দার্জিলিং, 21 এপ্রিল: জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। 7 এপ্রিল জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে প্রায় 222 কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা লোকসভা অধিবেশন চলাকালীন দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকারের কাছে সহযোগিতার আবেদন করেছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও চিঠিও দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
জানা গিয়েছে, বরাদ্দ হওয়া অর্থ, জাতীয় স্বাস্থ্য মিশন 2022 - 23 আর্থিক বছর, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন এবং 15 অর্থ কমিশনের অধীন, স্বাস্থ্য মন্ত্রকের তরফে বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ব্লক থেকে অত্যাধুনিক সরঞ্জাম বসানো হবে এই টাকায়। এই বিষয়ে সাংসদ রাজু বিস্তা বলেন, "দার্জিলিং জেলায় স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা বেহাল। সেজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম যাতে কেন্দ্রীয় সরকার, আমার সাংসদ এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সাহায্য করে। সেই মতো কেন্দ্রীয় সরকার 222 কোটি 66 লক্ষ টাকা বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ।"
আরও পড়ুন: রাস্তায় হঠাৎ অসুস্থ! প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ শুরু ট্রাফিক পুলিশদের
মূলত, দার্জিলিং জেলা আন্তর্জাতিক ও আন্ত:রাজ্য সীমান্তে ঘেরা। রয়েছে নেপাল, বাংলাদেশ, ভুটানের মতো দেশ ৷ রয়েছে বিহার, সিকিমের মতো রাজ্য। গোটা উত্তরবঙ্গের আট জেলা তো বটেই আশেপাশের দেশের ও রাজ্যের মানুষও চিকিৎসার জন্য জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। দার্জিলিং সংসদের অধীনে সবথেকে গুরুত্বপূর্ণ হাসপাতাল হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতাল। এছাড়া জেলা হাসপাতাল বলতে রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল, দার্জিলিং সদর হাসপাতাল এবং কালিম্পং জেলা হাসপাতাল। শিলিগুড়ি মহকুমার অধীনে চারটি অর্থাৎ খড়িবাড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া এবং নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল রয়েছে। পাহাড়ে রয়েছে কার্শিয়াং মহকুমা হাসপাতাল, মিরিক মহকুমা হাসপাতাল-সহ চারটি গ্রামীণ হাসপাতাল রয়েছে।
এই সমস্ত হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নে ওই টাকা ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। পরিকাঠামো গড়া হবে জটিল রোগ ও ইনফেকশন সংক্রমিত রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য। 222 কোটি 66 লক্ষ টাকার মধ্যে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যামিনিস্ট্রেশন ও শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকের জন্য 90 কোটি 51১ লক্ষ টাকা, উত্তর দিনাজপুর জেলার জন্য 111 কোটি 12 লক্ষ টাকা ও কালিম্পং জেলার জন্য 21 কোটি 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।