ETV Bharat / state

দলে ভাঙন, তৃণমূল ছেড়ে BJP-তে যোগ প্রাক্তন কাউন্সিলরের - তৃণমূল ছেড়ে BJP-তে যোগ প্রাক্তন কাউন্সিলরের

গতকাল সন্ধ্যায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী ৷ এরপর আরও বেশ কয়েকজন বর্তমান কাউন্সিলর দল বদল করবে বলেও ঘোষণা করেন BJP-র জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল ৷

জয়দীপ নন্দী
জয়দীপ নন্দী
author img

By

Published : Jan 19, 2020, 2:39 AM IST

শিলিগুড়ি, 19 জানুয়ারি : আর একদিন পরেই মুখ্যমন্ত্রীর সফর ৷ তার আগে প্রকাশ্যে এল শিলিগুড়িতে দলের ভাঙন ৷ গতকাল সন্ধ্যায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী ৷ এরপর আরও বেশ কয়েকজন বর্তমান কাউন্সিলর দল বদল করবে বলেও ঘোষণা করেন BJP-র জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল ৷ শিলিগুড়িতে আরও অনেক চমক অপেক্ষা করছে বলেও ইঙ্গিত করেন ৷

শুক্রবার শিলিগুড়িতে পৌরনিগমের ওয়ার্ড বিন্যাসের খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল ৷ তার 24 ঘণ্টার মধ্যেই দলে এই ভাঙন ৷ জয়দীপ নন্দী নিউ জলপাইগুড়ি এলাকায় দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পদের দায়িত্বে ছিলেন ৷ কিছুদিন ধরে নানা ঝামেলার কারণে নিজেকে দল থেকে গুটিয়ে নিয়েছিলেন ৷ বলেন, "2011 সালে মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল ৷ কিন্তু, কয়েকবছরেই মানুষের আশা ভঙ্গ হয়েছে ৷ দীর্ঘদিন ধরে দলের ভিতরে থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম ৷ দলীয় নেত্রী সেসব গ্রাহ্য করছিলেন না ৷ পরে দেখলাম, বাংলায় পরিবর্তন একমাত্র BJP-ই আনতে পারে ৷ তাই আমি BJP-তে যোগ দিলাম ৷"

এই দলবদলকে সামনে রেখে প্রবীণ আগরওয়াল জানান, আগামী সপ্তাহে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শিলিগুড়ি আসছেন ৷ তাঁর উপস্থিতিতে আরও কিছু দলবদল হতে পারে ৷ বলেন, "তৃণমূলের কয়েকজন কাউন্সিলর BJP-র সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ তাঁদের কেউ কেউ BJP-তে যোগ দিতে পারেন ৷"

অনুষ্ঠানে যোগ দিয়ে BJP-র রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস বলেন, সামনেই শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন ৷ এই নির্বাচনে পূর্ণ উদ্যমে সব শক্তি কাজে লাগিয়ে লড়বে BJP ৷ যোগ্য ব্যক্তিদের প্রার্থী করা হবে ৷ তাই এখন থেকেই প্রচার শুরু করা হচ্ছে ৷

শিলিগুড়ি, 19 জানুয়ারি : আর একদিন পরেই মুখ্যমন্ত্রীর সফর ৷ তার আগে প্রকাশ্যে এল শিলিগুড়িতে দলের ভাঙন ৷ গতকাল সন্ধ্যায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী ৷ এরপর আরও বেশ কয়েকজন বর্তমান কাউন্সিলর দল বদল করবে বলেও ঘোষণা করেন BJP-র জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল ৷ শিলিগুড়িতে আরও অনেক চমক অপেক্ষা করছে বলেও ইঙ্গিত করেন ৷

শুক্রবার শিলিগুড়িতে পৌরনিগমের ওয়ার্ড বিন্যাসের খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল ৷ তার 24 ঘণ্টার মধ্যেই দলে এই ভাঙন ৷ জয়দীপ নন্দী নিউ জলপাইগুড়ি এলাকায় দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পদের দায়িত্বে ছিলেন ৷ কিছুদিন ধরে নানা ঝামেলার কারণে নিজেকে দল থেকে গুটিয়ে নিয়েছিলেন ৷ বলেন, "2011 সালে মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল ৷ কিন্তু, কয়েকবছরেই মানুষের আশা ভঙ্গ হয়েছে ৷ দীর্ঘদিন ধরে দলের ভিতরে থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম ৷ দলীয় নেত্রী সেসব গ্রাহ্য করছিলেন না ৷ পরে দেখলাম, বাংলায় পরিবর্তন একমাত্র BJP-ই আনতে পারে ৷ তাই আমি BJP-তে যোগ দিলাম ৷"

এই দলবদলকে সামনে রেখে প্রবীণ আগরওয়াল জানান, আগামী সপ্তাহে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শিলিগুড়ি আসছেন ৷ তাঁর উপস্থিতিতে আরও কিছু দলবদল হতে পারে ৷ বলেন, "তৃণমূলের কয়েকজন কাউন্সিলর BJP-র সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ তাঁদের কেউ কেউ BJP-তে যোগ দিতে পারেন ৷"

অনুষ্ঠানে যোগ দিয়ে BJP-র রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস বলেন, সামনেই শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন ৷ এই নির্বাচনে পূর্ণ উদ্যমে সব শক্তি কাজে লাগিয়ে লড়বে BJP ৷ যোগ্য ব্যক্তিদের প্রার্থী করা হবে ৷ তাই এখন থেকেই প্রচার শুরু করা হচ্ছে ৷

Intro:মুখ্যমন্ত্রীর সফরের দুদিন আগে শিলিগুড়িতে তৃণমূলের দলে ভাঙ্গন। শনিবার সন্ধ্যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কাউন্সিলার জয়দীপ নন্দী। একই সঙ্গে এই দলবদলকে সামনে রেখে শিলিগুড়ি পৌর নিগমের নির্বাচনের দামামা বাজিয়ে বিজেপির জেলা সভাপতির ঘোষণা আরো বেশ কয়েকজন বর্তমান কাউন্সিলর বিজেপিতে আসতে পারেন। আগামী দিনে আরও চমক অপেক্ষা করছে শিলিগুড়িতে।


Body:গতকালই শিলিগুড়িতে পৌর নিগমের ওয়ার্ড বিন্যাসের খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। তার 24 ঘণ্টার মধ্যে তৃণমূলে ভাঙ্গন ধরিয়ে নিজেদের শিবিরে এক প্রাক্তন কাউন্সিলরকে টেনে নিলেন বিজেপি নেতারা। জয়দীপ নন্দী নিউ জলপাইগুড়ি এলাকায় দলের নানা পদে দীর্ঘদিন ধরে আসীন ছিলেন। ইদানিংকালে নানা ঝামেলার জেরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি।
এই দলবদল সামনে রেখে এদিন শিলিগুড়িতে বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল ঘোষণা করেন আগামী সপ্তাহে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শিলিগুড়িতে আসছেন। তার উপস্থিতিতে আরো কিছু দলবদল প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূলের বেশ কয়েকজন কাউন্সিলর। তাদের কেউ কেউ বিজেপিতে যোগ দিতে পারেন।
এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস জানান সামনেই শিলিগুড়ি পৌর নিগমের নির্বাচন। এই নির্বাচনে পূর্ণ উদ্যমে সম্পূর্ণ শক্তি কাজে লাগিয়ে লড়বে বিজেপি। যোগ্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। তাই এখন থেকেই প্রচার শুরু করা হচ্ছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.