ETV Bharat / state

অভিযানে নেমে 50টি টোটো বাজেয়াপ্ত করল পুলিশ - jam

শিলিগুড়ি শহরে টিন নম্বর (টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর) পাওয়া টোটোর সংখ্যা প্রায় 3 হাজার । তবে অবৈধভাবে আরও 10 হাজার টোটো চলাচল করে । ফলে যানজট সমস্যা বাড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টোটো বাজেয়াপ্ত অভিযান চালায় পুলিশ ।

50টি টোটো বাজেয়াপ্ত করল পুলিশ
author img

By

Published : Jun 17, 2019, 11:50 PM IST

শিলিগুড়ি, 17 জুন : যানজট নিয়ন্ত্রণে 50-এরও বেশি অবৈধ টোটো বাজেয়াপ্ত করল শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ । এই ঘটনার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ ও ঘেরাওয়ের চেষ্টা করে টোটো চালকরা । পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে । গ্রেপ্তার করে কয়েকজন টোটো চালককে ।

শিলিগুড়ি শহরে TIN (টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর) পাওয়া টোটোর সংখ্যা প্রায় 3 হাজার । তবে অবৈধভাবে আরও 10 হাজার টোটো চলাচল করে । ফলে যানজট বাড়ছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও লাভ হয়নি । এরপর সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে ট্রাফিক বিভাগ কড়া পদক্ষেপ নেয় । পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুঁশিয়ারি ও সতর্কতা জারি করা হয় । এরপর আজ সকাল থেকেই অবৈধ টোটো বাজেয়াপ্ত করার কাজ শুরু করে পুলিশ ।

এই ঘটনায় টোটো চালকরা পুলিশের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য ও মহকুমা শাসক সিরাজ দানেশ্বরের কাছে অভিযোগ করেন । শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের SP প্রবীর মণ্ডল বলেন, "আমরা অনেকদিন ধরেই সতর্কতা জারি করেছিলাম, কাজ হয়নি । তাই এবার অবৈধ টোটো সিজ় করা শুরু হয়েছে । লাগাতার এই অভিযান চলবে ।"

শিলিগুড়ি, 17 জুন : যানজট নিয়ন্ত্রণে 50-এরও বেশি অবৈধ টোটো বাজেয়াপ্ত করল শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ । এই ঘটনার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ ও ঘেরাওয়ের চেষ্টা করে টোটো চালকরা । পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে । গ্রেপ্তার করে কয়েকজন টোটো চালককে ।

শিলিগুড়ি শহরে TIN (টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর) পাওয়া টোটোর সংখ্যা প্রায় 3 হাজার । তবে অবৈধভাবে আরও 10 হাজার টোটো চলাচল করে । ফলে যানজট বাড়ছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও লাভ হয়নি । এরপর সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে ট্রাফিক বিভাগ কড়া পদক্ষেপ নেয় । পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুঁশিয়ারি ও সতর্কতা জারি করা হয় । এরপর আজ সকাল থেকেই অবৈধ টোটো বাজেয়াপ্ত করার কাজ শুরু করে পুলিশ ।

এই ঘটনায় টোটো চালকরা পুলিশের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য ও মহকুমা শাসক সিরাজ দানেশ্বরের কাছে অভিযোগ করেন । শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের SP প্রবীর মণ্ডল বলেন, "আমরা অনেকদিন ধরেই সতর্কতা জারি করেছিলাম, কাজ হয়নি । তাই এবার অবৈধ টোটো সিজ় করা শুরু হয়েছে । লাগাতার এই অভিযান চলবে ।"

Intro:যানজট নিয়ন্ত্রনে একদিনে ৫০ এর বেশী অবৈধ টোটো সিজ করল ট্রাফিক!

শিলিগুড়ি, ১৭ জুনঃ যানজট সমস্যা সমাধানে আজ সকাল থেকে সন্ধ্যে অবধি একটানা অভিযান চালিয়ে ৫০ এর বেশী অবৈধ টোটো সিজ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ট্রাফিক বিভাগ। ঘটনায় ট্রাফিক পুলিসের বিরুদ্ধে সরব হয়ে দফায় দফায় বিক্ষোভ ঘেড়াও কর্মসূচীর চেষ্টা চালায় অবৈধ টোটোর চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রুদ্ররুপ ধারণ করে ট্রাফিক বিভাগ। তাতেও কাজ না হওয়ায় বিকেলের দিকে মৃদু লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিস। অন্যদিকে, কিছু বিক্ষোভকারী টোটো চালককে গ্রেপ্তার করা হলেও পরে বন্ডে ছেড়ে দেওয়া হয় তাদের।

শিলিগুড়ি শহরে টিন নম্বর (টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর) প্রাপ্ত টোটোর সংখ্যা প্রায় ৩ হাজার। যদিও টিন নম্বর ছাড়াই অবৈধভাবে আরও ১০ হাজার টোটো চলাচল করে শিলিগুড়িতে। যারদরুণ যানজট সমস্যা ক্রমেই উর্ধমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ট্রাফিক বিভাগ বহুপূর্বেই সচেষ্ট হয়েছিল। যদিও আখেরে লাভ হয়নি অতীতে। এরপরেই সুপ্রিম নির্দেশানুসারে ট্রাফিক বিভাগ কড়া সিদ্ধান্ত নেয়৷ দিনকয় হুশিয়ারি ও সতর্কতা জারি করার পর এদিন সকাল থেকে অবৈধ টোটো সিজ করার কাজ শুরু করে পুলিস। ঘটনায় পুলিসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে টোটো চালকেরা শিলিগুড়ি পুরনিগমের মেয়র থেকে শুরু করে মহকুমাশাসক সিরাজ দানেশ্বরের কাছে দরবার করেন। যদিও প্রশাসনিক নির্দেশিকা উড়িয়ে অবৈধ টোটো চালকদের পাশে দাঁড়াতে নারাজ সকলেই।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এসিপি প্রবীর মন্ডল বলেন, আমরা বহু সময় ধরেই সতর্কতা জারি করেছিলাম। কাজ হয়নি। তাই এবার সিজ করা শুরু হয়েছে। লাগাতার এই কাজ চলবে৷ নিয়ম ভাঙ্গলে কাউকেই রেয়াত করা হবে না। সেক্ষেত্রে টিন নম্বর ছাড়া যে সব অবৈধ টোটোর চালকেরা রয়েছেন তারা আগামীতে শহরের আইনশৃঙ্খলা নষ্ট করতে সচেষ্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রস্তুত। তবে পিছু হটব না।



Body:.Conclusion:.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.