শিলিগুড়ি, 17 জুন : যানজট নিয়ন্ত্রণে 50-এরও বেশি অবৈধ টোটো বাজেয়াপ্ত করল শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ । এই ঘটনার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ ও ঘেরাওয়ের চেষ্টা করে টোটো চালকরা । পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে । গ্রেপ্তার করে কয়েকজন টোটো চালককে ।
শিলিগুড়ি শহরে TIN (টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর) পাওয়া টোটোর সংখ্যা প্রায় 3 হাজার । তবে অবৈধভাবে আরও 10 হাজার টোটো চলাচল করে । ফলে যানজট বাড়ছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও লাভ হয়নি । এরপর সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে ট্রাফিক বিভাগ কড়া পদক্ষেপ নেয় । পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুঁশিয়ারি ও সতর্কতা জারি করা হয় । এরপর আজ সকাল থেকেই অবৈধ টোটো বাজেয়াপ্ত করার কাজ শুরু করে পুলিশ ।
এই ঘটনায় টোটো চালকরা পুলিশের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য ও মহকুমা শাসক সিরাজ দানেশ্বরের কাছে অভিযোগ করেন । শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের SP প্রবীর মণ্ডল বলেন, "আমরা অনেকদিন ধরেই সতর্কতা জারি করেছিলাম, কাজ হয়নি । তাই এবার অবৈধ টোটো সিজ় করা শুরু হয়েছে । লাগাতার এই অভিযান চলবে ।"