ETV Bharat / state

লুটপাটে বাধা, টিকিট পরীক্ষককে ট্রেন থেকে ফেলে চম্পট দুষ্কৃতীদের - Miscreants

ট্রেনে লুটপাটে বাধা । মারধর করে টিকিট পরীক্ষককে ট্রেন থেকে ফেলে দিল দুষ্কৃতীরা ।

জখম টিকিট পরীক্ষক
author img

By

Published : Jul 17, 2019, 8:06 PM IST

শিলিগুড়ি, 17 জুলাই : ছিনতাইয়ে বাধা দেওয়ায় ট্রেন থেকে ধাক্কা দিয়ে টিকিট পরীক্ষককে ফেলে দিল দুষ্কৃতীরা । জখম টিকিট পরীক্ষকের নাম অজয় সোনা । বর্তমানে নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন ।

গতরাতে ধুমডাঙ্গি ও তিন মাইল স্টেশনের মাঝে গয়া ডাউন কামাখ্য়া এক্সপ্রেস আচমকাই দাঁড়িয়ে পড়ে । সেই সুযোগে কয়েকজন ট্রেনে উঠে পড়ে । অভিযোগ, যাত্রীদের থেকে টাকা-পয়সা ও গয়না হাতিয়ে নিতে থাকে তারা । সেই সময় বাধা দিতে আসেন ওই টিকিট পরীক্ষক অজয় সোনা । তাঁকে মারধর করে ট্রেন থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা । অভিযোগ, সেই সময় ট্রেনে কোনও নিরাপত্তা রক্ষী ছিলেন না ।

গুরুতর জখম অবস্থায় ওই টিকিট পরীক্ষককে উদ্ধার করে ট্রেনের যাত্রীরা । উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ADRM (NJP) পার্থপ্রতিম রায় বলেন, "এর আগে এ রকম ঘটনা ঘটেনি । তদন্ত শুরু হয়েছে।"

শিলিগুড়ি, 17 জুলাই : ছিনতাইয়ে বাধা দেওয়ায় ট্রেন থেকে ধাক্কা দিয়ে টিকিট পরীক্ষককে ফেলে দিল দুষ্কৃতীরা । জখম টিকিট পরীক্ষকের নাম অজয় সোনা । বর্তমানে নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন ।

গতরাতে ধুমডাঙ্গি ও তিন মাইল স্টেশনের মাঝে গয়া ডাউন কামাখ্য়া এক্সপ্রেস আচমকাই দাঁড়িয়ে পড়ে । সেই সুযোগে কয়েকজন ট্রেনে উঠে পড়ে । অভিযোগ, যাত্রীদের থেকে টাকা-পয়সা ও গয়না হাতিয়ে নিতে থাকে তারা । সেই সময় বাধা দিতে আসেন ওই টিকিট পরীক্ষক অজয় সোনা । তাঁকে মারধর করে ট্রেন থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা । অভিযোগ, সেই সময় ট্রেনে কোনও নিরাপত্তা রক্ষী ছিলেন না ।

গুরুতর জখম অবস্থায় ওই টিকিট পরীক্ষককে উদ্ধার করে ট্রেনের যাত্রীরা । উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ADRM (NJP) পার্থপ্রতিম রায় বলেন, "এর আগে এ রকম ঘটনা ঘটেনি । তদন্ত শুরু হয়েছে।"

Intro:লুঠপাটে বাঁধা, টিকিট পরীক্ষককে মারধোর দিয়ে ট্রেন থেকে ফেলে দিল দুষ্কৃতিরা!

শিলিগুড়ি, ১৭ জুলাইঃ ট্রেনে দুষ্কৃতিদের তান্ডব রুখতে গিয়ে দুষ্কৃতিতেদের হাতে মার খেলেন এক টিকিট পরীক্ষক। পরে তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। ঘটনায় গুরুতর জখম টিকিট পরীক্ষক নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আহত ওই টিকিট পরীক্ষকের নাম অজয় সোনার।

Body:জানা গিয়েছে, গতকাল রাত আড়াইটে নাগাদ গয়া ডাউন কামাক্ষ্যা এক্সপ্রেস ধূমডাঙ্গি ও তিন মাইল স্টেশনের মধ্যবর্তী এলাকায় আচমকা দাঁড়িয়ে পড়ে। এমতবস্থায় ট্রেনে একদল দুষ্কৃতি উঠে ছিনতাই শুরু করে। যাত্রীদের থেকে টাকা পয়সা ও সোনার অলঙ্কার লুঠ করতে থাকে দুষ্কৃতিরা। এমতবস্থায় ওই টিকিট পরীক্ষক বাঁধা দিতে গেলে তাকে মারধোর করে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দুষ্কৃতিরা। ঘটনায় গুরুতর জখম হয় ওই টিকিট পরীক্ষক। অভিযোগ সেসময় ট্রেনে জিআরিপি বা আরপিএফের কেউ ছিল না। অন্যদিকে ঘটনার পর আহত ওই টিকিট পরীক্ষককে উদ্ধার করে যাত্রীরা। পরে ট্রেনটি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছালে ওই টিকিট পরীক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়।



Conclusion:এবিষয়ে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাঠিহার ডিভিশনের এডিআরএম (এনজেপি) পার্থ প্রতীম রায় বলেন, এমন ঘটনা অতীতে সেভাবে শোনা যায়নি। তবে একটা সময় কাঠিহারের দিকে এমন ঘটনা ঘটত৷ সেদিকে নজরদারী জোরদার করা হয়েছে৷ এবারের ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু হচ্ছে। একইসঙ্গে নিরাপত্তা আঁটোসাটো করা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.