শিলিগুড়ি, 7 মে : বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর জল্পনা শুরু হয়েছিল । এবার তা সত্যিও হল । এবারের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসন থেকে নির্বাচনে লড়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব । কিন্তু, বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে প্রায় 27 হাজার ভোটে পরাজিত হন তিনি । তাঁর পরাজয়ের পরই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল এবার গৌতম দেবকে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হবে ৷ এমনকি, পরাজয়ের পর কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন গৌতম দেব নিজেও । বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলার পাঁচটি আসনে ভরাডুবির পাশাপাশি ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে গৌতম দেবের পরাজয়ের পর পৌরসভা নির্বাচনে গৌতম দেবকে যে লক্ষ্য করে নামতে চাইছে ঘাসফুল শিবির তা এবার স্পষ্ট হল । বৃহস্পতিবার রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে গৌতম দেবকে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় ।
তবে কমিয়ে আনা হয়েছে প্রশাসক মন্ডলীর সদস্য সংখ্যা । গৌতম দেবকে চেয়ারম্যান করার পাশাপাশি প্রশাসক বোর্ডের সদস্য করা হয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শিলিগুড়ি পৌরনিগমের 20 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জন সরকার, শহরের প্রখ্যাত ব্যবসায়ী তথা সমাজকর্মী বিবেক বেদ এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি উত্তরবঙ্গের চেয়ারম্যান অলোক চক্রবর্তী । রাজ্যের তরফে গৌতম দেবকে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে । শিলিগুড়ি পৌরনিগমের মেয়র পদ সামলেছিলেন বাম নেতা অশোক ভট্টাচার্য । এমনকি, নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরেও রাজ্য সরকার অশোক ভট্টাচার্যকেই প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল । কিন্তু, এবারের বিধানসভা নির্বাচনে অশোক ভট্টাচার্য নিজেও পরাজিত হলে এবার তাঁকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত থেকে সরে আসে রাজ্য সরকার ।
যদিও ওই বিষয়ে গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন আমার সম্পূর্ণ দিয়ে তা পালনের চেষ্টা করব । মূলত, করোনা পরিস্থিতিতে শহরবাসীকে বাঁচানোর সবরকম পদক্ষেপ করা হবে । এছাড়াও ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে জঞ্জাল অপসারণ এবং বিদ্যুতের সংযোগ ব্যবস্থা ঠিক থাকে সেই বিষয়েও সর্বস্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করব । চ্যালেঞ্জ রয়েছে সেটাকে পূরণ করতেই হবে ৷ "
আরও পড়ুন, একঘেয়েমি থেকে শিশুদের মুক্তির আস্বাদ উত্তরের বন দফতরের পার্কে
গৌতম দেবকে চেয়ারম্যান করার বিষয়ে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "আমি নিজেও বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছি ৷ ফলে, আমি নিজেও প্রশাসক বোর্ডের সদস্য হতাম না । কিন্তু প্রশাসক হিসেবে নিযুক্ত করার আগে রাজ্যের উচিত ছিল সেই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে নেওয়ার ।" এই বিষয়ে শিলিগুড়ির নবনির্বাচিত বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, "রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থে নয় ৷ রাজনৈতিকভাবে পৌরসভাগুলিকে পরিচালনা করতে চাইছে । আগের মতোই ক্ষমতায় এসে পৌরসভা এবং পঞ্চায়েত দখল করতে চাইছে । আগামী দিনে যার জবাব সাধারণ মানুষ দেবে ।"