ETV Bharat / state

Suvendu Criticises Mamata : "মুখ্যমন্ত্রী সনাতনী বিরোধী", মমতাকে আক্রমণ শুভেন্দুর - Suvendu Adhikari criticises Mamata Banerjee in Siliguri

আগামী 12 ফেব্রুয়ারি শিলিগুড়ি পৌরনিগমের ভোট (Siliguri Municipal Election 2022) অনুষ্ঠিত হওয়ার কথা ৷

Siliguri Municipal Election News
মমতাকে আক্রমণ শুভেন্দুর
author img

By

Published : Feb 8, 2022, 8:32 PM IST

Updated : Feb 8, 2022, 8:51 PM IST

শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : শিলিগুড়িতে পৌরভোটের (Siliguri Municipal Election 2022) প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন "সনাতন ধর্ম বিরোধী" বলেও আক্রমণ করেন শুভেন্দু (Suvendu Adhikari Criticises Mamata Banerjee) ৷

মমতার লখনউ সফর প্রসঙ্গে বলতে গিয়ে এদিন তিনি বলেন, "আপনারা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের হাল দেখেছেন । এরপর গোয়াতেও ওই দলটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে । তৃণমূল কংগ্রেস কোনওদিনই আঞ্চলিক দলের পরিচিতির বাইরে বেরতে পারবে না ৷ সর্বভারতীয় দল হতে পারবে না । মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে যাওয়াতে আমি মনেকরি যোগীজির লাভ হবে । কারণ মুখ্যমন্ত্রী সনাতনী বিরোধী । তাই উনি যতই এসব বলুন, যোগীজি এবার তিনশো পার ।"

রাজ্যের উন্নয়ন থেকে তৃণমূলের প্রার্থী তালিকা, শিল্প থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ সফর, সব ইস্যুতেই এদিন মুখ্যমন্ত্রীকে একহাত নেন শুভেন্দু অধিকারী । এদিন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক শাখার দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে যোগ দেন শুভেন্দু ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক আনন্দময় বর্মন, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রমুখ ৷

পৌরভোটের আগে শিলিগুড়িতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দুর ৷

আরও পড়ুুন : তৃণমূলের ভয়ে ডায়মন্ডহারবারে লুকিয়ে মনোনয়ন, অভিযোগ সিপিএম-বিজেপির

রাজ্যের বিরোধী দলনেতা এদিন আরও বলেন, "শিলিগুড়িতে আমি রাজনৈতিকভাবে বহুবার এসেছি । প্রথম পরিবর্তনের সময় তৃণমূল কংগ্রেস আমাকে শিলিগুড়িতে ব্যবহার করেছে । শহরের প্রতিটি ওয়ার্ডে আমাকে ব্যবহার করে আমাকে দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ানো হয়েছে ।" তাঁ কথায়,"রাজ্য সরকার কোনওরকম উন্নয়ন করতে পারবে না । রাজ্য সরকার সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়েছে । এই প্রথম একটা রাজ্য সরকার এক মাসে তিনবার ঋণ নিয়েছে ।" এরপরই তিনি শিলিগুড়িবাসীকে সতর্ক করে বলেন, "এই তৃণমূল কংগ্রেসের হাতে শিলিগুড়ি পৌরনিগম তুলে দিলে কিছু পাওয়ার আশা করবেন না । এটুকু আমি ভোটের আগে সতর্ক করতে চাই ।"

কাঁথি পৌরসভায় এই প্রথমবার প্রার্থী তালিকায় অধিকারী পরিবারের কেউ না থাকার বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপির প্রার্থী তালিকা নিয়ে কোনও অসুবিধা নেই ।" রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলেও এদিন দাবি করেন তিনি ৷

শিলিগুড়ি, 8 ফেব্রুয়ারি : শিলিগুড়িতে পৌরভোটের (Siliguri Municipal Election 2022) প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন "সনাতন ধর্ম বিরোধী" বলেও আক্রমণ করেন শুভেন্দু (Suvendu Adhikari Criticises Mamata Banerjee) ৷

মমতার লখনউ সফর প্রসঙ্গে বলতে গিয়ে এদিন তিনি বলেন, "আপনারা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের হাল দেখেছেন । এরপর গোয়াতেও ওই দলটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে । তৃণমূল কংগ্রেস কোনওদিনই আঞ্চলিক দলের পরিচিতির বাইরে বেরতে পারবে না ৷ সর্বভারতীয় দল হতে পারবে না । মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে যাওয়াতে আমি মনেকরি যোগীজির লাভ হবে । কারণ মুখ্যমন্ত্রী সনাতনী বিরোধী । তাই উনি যতই এসব বলুন, যোগীজি এবার তিনশো পার ।"

রাজ্যের উন্নয়ন থেকে তৃণমূলের প্রার্থী তালিকা, শিল্প থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ সফর, সব ইস্যুতেই এদিন মুখ্যমন্ত্রীকে একহাত নেন শুভেন্দু অধিকারী । এদিন বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক শাখার দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে যোগ দেন শুভেন্দু ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক আনন্দময় বর্মন, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রমুখ ৷

পৌরভোটের আগে শিলিগুড়িতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দুর ৷

আরও পড়ুুন : তৃণমূলের ভয়ে ডায়মন্ডহারবারে লুকিয়ে মনোনয়ন, অভিযোগ সিপিএম-বিজেপির

রাজ্যের বিরোধী দলনেতা এদিন আরও বলেন, "শিলিগুড়িতে আমি রাজনৈতিকভাবে বহুবার এসেছি । প্রথম পরিবর্তনের সময় তৃণমূল কংগ্রেস আমাকে শিলিগুড়িতে ব্যবহার করেছে । শহরের প্রতিটি ওয়ার্ডে আমাকে ব্যবহার করে আমাকে দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ানো হয়েছে ।" তাঁ কথায়,"রাজ্য সরকার কোনওরকম উন্নয়ন করতে পারবে না । রাজ্য সরকার সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়েছে । এই প্রথম একটা রাজ্য সরকার এক মাসে তিনবার ঋণ নিয়েছে ।" এরপরই তিনি শিলিগুড়িবাসীকে সতর্ক করে বলেন, "এই তৃণমূল কংগ্রেসের হাতে শিলিগুড়ি পৌরনিগম তুলে দিলে কিছু পাওয়ার আশা করবেন না । এটুকু আমি ভোটের আগে সতর্ক করতে চাই ।"

কাঁথি পৌরসভায় এই প্রথমবার প্রার্থী তালিকায় অধিকারী পরিবারের কেউ না থাকার বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপির প্রার্থী তালিকা নিয়ে কোনও অসুবিধা নেই ।" রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলেও এদিন দাবি করেন তিনি ৷

Last Updated : Feb 8, 2022, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.