বলেও জানা গেছে।

এবিষয়ে কাঠিহার ডিভিশনের ADRM(NJP) সুমন রাজ বলেন, "রেল বোর্ডের তরফেসঠিক কোনও নির্দেশিকা এখনও আসেনি। তবে সর্বশেষ নির্দেশিকায় জানানো হয়েছে ৩০ জুনঅবধি। সেক্ষেত্রে নয়া নির্দেশিকার অপেক্ষায় রয়েছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.