দার্জিলিং, 17 জানুয়ারি: আবাস যোজনার তদন্তকারী কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকরা । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের টামবাড়ি গ্রাম পঞ্চায়েতে (central delegation team in Siliguri) । তিনদিন পর মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী আবাস যোজনার অভিযোগ খতিয়ে দেখতে ময়দানে নামে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Awas Yojana Scam) ।
অবধ রিসার্চ ফাউন্ডেশনের দুই সদস্য এসকে শর্মা ও অনুজ জোশী এদিন শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজ থেকে ফাঁসিদেওয়া ব্লকের টামবাড়ি এলাকায় যান । সেখান থেকে ঘোষপুকুর হয়ে বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত যান । এরপর সেখান থেকে খড়িবাড়ি ব্লকের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা । যদিও কেউই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি । তবে টামবাড়ি এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।
এদিন টামবাড়ি এলাকায় বেশ কয়েকজন গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল । তালিকা হাতেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন তাঁরা । সেই সময় মূল রাস্তার পাশে কয়েকজন বিজেপি সমর্থক কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের কাছে আবাস যোজনার অভিযোগ জানাতে চিৎকার শুরু করে । অভিযোগ, তাঁদের আটকানোর চেষ্টা করেন তৃণমূল কর্মীরা । আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । দুই পক্ষই প্রথমে বচসা ও পরে হাতাহাতিতে জড়িয়ে পরে ।
কেন্দ্রীয় সদস্যদের সামনেই এ দিন তুমুল মারামারি শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশ বাহিনী । রাজনৈতিক সংঘর্ষ দেখে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখান থেকে অন্যত্র চলে যান । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এলাকায় চাপা উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট । ফাঁসিদেওয়া ব্লকের বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু বলেন, "তৃণমূল কংগ্রেস গোটা এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে । যোগ্যদের বাড়ি দেওয়া হয়নি । ফলে সাধারণ মানুষ অভিযোগ জানাতে গেছিল । কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাধা দিয়েছে ।" দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "মারামারির কোন খবর পাইনি । তবে এটা কোনও রাজনৈতিক লড়াই কি না, তা জানা নেই ।"
আরও পড়ুন: সেভক কালীবাড়িতে পুজো দিয়ে আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় দল