ETV Bharat / state

অপরাধ দমনে এবার স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে - অপরাধ দমনে এবার স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে

গৌরব শর্মা পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফের একবার স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি গঠন করলেন । কমিশনারেটের অধীনে থাকা বিভিন্ন থানা ও সাইবার সেলের দক্ষ পুলিশ কর্মীদের নিয়ে ওই এসওজি গঠন করা হয়েছে ।

স্পেশাল অপারেশন গ্রুপ
স্পেশাল অপারেশন গ্রুপ
author img

By

Published : May 29, 2021, 7:23 PM IST

শিলিগুড়ি, 29 মে : শহরের অপরাধ দমনে এবার স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । এর আগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট গঠন হওয়ার পর তৎকালীন কমিশনার কালিয়াপ্পন জয়রামন নকশাল ও মাওবাদী দমনে স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করেছিলেন । পরে সেই গ্রুপ বন্ধ হয়ে যায় ।

গৌরব শর্মা পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফের একবার স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি গঠন করলেন । কমিশনারেটের অধীনে থাকা বিভিন্ন থানা ও সাইবার সেলের দক্ষ পুলিশ কর্মীদের নিয়ে ওই এসওজি গঠন করা হয়েছে । এই বিশেষ দল কমিশনারেটের অধীনে চলা অপরাধ দমনে স্বাধীনভাবে নিজেদের সোর্স ব্যবহার করে অভিযান চালাবে । এই দল সরাসরি পুলিশ কমিশনারকে রিপোর্ট করবে । অন্য কোনও পুলিশ আধিকারিককে কিছু জানাতে হবে না । যে কোনও থানার তদন্তে এবং অভিযানে এই এসওজি সহযোগিতা করবে ।

আরও পড়ুন : বাংলার উন্নতিতে প্রধানমন্ত্রী বললে পা ধরতেও রাজি মমতা

পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, "শহরে অপরাধ দমনে এই দল গঠন করা হয়েছে । সরাসরি আমার তত্ত্বাবধানে দলটি চলবে ।" কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এই দল মোট 9 জন পুলিশ কর্মীকে নিয়ে গঠন করা হয়েছে । কমিশনারেটের মনিটরিং সেলের সাব ইনস্পেক্টর সুজিত বোসকে অফিসার ইনচার্জ করা হয়েছে । এছাড়া দলে রয়েছেন, সাইবার সেলের ওসি সন্দীপ সুব্বা, পুলিশ লাইনের এসআই রাসবিহারী সাহা, প্রধাননগর থানার এএসআই বিনোদ ঝা, সশস্ত্র বাহিনীর শত্রুঘ্ন সেন, শিলিগুড়ি আদালতের গোপাল সাহা । রয়েছেন ভক্তিনগর থানার সিভিক ভলান্টিয়ার অমিত মল্লিক, এনজেপি থানার রাতুল ভট্টাচার্য এবং সদরের বিজয় দাস । মূলত শহরে মাদক পাচার, অবৈধ মদ, মানব পাচার ও অস্ত্র পাচারের মতো অপরাধে রাশ টানতেই এই বিশেষ দল গঠন করা হয়েছে ৷

শিলিগুড়ি, 29 মে : শহরের অপরাধ দমনে এবার স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । এর আগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট গঠন হওয়ার পর তৎকালীন কমিশনার কালিয়াপ্পন জয়রামন নকশাল ও মাওবাদী দমনে স্পেশাল অপারেশন গ্রুপ তৈরি করেছিলেন । পরে সেই গ্রুপ বন্ধ হয়ে যায় ।

গৌরব শর্মা পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফের একবার স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি গঠন করলেন । কমিশনারেটের অধীনে থাকা বিভিন্ন থানা ও সাইবার সেলের দক্ষ পুলিশ কর্মীদের নিয়ে ওই এসওজি গঠন করা হয়েছে । এই বিশেষ দল কমিশনারেটের অধীনে চলা অপরাধ দমনে স্বাধীনভাবে নিজেদের সোর্স ব্যবহার করে অভিযান চালাবে । এই দল সরাসরি পুলিশ কমিশনারকে রিপোর্ট করবে । অন্য কোনও পুলিশ আধিকারিককে কিছু জানাতে হবে না । যে কোনও থানার তদন্তে এবং অভিযানে এই এসওজি সহযোগিতা করবে ।

আরও পড়ুন : বাংলার উন্নতিতে প্রধানমন্ত্রী বললে পা ধরতেও রাজি মমতা

পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, "শহরে অপরাধ দমনে এই দল গঠন করা হয়েছে । সরাসরি আমার তত্ত্বাবধানে দলটি চলবে ।" কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এই দল মোট 9 জন পুলিশ কর্মীকে নিয়ে গঠন করা হয়েছে । কমিশনারেটের মনিটরিং সেলের সাব ইনস্পেক্টর সুজিত বোসকে অফিসার ইনচার্জ করা হয়েছে । এছাড়া দলে রয়েছেন, সাইবার সেলের ওসি সন্দীপ সুব্বা, পুলিশ লাইনের এসআই রাসবিহারী সাহা, প্রধাননগর থানার এএসআই বিনোদ ঝা, সশস্ত্র বাহিনীর শত্রুঘ্ন সেন, শিলিগুড়ি আদালতের গোপাল সাহা । রয়েছেন ভক্তিনগর থানার সিভিক ভলান্টিয়ার অমিত মল্লিক, এনজেপি থানার রাতুল ভট্টাচার্য এবং সদরের বিজয় দাস । মূলত শহরে মাদক পাচার, অবৈধ মদ, মানব পাচার ও অস্ত্র পাচারের মতো অপরাধে রাশ টানতেই এই বিশেষ দল গঠন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.