ETV Bharat / state

এই প্রধানমন্ত্রীর প্রাক্তন হওয়া একপ্রকার নিশ্চিত: গৌতম দেব - circuit bench

সার্কিট বেঞ্চ উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন গৌতম দেব। তিনি বলেন, "এই প্রধানমন্ত্রীর প্রাক্তন হওয়া একপ্রকার নিশ্চিত"

BJP
author img

By

Published : Feb 9, 2019, 7:58 AM IST

শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারি : "মানুষ চাইলে থাকবেন। নাহলে নেই। আর তো ক'মাস। এই প্রধানমন্ত্রীর প্রাক্তন হওয়া একপ্রকার নিশ্চিত। সে দেশের প্রধানমন্ত্রী হোক আর যেই হোক এইভাবে সার্কিট বেঞ্চের উদ্বোধন করে আমাদের দেশের সমস্ত নিয়ম নীতি, সংবিধান ভেঙেছেন তিনি। অনৈতিক কাজ করেছেন।" গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা বলেন পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব।

জলপাইগুড়ি জেলার চূড়াভাণ্ডারে জনসভার আগে পৃথক মঞ্চ থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধনসহ বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন গৌতমবাবু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নিয়ম না মেনেই সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। এমন কী সেখানে কেউ ছিল না। যারা বিচার করবে তারা নেই। হাইকোর্টের বিচারপতি ও অন্য বিচারকরা কেউ নেই, সুপ্রিম কোর্টের কোনও প্রতিনিধি নেই। সংবিধানের নিয়ম অনুযায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন কালে হাইকোর্টের প্রধান বিচারপতি, আইনমন্ত্রী উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী একটি জনসভা করতে এসে তার পাশে একটি ফলক উন্মোচন করে বললেন আমি হাইকোর্ট চালু করে দিলাম। বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই এক টাকাও কি খরচ করেছে কেন্দ্রীয় সরকার ? আদালতগুলির সমস্ত খরচ রাজ্য সরকার করে। কেন্দ্রীয় সরকারের একটি নোটিফিকেশনের দরকার ছিল। সেটা এক ঘণ্টার কাজ। সাড়ে পাঁচ মাস ধরে ঝুলিয়ে রেখে শেষে দু'দিন আগে ক্যাবিনেটে অনুমোদন করিয়ে একা একা গিয়ে উদ্বোধন করে দিলেন।"

undefined

অন্যদিকে, জনসভার মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, "দেশের প্রধানমন্ত্রী হয়ে শিলিগুড়ি পৌরনিগম নিয়ে কথা বললেন তিনি। দার্জিলিং জেলা নিয়ে তাঁকে ভাবতে হচ্ছে। এটা আমাদের বেশ ভালো লাগছে। এরপর প্রধানমন্ত্রী গ্রামপঞ্চায়েত সদস্যদের নিয়ে মন্তব্য করলেও আমাদের কাছে অস্বাভাবিক কিছু মনে হবে না।"

শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারি : "মানুষ চাইলে থাকবেন। নাহলে নেই। আর তো ক'মাস। এই প্রধানমন্ত্রীর প্রাক্তন হওয়া একপ্রকার নিশ্চিত। সে দেশের প্রধানমন্ত্রী হোক আর যেই হোক এইভাবে সার্কিট বেঞ্চের উদ্বোধন করে আমাদের দেশের সমস্ত নিয়ম নীতি, সংবিধান ভেঙেছেন তিনি। অনৈতিক কাজ করেছেন।" গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা বলেন পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব।

জলপাইগুড়ি জেলার চূড়াভাণ্ডারে জনসভার আগে পৃথক মঞ্চ থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধনসহ বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন গৌতমবাবু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নিয়ম না মেনেই সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। এমন কী সেখানে কেউ ছিল না। যারা বিচার করবে তারা নেই। হাইকোর্টের বিচারপতি ও অন্য বিচারকরা কেউ নেই, সুপ্রিম কোর্টের কোনও প্রতিনিধি নেই। সংবিধানের নিয়ম অনুযায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন কালে হাইকোর্টের প্রধান বিচারপতি, আইনমন্ত্রী উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী একটি জনসভা করতে এসে তার পাশে একটি ফলক উন্মোচন করে বললেন আমি হাইকোর্ট চালু করে দিলাম। বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই এক টাকাও কি খরচ করেছে কেন্দ্রীয় সরকার ? আদালতগুলির সমস্ত খরচ রাজ্য সরকার করে। কেন্দ্রীয় সরকারের একটি নোটিফিকেশনের দরকার ছিল। সেটা এক ঘণ্টার কাজ। সাড়ে পাঁচ মাস ধরে ঝুলিয়ে রেখে শেষে দু'দিন আগে ক্যাবিনেটে অনুমোদন করিয়ে একা একা গিয়ে উদ্বোধন করে দিলেন।"

undefined

অন্যদিকে, জনসভার মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, "দেশের প্রধানমন্ত্রী হয়ে শিলিগুড়ি পৌরনিগম নিয়ে কথা বললেন তিনি। দার্জিলিং জেলা নিয়ে তাঁকে ভাবতে হচ্ছে। এটা আমাদের বেশ ভালো লাগছে। এরপর প্রধানমন্ত্রী গ্রামপঞ্চায়েত সদস্যদের নিয়ে মন্তব্য করলেও আমাদের কাছে অস্বাভাবিক কিছু মনে হবে না।"

