শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারি : মাদক কারবারে বাধা দেওয়ায় স্থানীয় বাসিন্দাকে খুনের চেষ্টা করে এক মাদক ব্যবসায়ী। গতকাল তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিল শিলিগুড়ি মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফাস্ট কোর্ট। ওই মাদক ব্যবসায়ীর নাম দীপঙ্কর সিংহ রায়। শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা দীপঙ্করকে ২০১৭ সালের মে মাসে শিলিগুড়ি জংশন এলাকা থেকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। এরপর মঙ্গলবার সমস্ত বিষয় খতিয়ে দেখে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। গতকাল তার সাজা ঘোষণা হয়। দীপঙ্কর সিংহ রায়ের মাদকের ব্যবসা ছিল। প্রধাননগর থানা এলাকায় ড্রাগস, গাঁজার কারবারি হিসেবে পুলিশের খাতায় তার নাম রয়েছে। স্থানীয় বাসিন্দা অজয় বর্মা তার এই কারবারে বাধা দেয়। এতেই চটে গিয়ে ২০১৭ সালের মে মাসে শিলিগুড়ি জংশন এলাকায় প্রকাশ্যে অজয় বর্মার পেটে পরপর ১২ বার ভোজালির কোপ মারে দীপঙ্কর। গুরুতর অবস্থায় অজয়কে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভরতি করা হয়। এখন তিনি সুস্থ। অন্যদিকে, খুনের চেষ্টায় গ্রেপ্তার দীপঙ্করের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। চার্জশিট পেশ হওয়ার পর দফায় দফায় শুনানি হয়। পরে মোট ১১ জন সাক্ষ্য দেন আদালতে। সাক্ষ্য প্রমাণের পর মঙ্গলবার দীপঙ্করকে দোষী সাব্যস্ত করা হয়। সরকার পক্ষের আইনজীবী পীযূষকান্তি ঘোষ বলেন, "খুব অল্প সময়ের মধ্যেই সাজা ঘোষণা হয়েছে। দশ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। অনাদায়ে আরও একমাস কারাদণ্ড।"
খুনের চেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড - one sentenced
এক ব্যক্তিকে খুনের চেষ্টা করায় মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল শিলিগুড়ি মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফাস্ট কোর্ট। মাদক কারবারে বাধা দেওয়ায় ওই ব্যক্তিকে খুনের চেষ্টা করা হয়।
শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারি : মাদক কারবারে বাধা দেওয়ায় স্থানীয় বাসিন্দাকে খুনের চেষ্টা করে এক মাদক ব্যবসায়ী। গতকাল তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিল শিলিগুড়ি মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফাস্ট কোর্ট। ওই মাদক ব্যবসায়ীর নাম দীপঙ্কর সিংহ রায়। শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা দীপঙ্করকে ২০১৭ সালের মে মাসে শিলিগুড়ি জংশন এলাকা থেকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। এরপর মঙ্গলবার সমস্ত বিষয় খতিয়ে দেখে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। গতকাল তার সাজা ঘোষণা হয়। দীপঙ্কর সিংহ রায়ের মাদকের ব্যবসা ছিল। প্রধাননগর থানা এলাকায় ড্রাগস, গাঁজার কারবারি হিসেবে পুলিশের খাতায় তার নাম রয়েছে। স্থানীয় বাসিন্দা অজয় বর্মা তার এই কারবারে বাধা দেয়। এতেই চটে গিয়ে ২০১৭ সালের মে মাসে শিলিগুড়ি জংশন এলাকায় প্রকাশ্যে অজয় বর্মার পেটে পরপর ১২ বার ভোজালির কোপ মারে দীপঙ্কর। গুরুতর অবস্থায় অজয়কে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভরতি করা হয়। এখন তিনি সুস্থ। অন্যদিকে, খুনের চেষ্টায় গ্রেপ্তার দীপঙ্করের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। চার্জশিট পেশ হওয়ার পর দফায় দফায় শুনানি হয়। পরে মোট ১১ জন সাক্ষ্য দেন আদালতে। সাক্ষ্য প্রমাণের পর মঙ্গলবার দীপঙ্করকে দোষী সাব্যস্ত করা হয়। সরকার পক্ষের আইনজীবী পীযূষকান্তি ঘোষ বলেন, "খুব অল্প সময়ের মধ্যেই সাজা ঘোষণা হয়েছে। দশ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। অনাদায়ে আরও একমাস কারাদণ্ড।"
Vaishali (Bihar), Feb 08 (ANI): In Bihar's Vaishali district, enraged parents protested against the brutality of a middle school teacher in Mahua block's government school. It is alleged that the teacher beat up many students when they did not sweep the school as instructed by the teacher. All the injured students have been admitted to the nearby hospital. The accused was held captive by the furious guardians and they demanded strict actions from the administration. Students claimed that the teacher forced them to sweep the school and they were beaten when the task was not done. Complete mayhem broke out in the school.