ETV Bharat / state

থার্মাল স্ক্যানার হাতে পথে বিনয় তামাং - binoy tamang

আগে কোরোনো নিয়ে মানুষকে সচেতন করতে পথে নেমেছেন । এবার থার্মাল স্ক্যানার হাতে পথে নামলেন বিনয় তামাং।

binoy tamang
বিনয় তামাঙ
author img

By

Published : Apr 20, 2020, 9:32 PM IST



দার্জিলিঙ , 20 এপ্রিল : এবার থার্মাল স্ক্যানার হাতে পথে নামলেন মোর্চা নেতা বিনয় তামাং। আজ দার্জিলিংয়ের চকবাজারে থার্মাল স্ক্যানার নিয়ে স্ক্রিনিং করতে দেখা গেল তাঁকে । সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরা ।

কয়েকদিন ধরেই কোরোনা মোকাবিলায় পথে নেমেছেন বিনয় তামাং। কখনও তাঁর নেতৃত্বে দার্জিলিং জেলা হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করা হয় । কখনও চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা PPE দেওয়া হয়। আবার কখনও কোরোনা সচেতনতায় নানাভাবে প্রচার করেছেন তিনি। এবার নিজেই থার্মাল স্ক্যানার হাতে রাস্তায় নামলেন বিনয় তামাং ।

কোরোনা মোকাবিলায় লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না রাজ্যের সাতটি জেলায় । কেন্দ্রীয় সরকারের কাছে এই অভিযোগ গিয়েছে । এর মধ্যে নাম রয়েছে উত্তরবঙ্গের তিন জেলার । রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার নামও । অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রের তরফে ইতিমধ্যে প্রতিনিধিও পাঠানো হয়েছে ।



দার্জিলিঙ , 20 এপ্রিল : এবার থার্মাল স্ক্যানার হাতে পথে নামলেন মোর্চা নেতা বিনয় তামাং। আজ দার্জিলিংয়ের চকবাজারে থার্মাল স্ক্যানার নিয়ে স্ক্রিনিং করতে দেখা গেল তাঁকে । সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরা ।

কয়েকদিন ধরেই কোরোনা মোকাবিলায় পথে নেমেছেন বিনয় তামাং। কখনও তাঁর নেতৃত্বে দার্জিলিং জেলা হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করা হয় । কখনও চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা PPE দেওয়া হয়। আবার কখনও কোরোনা সচেতনতায় নানাভাবে প্রচার করেছেন তিনি। এবার নিজেই থার্মাল স্ক্যানার হাতে রাস্তায় নামলেন বিনয় তামাং ।

কোরোনা মোকাবিলায় লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না রাজ্যের সাতটি জেলায় । কেন্দ্রীয় সরকারের কাছে এই অভিযোগ গিয়েছে । এর মধ্যে নাম রয়েছে উত্তরবঙ্গের তিন জেলার । রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার নামও । অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রের তরফে ইতিমধ্যে প্রতিনিধিও পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.