ETV Bharat / state

TMC Expulsion : শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী, 32 জনকে বহিষ্কার করল তৃণমূল - শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন

আগামী 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Mahakuma Parishad Election)। এই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই বিভ্রাট চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে । দলের নিষেধ না মেনে নির্দল প্রার্থী হওয়ায় 32 জনকে বহিষ্কার করল দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব ৷

tmc expels 32 party leaders and workers
শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন
author img

By

Published : Jun 13, 2022, 6:15 PM IST

শিলিগুড়ি, 13 জুন : দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় কর্মীদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বহিষ্কৃদের নাম ঘোষণা করে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব । মোট 32 জনকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে (TMC expelled 32 party leaders and workers)। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের পর রাজনৈতিকমহলে জোর সমালোচনার ঝড় উঠেছে ।

আগামী 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Mahakuma Parishad Election)। এই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই বিভ্রাট চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে । ক্ষোভ এবং পালটা বিক্ষোভে সরগরম শিলিগুড়ির রাজনীতি। দলের টিকিট না-পেয়ে অনেকেই তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দেন । সেই সময় জেলা নেতৃত্ব বিক্ষুদ্ধদের বোঝালে তাদের মধ্যে কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করে নিলেও অনেকেই তা করেননি । যাঁরা দলের নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহার করেননি তাঁদেরই এদিন বহিষ্কার করল জেলা তৃণমূল ৷

সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠক করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, চেয়ারম্যান অলোক চক্রবর্তী ও অন্যান্যরা ৷ তাঁরা জানান, মোট 32 জন বিক্ষুদ্ধকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে । বহিষ্কৃতদের মধ্যেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ছাড়াও বুথ কমিটির সদস্য বা সক্রিয় তৃণমূল কর্মীরা রয়েছেন । এই বহিষ্কার প্রসঙ্গে পাপিয়া ঘোষ বলেন, "দলের ঊর্ধ্বে কেউ নয় । কিছু বিক্ষুদ্ধ ফিরে এসেছেন । কিন্তু যাঁরা আসেননি তাঁদের সঙ্গে দল আর কোনওরকম সম্পর্ক রাখবে না । তাঁদের বহিষ্কার করা হল । ইতিমধ্যে বহিষ্কৃতদের নামের তালিকা রাজ্য নেতৃত্বকে পাঠানো হয়েছে ৷ দলবিরোধী কোনও কার্যকলাপ দল বরদাস্ত করবে না ।"

দলের নিষেধ না মেনে নির্দল প্রার্থী হওয়ায় 32 জনকে বহিষ্কার করল দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব

আরও পড়ুন : কেষ্টদা'কে ফোন করাই কাল হল ! সিবিআই-এর ডাক পেয়ে আক্ষেপ গৃহবধূর

গৌতম দেব বলেন,"দলের কিছু নিয়ম আগেও ছিল, এখনও আছে । দলের বিরুদ্ধে যাওয়াটা কোনওভাবেই মানা হবে না । নির্দল হয়ে লড়াই করা কোনওভাবে মানা হবে না ৷ সেইমতো রাজ্য নেতৃত্বর নির্দেশে এই বহিষ্কার করা হল ।" জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসনের মধ্যে একটি, পঞ্চায়েত সমিতির 66টি আসনের মধ্যে 10টি ও গ্রাম পঞ্চায়েতের 462টি আসনের মধ্যে 16টি আসনে শাসকদকের বিক্ষুদ্ধরা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন । তাঁদের মধ্যে মূলত ফাঁসিদেওয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আখতার আলি, ফাঁসিদেওয়া 1 ব্লকের তাপসী দেবনাথ ও হরিমোহন রায়, ফাঁসিদেওয়া 2 ব্লকের মোক্তার আলম, মাটিগাড়া 2 নম্বর থেকে কৃষ্ণা সিং ও গগণ শৈব-সহ তাঁদের অনুগামী ও অন্যান্যদের বহিষ্কার করা হয়েছে ।

শিলিগুড়ি, 13 জুন : দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় কর্মীদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বহিষ্কৃদের নাম ঘোষণা করে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব । মোট 32 জনকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে (TMC expelled 32 party leaders and workers)। তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের পর রাজনৈতিকমহলে জোর সমালোচনার ঝড় উঠেছে ।

আগামী 26 জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন (Siliguri Mahakuma Parishad Election)। এই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই বিভ্রাট চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে । ক্ষোভ এবং পালটা বিক্ষোভে সরগরম শিলিগুড়ির রাজনীতি। দলের টিকিট না-পেয়ে অনেকেই তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দেন । সেই সময় জেলা নেতৃত্ব বিক্ষুদ্ধদের বোঝালে তাদের মধ্যে কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করে নিলেও অনেকেই তা করেননি । যাঁরা দলের নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহার করেননি তাঁদেরই এদিন বহিষ্কার করল জেলা তৃণমূল ৷

সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠক করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, চেয়ারম্যান অলোক চক্রবর্তী ও অন্যান্যরা ৷ তাঁরা জানান, মোট 32 জন বিক্ষুদ্ধকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে । বহিষ্কৃতদের মধ্যেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ছাড়াও বুথ কমিটির সদস্য বা সক্রিয় তৃণমূল কর্মীরা রয়েছেন । এই বহিষ্কার প্রসঙ্গে পাপিয়া ঘোষ বলেন, "দলের ঊর্ধ্বে কেউ নয় । কিছু বিক্ষুদ্ধ ফিরে এসেছেন । কিন্তু যাঁরা আসেননি তাঁদের সঙ্গে দল আর কোনওরকম সম্পর্ক রাখবে না । তাঁদের বহিষ্কার করা হল । ইতিমধ্যে বহিষ্কৃতদের নামের তালিকা রাজ্য নেতৃত্বকে পাঠানো হয়েছে ৷ দলবিরোধী কোনও কার্যকলাপ দল বরদাস্ত করবে না ।"

দলের নিষেধ না মেনে নির্দল প্রার্থী হওয়ায় 32 জনকে বহিষ্কার করল দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব

আরও পড়ুন : কেষ্টদা'কে ফোন করাই কাল হল ! সিবিআই-এর ডাক পেয়ে আক্ষেপ গৃহবধূর

গৌতম দেব বলেন,"দলের কিছু নিয়ম আগেও ছিল, এখনও আছে । দলের বিরুদ্ধে যাওয়াটা কোনওভাবেই মানা হবে না । নির্দল হয়ে লড়াই করা কোনওভাবে মানা হবে না ৷ সেইমতো রাজ্য নেতৃত্বর নির্দেশে এই বহিষ্কার করা হল ।" জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসনের মধ্যে একটি, পঞ্চায়েত সমিতির 66টি আসনের মধ্যে 10টি ও গ্রাম পঞ্চায়েতের 462টি আসনের মধ্যে 16টি আসনে শাসকদকের বিক্ষুদ্ধরা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন । তাঁদের মধ্যে মূলত ফাঁসিদেওয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আখতার আলি, ফাঁসিদেওয়া 1 ব্লকের তাপসী দেবনাথ ও হরিমোহন রায়, ফাঁসিদেওয়া 2 ব্লকের মোক্তার আলম, মাটিগাড়া 2 নম্বর থেকে কৃষ্ণা সিং ও গগণ শৈব-সহ তাঁদের অনুগামী ও অন্যান্যদের বহিষ্কার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.