ETV Bharat / state

TMC Protest in Siliguri: মূল্যবৃদ্ধির প্রতিবাদে 'ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু' টি-শার্ট পরে তৃণমূলের বিক্ষোভ শিলিগুড়িতে

'ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু' (Indias Biggest Pappu) । পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কার্টুন টিশার্ট পরে অভিনব বিক্ষোভ যুব তৃণমূলের (TMC protests in Siliguri) ।

TMC protests in Siliguri wearing Indias Biggest Pappu Tshirt against oil price hike
TMC protests in Siliguri wearing Indias Biggest Pappu Tshirt against oil price hike
author img

By

Published : Sep 24, 2022, 4:56 PM IST

শিলিগুড়ি, 24 সেপ্টেম্বর: পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলে অভিনব প্রতিবাদ যুব তৃণমূল কংগ্রেসের । শনিবার দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ির এআরভিউ মোড়ের একটি পেট্রল পাম্পের সামনে ওই অভিনব প্রতিবাদ ও বিক্ষোভ সভা হয় । এই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) 'ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু' (Indias Biggest Pappu) বলে কটাক্ষ করা হয় ।

পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা এদিন অমিত শাহের কাটুন আঁকা টি-শার্ট পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানায় (TMC protests in Siliguri) । এদিনের ওই প্রতিবাদ সভা থেকে পেট্রল পাম্পে আসা গাড়িচালকদের একটি কুপন দিয়ে তাতে পেট্রল নেওয়ার পর কেন্দ্রীয় সরকার কত টাকা জনগণের কাছ থেকে কর নিচ্ছে তা দেখানো হয় । জানা গিয়েছে, সাধারণ মানুষের থেকে ওই কুপনগুলো পূরণ করে তা পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ।

এ দিনের যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ, যুব সভাপতি কুন্তল রায়-সহ তৃণমূলের 1 নম্বর টাউন কমিটির নেতৃত্বরা । অন্যদিকে একই দাবিতে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের 2 নম্বর টাউন কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির বক্সী পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করে যুব তৃণমূলের নেতৃত্বরা । জানা গিয়েছে, এ দিন দার্জিলিং জেলার অন্তর্গত মোট 66টির বেশি পেট্রল পাম্পেই যুব তৃণমূলের তরফে এই কর্মসূচি পালন করা হচ্ছে (Oil price hike) ।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কার্টুন টিশার্ট পরে অভিনব বিক্ষোভ যুব তৃণমূলের

আরও পড়ুন: সুবীরেশ ভট্টাচার্যর পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জেলা সভাপতি কুন্তল রায় বলেন, "কেন্দ্রীয় সরকার 50 টাকা করে বর্ধিত কর সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে । যেখানে অন্যান্য দেশে তেলের দাম কমছে সেখানে ভারতে বেড়েই চলছে । আমরা প্রতিবাদের মাধ্যমে সাধারণ মানুষকে অবগত করছি ।"

শিলিগুড়ি, 24 সেপ্টেম্বর: পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলে অভিনব প্রতিবাদ যুব তৃণমূল কংগ্রেসের । শনিবার দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ির এআরভিউ মোড়ের একটি পেট্রল পাম্পের সামনে ওই অভিনব প্রতিবাদ ও বিক্ষোভ সভা হয় । এই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Home Minister Amit Shah) 'ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু' (Indias Biggest Pappu) বলে কটাক্ষ করা হয় ।

পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা এদিন অমিত শাহের কাটুন আঁকা টি-শার্ট পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানায় (TMC protests in Siliguri) । এদিনের ওই প্রতিবাদ সভা থেকে পেট্রল পাম্পে আসা গাড়িচালকদের একটি কুপন দিয়ে তাতে পেট্রল নেওয়ার পর কেন্দ্রীয় সরকার কত টাকা জনগণের কাছ থেকে কর নিচ্ছে তা দেখানো হয় । জানা গিয়েছে, সাধারণ মানুষের থেকে ওই কুপনগুলো পূরণ করে তা পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ।

এ দিনের যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ, যুব সভাপতি কুন্তল রায়-সহ তৃণমূলের 1 নম্বর টাউন কমিটির নেতৃত্বরা । অন্যদিকে একই দাবিতে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের 2 নম্বর টাউন কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির বক্সী পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করে যুব তৃণমূলের নেতৃত্বরা । জানা গিয়েছে, এ দিন দার্জিলিং জেলার অন্তর্গত মোট 66টির বেশি পেট্রল পাম্পেই যুব তৃণমূলের তরফে এই কর্মসূচি পালন করা হচ্ছে (Oil price hike) ।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কার্টুন টিশার্ট পরে অভিনব বিক্ষোভ যুব তৃণমূলের

আরও পড়ুন: সুবীরেশ ভট্টাচার্যর পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জেলা সভাপতি কুন্তল রায় বলেন, "কেন্দ্রীয় সরকার 50 টাকা করে বর্ধিত কর সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে । যেখানে অন্যান্য দেশে তেলের দাম কমছে সেখানে ভারতে বেড়েই চলছে । আমরা প্রতিবাদের মাধ্যমে সাধারণ মানুষকে অবগত করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.