ETV Bharat / state

TMC-BJP in Ramnavami : রামনবমীতে পথে নেই তৃণমূল, উদযাপনে কোমর বাঁধছে পদ্ম - TMC BJP in Ramnavami Celebration

গত দুই বছর করোনা পরিস্থিতির জেরে অনাড়ম্বর ভাবেই পালিত হয়েছে রামনবমী ৷ পরিস্থিতি স্বাভাবিক হতেই পৌরনির্বাচনে হতাশাজনক পরাজয়ের পর দলকে চাঙ্গা করতে রামনবমীকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির (TMC BJP in Ramnavami Celebration) ।

TMC BJP
দুই বছর করোনা পরিস্থিতির জেরে অনাড়ম্বর ভাবেই পালিত হয়েছে রামনবমী
author img

By

Published : Apr 7, 2022, 10:28 PM IST

শিলিগুড়ি, 7 এপ্রিল : রামনবমী নিয়ে দুই মেরুতে রাজ্যের শাসক-বিরোধী ৷ রামনবমীতে মিছিল করে কোনওরকম শক্তি প্রদর্শন নয় । সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব । অন্যদিকে, পৌরনির্বাচনে হতাশাজনক পরাজয়ের পর দলকে চাঙ্গা করতে রামনবমীকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির (TMC BJP in Ramnavami Celebration) ।

10 এপ্রিল রামনবমী উৎসব । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, রামনবমীর কোনও মিছিল যাতে আটকানো না হয় । যদিও সেদিন কোনও মিছিলের আয়োজনই করছে না রাজ্যের শাসকদল । কেবলমাত্র কয়েকটি স্টল দেওয়া ছাড়া রামনবমীতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে দলের তরফে । দলের তরফে কোনও মিছিলের আয়োজন যাতে না করা হয়, তার জন্য কড়া নির্দেশও জারি করা হয়েছে ।

দুই বছর করোনা পরিস্থিতির জেরে অনাড়ম্বর ভাবেই পালিত হয়েছে রামনবমী

আরও পড়ুন : রাম নামে টক্কর দিতে কোমর বাঁধছে পদ্ম আর ঘাসফুল শিবির

অন্যদিকে স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় মিছিল করবে বিজেপি ৷ শিলিগুড়িতেও মহামিছিলের আয়োজন করেছে শ্রী রামনবমী মহোৎসব কমিটি। করোনার কারণে দীর্ঘ দু'বছর বন্ধ ছিল রামনবমী উদযাপন । করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের তোড়জোড় শুরু করেছে কমিটির সদস্যরা ৷

শিলিগুড়ি, 7 এপ্রিল : রামনবমী নিয়ে দুই মেরুতে রাজ্যের শাসক-বিরোধী ৷ রামনবমীতে মিছিল করে কোনওরকম শক্তি প্রদর্শন নয় । সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব । অন্যদিকে, পৌরনির্বাচনে হতাশাজনক পরাজয়ের পর দলকে চাঙ্গা করতে রামনবমীকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির (TMC BJP in Ramnavami Celebration) ।

10 এপ্রিল রামনবমী উৎসব । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, রামনবমীর কোনও মিছিল যাতে আটকানো না হয় । যদিও সেদিন কোনও মিছিলের আয়োজনই করছে না রাজ্যের শাসকদল । কেবলমাত্র কয়েকটি স্টল দেওয়া ছাড়া রামনবমীতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে দলের তরফে । দলের তরফে কোনও মিছিলের আয়োজন যাতে না করা হয়, তার জন্য কড়া নির্দেশও জারি করা হয়েছে ।

দুই বছর করোনা পরিস্থিতির জেরে অনাড়ম্বর ভাবেই পালিত হয়েছে রামনবমী

আরও পড়ুন : রাম নামে টক্কর দিতে কোমর বাঁধছে পদ্ম আর ঘাসফুল শিবির

অন্যদিকে স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় মিছিল করবে বিজেপি ৷ শিলিগুড়িতেও মহামিছিলের আয়োজন করেছে শ্রী রামনবমী মহোৎসব কমিটি। করোনার কারণে দীর্ঘ দু'বছর বন্ধ ছিল রামনবমী উদযাপন । করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের তোড়জোড় শুরু করেছে কমিটির সদস্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.