RESTRICTION SUMMARY: NO ACCESS CANADA
SHOTLIST:
++NO CUTAWAYS; SOUNDBITES SEPARATED BY BLACK FRAMES++
CTV - NO ACCESS CANADA
Quebec City  - 8 February 2019
1. Crown attorneys walk to podium
2. SOUNDBITE (English) François Godin, Crown Prosecutor:
"It's been a long and tough process for the victims families. We want to salute the courage and we wish them well in the future. Since today's decision it's a very, very long decision by Justice (unintelligible). We will take the opportunity to read it and see if we will or not go to appeal in this case."
++BLACK FRAMES++
3. SOUNDBITE (English) Ihsaan Gardee, National Council of Canadian Muslims:
"Many in the community were were looking for a strong sentence to send a strong message. And when I was in the lockup room with the families there was a palpable sense of anguish frustration. You know it--there's gonna be different reactions it's still very early. What we hope is that this sentence will provide some level of comfort and closure to the families so that they can move on."
++BLACK FRAMES++:
4. SOUNDBITE (English) Ihsaan Gardee, National Council of Canadian Muslims:
"At the end of the day whether it was 25 years or one hundred and fifty years there's no sentence I think anybody would agree would be fair. I think that nothing will bring those People who lost their lives back to the families and that's the key thing to remember here. That this is a wound that will never fully heal for these families and this has caused a lot of pain not just for the families of the victims and the people who are injured but for the community at large."
++BLACK FRAMES++
5. SOUNDBITE (English) Hassan Guillet, Quebec City Imam:
"This decision. Was a surprise. And we we are disappointed. Because like in that judgment the judge was after after talking about all the atrocities. That Mr. Bissonnette did in the mosque. Actually even myself I am very close to the community. I learned many things anew. To the point that the policemen in the in the in the courthouse where distributing Kleenex to the people there to sweep their tears."
++BLACK FRAMES++
6. SOUNDBITE (English) Hassan Guillet, Quebec City Imam:
"And then the judge the judge with all our due respect come with this creative idea of declaring that the article of the criminal law of being unconstitutional and rewriting it instead because we came in talking about either sequential. Or parallel sentences of 25, 25 or 150. He came. With 25 plus 15 to make it 40. Yes we know that's after 40 years Mr. Bissonnette will be sixty seven. We don't know if he would still be alive or not. We don't know if we were going to be alive or not. But the orphans, very likely these orphans will be still alive. And the debate will be open again."
+BLACK FRAMES++
7. SOUNDBITE (English) Hassan Guillet, Quebec City Imam:
"We were wishing. To have the peace of mind and to have these widows and these orphans starting their life in dignity and peacefully. And to start a new page."
8. Wide of Hassan Guillet
STORYLINE:
A French Canadian man who shot dead six Muslim men in a Quebec City mosque in 2017 has been sentenced to serve 40 years in prison before being eligible for parole.
Quebec Superior Court Justice Francois Huot called Alexandre Bissonnette's attack gratuitous and insidious as he handed down the sentence Friday. Several people in the room wept as the judge read a detailed account of the shooter's actions.
Bissonnette, now 29, pleaded guilty last March to six charges of first-degree murder and six of attempted murder. More than 50 people were at the Islamic Cultural Centre in January 2017 when he began shooting during evening prayers.
Bissonnette received a life sentence and can apply for parole after 40 years, but that doesn't mean he's likely to get parole.
The judge began his ruling on Friday by saying the day of the murders "will forever be written in blood in the history of this city, this province, this country."
Those who monitor extremist groups in Quebec described the university student as someone who took extreme nationalist positions at Laval University and on social media. He was a supporter of French far-right leader Marine Le Pen and U.S. President Donald Trump.
Quebec's previous premier previously acknowledged the province has its "demons" in terms of attitudes toward Muslims.
Canada is generally welcoming toward immigrants and all religions, but the French-speaking province of Quebec has had a long-simmering debate about race and religious accommodation.
The prosecution had recommended that his six life sentences be served consecutively, which would have meant 150 years before being eligible for parole. His lawyer had argued the sentences should be served concurrently, making him eligible for parole after 25 years.
Huot said a sentence of 50 years or more would constitute cruel and unusual punishment.
Six men, aged between 39 and 60, were killed when Bissonnette stormed the mosque and opened fire on Jan. 29, 2017. Witnesses described a scene of chaos as worshippers scrambled to find friends and loved ones.
Bissonnette was arrested that night in his car on a bridge nearby, after he called 911 to say he wanted to cooperate with police.
The murder victims were Mamadou Tanou Barry, 42; Abdelkrim Hassane, 41; Khaled Belkacemi, 60; Aboubaker Thabti, 44; Azzeddine Soufiane, 57; and Ibrahima Barry, 39.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.