ETV Bharat / state

TMC Expulsion : শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী, 32 জনকে বহিষ্কার করল তৃণমূল

আগামী 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Mahakuma Parishad Election)। এই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই বিভ্রাট চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে । দলের নিষেধ না মেনে নির্দল প্রার্থী হওয়ায় 32 জনকে বহিষ্কার করল দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব ৷

tmc expels 32 party leaders and workers
শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন
author img

By

Published : Jun 13, 2022, 6:15 PM IST

শিলিগুড়ি, 13 জুন : দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় কর্মীদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বহিষ্কৃদের নাম ঘোষণা করে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব । মোট 32 জনকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে (TMC expelled 32 party leaders and workers)। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের পর রাজনৈতিকমহলে জোর সমালোচনার ঝড় উঠেছে ।

আগামী 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Mahakuma Parishad Election)। এই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই বিভ্রাট চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে । ক্ষোভ এবং পালটা বিক্ষোভে সরগরম শিলিগুড়ির রাজনীতি। দলের টিকিট না-পেয়ে অনেকেই তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দেন । সেই সময় জেলা নেতৃত্ব বিক্ষুদ্ধদের বোঝালে তাদের মধ্যে কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করে নিলেও অনেকেই তা করেননি । যাঁরা দলের নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহার করেননি তাঁদেরই এদিন বহিষ্কার করল জেলা তৃণমূল ৷

সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠক করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, চেয়ারম্যান অলোক চক্রবর্তী ও অন্যান্যরা ৷ তাঁরা জানান, মোট 32 জন বিক্ষুদ্ধকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে । বহিষ্কৃতদের মধ্যেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ছাড়াও বুথ কমিটির সদস্য বা সক্রিয় তৃণমূল কর্মীরা রয়েছেন । এই বহিষ্কার প্রসঙ্গে পাপিয়া ঘোষ বলেন, "দলের ঊর্ধ্বে কেউ নয় । কিছু বিক্ষুদ্ধ ফিরে এসেছেন । কিন্তু যাঁরা আসেননি তাঁদের সঙ্গে দল আর কোনওরকম সম্পর্ক রাখবে না । তাঁদের বহিষ্কার করা হল । ইতিমধ্যে বহিষ্কৃতদের নামের তালিকা রাজ্য নেতৃত্বকে পাঠানো হয়েছে ৷ দলবিরোধী কোনও কার্যকলাপ দল বরদাস্ত করবে না ।"

দলের নিষেধ না মেনে নির্দল প্রার্থী হওয়ায় 32 জনকে বহিষ্কার করল দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব

আরও পড়ুন : কেষ্টদা'কে ফোন করাই কাল হল ! সিবিআই-এর ডাক পেয়ে আক্ষেপ গৃহবধূর

গৌতম দেব বলেন,"দলের কিছু নিয়ম আগেও ছিল, এখনও আছে । দলের বিরুদ্ধে যাওয়াটা কোনওভাবেই মানা হবে না । নির্দল হয়ে লড়াই করা কোনওভাবে মানা হবে না ৷ সেইমতো রাজ্য নেতৃত্বর নির্দেশে এই বহিষ্কার করা হল ।" জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসনের মধ্যে একটি, পঞ্চায়েত সমিতির 66টি আসনের মধ্যে 10টি ও গ্রাম পঞ্চায়েতের 462টি আসনের মধ্যে 16টি আসনে শাসকদকের বিক্ষুদ্ধরা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন । তাঁদের মধ্যে মূলত ফাঁসিদেওয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আখতার আলি, ফাঁসিদেওয়া 1 ব্লকের তাপসী দেবনাথ ও হরিমোহন রায়, ফাঁসিদেওয়া 2 ব্লকের মোক্তার আলম, মাটিগাড়া 2 নম্বর থেকে কৃষ্ণা সিং ও গগণ শৈব-সহ তাঁদের অনুগামী ও অন্যান্যদের বহিষ্কার করা হয়েছে ।

শিলিগুড়ি, 13 জুন : দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় কর্মীদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বহিষ্কৃদের নাম ঘোষণা করে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব । মোট 32 জনকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে (TMC expelled 32 party leaders and workers)। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের পর রাজনৈতিকমহলে জোর সমালোচনার ঝড় উঠেছে ।

আগামী 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Mahakuma Parishad Election)। এই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই বিভ্রাট চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে । ক্ষোভ এবং পালটা বিক্ষোভে সরগরম শিলিগুড়ির রাজনীতি। দলের টিকিট না-পেয়ে অনেকেই তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দেন । সেই সময় জেলা নেতৃত্ব বিক্ষুদ্ধদের বোঝালে তাদের মধ্যে কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করে নিলেও অনেকেই তা করেননি । যাঁরা দলের নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহার করেননি তাঁদেরই এদিন বহিষ্কার করল জেলা তৃণমূল ৷

সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠক করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, চেয়ারম্যান অলোক চক্রবর্তী ও অন্যান্যরা ৷ তাঁরা জানান, মোট 32 জন বিক্ষুদ্ধকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে । বহিষ্কৃতদের মধ্যেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ছাড়াও বুথ কমিটির সদস্য বা সক্রিয় তৃণমূল কর্মীরা রয়েছেন । এই বহিষ্কার প্রসঙ্গে পাপিয়া ঘোষ বলেন, "দলের ঊর্ধ্বে কেউ নয় । কিছু বিক্ষুদ্ধ ফিরে এসেছেন । কিন্তু যাঁরা আসেননি তাঁদের সঙ্গে দল আর কোনওরকম সম্পর্ক রাখবে না । তাঁদের বহিষ্কার করা হল । ইতিমধ্যে বহিষ্কৃতদের নামের তালিকা রাজ্য নেতৃত্বকে পাঠানো হয়েছে ৷ দলবিরোধী কোনও কার্যকলাপ দল বরদাস্ত করবে না ।"

দলের নিষেধ না মেনে নির্দল প্রার্থী হওয়ায় 32 জনকে বহিষ্কার করল দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব

আরও পড়ুন : কেষ্টদা'কে ফোন করাই কাল হল ! সিবিআই-এর ডাক পেয়ে আক্ষেপ গৃহবধূর

গৌতম দেব বলেন,"দলের কিছু নিয়ম আগেও ছিল, এখনও আছে । দলের বিরুদ্ধে যাওয়াটা কোনওভাবেই মানা হবে না । নির্দল হয়ে লড়াই করা কোনওভাবে মানা হবে না ৷ সেইমতো রাজ্য নেতৃত্বর নির্দেশে এই বহিষ্কার করা হল ।" জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসনের মধ্যে একটি, পঞ্চায়েত সমিতির 66টি আসনের মধ্যে 10টি ও গ্রাম পঞ্চায়েতের 462টি আসনের মধ্যে 16টি আসনে শাসকদকের বিক্ষুদ্ধরা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন । তাঁদের মধ্যে মূলত ফাঁসিদেওয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আখতার আলি, ফাঁসিদেওয়া 1 ব্লকের তাপসী দেবনাথ ও হরিমোহন রায়, ফাঁসিদেওয়া 2 ব্লকের মোক্তার আলম, মাটিগাড়া 2 নম্বর থেকে কৃষ্ণা সিং ও গগণ শৈব-সহ তাঁদের অনুগামী ও অন্যান্যদের বহিষ্কার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.