ETV Bharat / state

চিনে নয়, ভারতে আমরা স্বাধীন; 13 বছর পর শিলিগুড়িতে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা - চিনে আমরা পরাধীন

Dalai Lama: 13 বছর পর শিলিগুড়িতে এলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ৷ প্রশিক্ষণ অনুষ্ঠান থেকে দিলেন বিশ্বশান্তির বার্তা ৷

Tibetan Spiritual Leader Dalai Lama
দলাই লামা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 7:07 PM IST

13 বছর পর শিলিগুড়িতে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা

শিলিগুড়ি, 14 ডিসেম্বর: "চিনে আমরা পরাধীন, ভারতে আমাদের স্বাধীনতা রয়েছে ৷" দীর্ঘ প্রায় 13 বছর পর শিলিগুড়িতে এসে এমনটা বললেন বৌদ্ধ ধর্ম গুরু দলাই লামা । শিলিগুড়ির সালুগারা এলাকাতে অবস্থিত সেদ গুয়েড মনেস্ট্রিতে বৃহস্পতিবার আসেন তিনি । সেখানে সেদ গুয়েদ ইনিস্টিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের পড়ুয়াদের বৌদ্ধ ধর্মের উপর শিক্ষাদান করলেন এই বৌদ্ধ ধর্মগুরু । এ দিন ধর্মগুরু দলাই লামার থেকে প্রশিক্ষণ নিতে দার্জিলিং, কালিম্পং, সিকিম, ডুয়ার্স তো বটেই পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান থেকে প্রায় 20 হাজার ভক্তদের সমাগম হয় এই বৌদ্ধমঠে ।

জানা গিয়েছে, এ দিন এই কর্মসূচি শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি । দিল্লির বুদ্ধ গয়াতেও তাঁর একই কর্মসূচি রয়েছে । চলতি মাসেই তিনি সিকিম যান এবং এ দিন সিকিম থেকেই শিলিগুড়িতে পৌঁছন দলাই লামা । তাঁর এই সফরকে ঘিরে শালুগাড়া এলাকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছিল । আজকের অনুষ্ঠানকে ঘিরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী । এ দিন দলাই লামাকে শিলিগুড়িতে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা । প্রশিক্ষণে বিশ্বশান্তির বার্তা দেন ধর্মগুরু দলাই লামা । পাশপাশি শিলিগুড়ি থেকে চিনকে আক্রমণ শানান তিনি ৷

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার চিনের বিরুদ্ধে সরব হয়েছেন দলাই লামা ৷ একটি প্রশিক্ষণ অনুষ্ঠান থেকেই চিন সরকারের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মকে ধংসের অভিযোগ করেছিলেন তিনি ৷ তবে চিনের প্রচেষ্টা সত্ত্বেও সেখান থেকে বৌদ্ধ ধর্মকে ধংস করা যায়নি বলে দলাই লামার দাবি ৷ আজ চিনে তাঁদের স্বাধীনতা নেই বলে তিনি তোপ দেগেছেন ৷ তবে চিনের থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীনতা চায় না তিব্বত ৷ সেখানকার মানুষের কেবল স্বায়ত্তশাসন প্রয়োজন বলে এর আগে জানিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. দলাই লামা চিনের বিরুদ্ধে বৌদ্ধ ধর্ম ধ্বংসের চেষ্টার অভিযোগ তুলেছেন
  2. চিনের থেকে স্বাধীনতা নয়, স্বায়ত্তশাসন চায় তিব্বত, দাবি দলাই লামার
  3. চন্দ্রযান 3-এর সাফল্যে মোদিকে অভিনন্দন দলাই লামার

13 বছর পর শিলিগুড়িতে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা

শিলিগুড়ি, 14 ডিসেম্বর: "চিনে আমরা পরাধীন, ভারতে আমাদের স্বাধীনতা রয়েছে ৷" দীর্ঘ প্রায় 13 বছর পর শিলিগুড়িতে এসে এমনটা বললেন বৌদ্ধ ধর্ম গুরু দলাই লামা । শিলিগুড়ির সালুগারা এলাকাতে অবস্থিত সেদ গুয়েড মনেস্ট্রিতে বৃহস্পতিবার আসেন তিনি । সেখানে সেদ গুয়েদ ইনিস্টিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের পড়ুয়াদের বৌদ্ধ ধর্মের উপর শিক্ষাদান করলেন এই বৌদ্ধ ধর্মগুরু । এ দিন ধর্মগুরু দলাই লামার থেকে প্রশিক্ষণ নিতে দার্জিলিং, কালিম্পং, সিকিম, ডুয়ার্স তো বটেই পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান থেকে প্রায় 20 হাজার ভক্তদের সমাগম হয় এই বৌদ্ধমঠে ।

জানা গিয়েছে, এ দিন এই কর্মসূচি শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি । দিল্লির বুদ্ধ গয়াতেও তাঁর একই কর্মসূচি রয়েছে । চলতি মাসেই তিনি সিকিম যান এবং এ দিন সিকিম থেকেই শিলিগুড়িতে পৌঁছন দলাই লামা । তাঁর এই সফরকে ঘিরে শালুগাড়া এলাকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছিল । আজকের অনুষ্ঠানকে ঘিরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী । এ দিন দলাই লামাকে শিলিগুড়িতে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা । প্রশিক্ষণে বিশ্বশান্তির বার্তা দেন ধর্মগুরু দলাই লামা । পাশপাশি শিলিগুড়ি থেকে চিনকে আক্রমণ শানান তিনি ৷

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার চিনের বিরুদ্ধে সরব হয়েছেন দলাই লামা ৷ একটি প্রশিক্ষণ অনুষ্ঠান থেকেই চিন সরকারের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মকে ধংসের অভিযোগ করেছিলেন তিনি ৷ তবে চিনের প্রচেষ্টা সত্ত্বেও সেখান থেকে বৌদ্ধ ধর্মকে ধংস করা যায়নি বলে দলাই লামার দাবি ৷ আজ চিনে তাঁদের স্বাধীনতা নেই বলে তিনি তোপ দেগেছেন ৷ তবে চিনের থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীনতা চায় না তিব্বত ৷ সেখানকার মানুষের কেবল স্বায়ত্তশাসন প্রয়োজন বলে এর আগে জানিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. দলাই লামা চিনের বিরুদ্ধে বৌদ্ধ ধর্ম ধ্বংসের চেষ্টার অভিযোগ তুলেছেন
  2. চিনের থেকে স্বাধীনতা নয়, স্বায়ত্তশাসন চায় তিব্বত, দাবি দলাই লামার
  3. চন্দ্রযান 3-এর সাফল্যে মোদিকে অভিনন্দন দলাই লামার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.