শিলিগুড়ি, ৫ মার্চ : যুবতির কথা শুনে প্রথমে চমকে গিয়েছিলেন তিনি। বুঝেছিলেন, খারাপ খপ্পরে পড়তে পারে। আর তা বুঝেই যুবতিকে পুলিশের কাছে নিয়ে গেলেন এক টোটোচালক। আর তা করতে গিয়ে সারাদিনে অন্য কোনও যাত্রী তুললেন না টোটোয়। তবে তা নিয়ে কোনও আক্ষেপ নেই টোটোচালক দিলীপ পালের।
ঠিক কী হয়েছিল ?
দিলীপবাবু বলেন, আজ সকালে ওই যুবতি তাঁকে শিলিগুড়ি থেকে টোটোয় বোলপুর নিয়ে যেতে বলেন। শিলিগুড়ি থেকে টোটোয় বোলপুর যেতে হবে শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। যুবতির সাথে কথা বলে তিনি জানতে পারেন, বিয়ের প্রলোভনে বাড়ি থেকে পালিয়ে এসেছেন তিনি। তাঁর বাড়ি মাথাভাঙার সিতাই এলাকার একটি গ্রামে। বীরভূমের একটি ছেলে তাঁকে বিয়ে করবে বলেছে। সেজন্য বোলপুর যাচ্ছেন। তখন ওই যুবককে ফোন করে শিলিগুড়ি আসতে বলতে বলেন দিলীপবাবু। তখন যুবক আসতে পারবে না বলে জানায়। সন্দেহ হলে যুবতিকে শিলিগুড়ি ওয়েলফেয়ারের সামনে নিয়ে আসেন তিনি। শেষপর্যন্ত পুলিশের হাতে তুলে দেন যুবতিকে।
দিলীপবাবু আরও বলেন, "টোটো চালাই। মেয়েটা গ্রাম্য সহজ সরল বুঝতে পেরে কাছছাড়া করিনি। সারাদিন ভাড়াও করিনি। মেয়েটিকে দেখে নিজের মেয়ের কথা মনে হচ্ছিল। তাই পুলিশ না আসা পর্যন্ত ওর সাথে ছিলাম। আমার এক বন্ধু টোটোচালককে সঙ্গে নিয়ে যুবতিকে পুলিশের হাতে তুলে দিয়েছি। কাজটি করতে পেরে খুব ভালো লাগছে।"