ETV Bharat / state

Suvendu on Cattle Smuggling: ' ডিজি'র মদতে উত্তরবঙ্গ দিয়ে গরুপাচার ভাইপোর ’, বাগডোগরায় বিস্ফোরক শুভেন্দু - Mamata Banerjee

Cattle Smuggling Through North Bengal Corridor: ডিজি-র মদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের গরুপাচার শুরু করেছেন বলে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ৷ আজ শিলিগুড়িতে গিয়ে এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ তাঁর অভিযোগ উত্তরবঙ্গের করিডরকে ব্যবহার করতে পুলিশ প্রশাসন এই কাজে মদত দিচ্ছে ৷

Suvendu on Cattle Smuggling ETV BHARAT
Suvendu on Cattle Smuggling
author img

By

Published : Aug 6, 2023, 8:58 PM IST

Updated : Aug 6, 2023, 10:05 PM IST

ডিজি-র মদকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের গরুপাচার শুরু করেছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর

শিলিগুড়ি, 6 অগস্ট: গত 23 জুলাই থেকে উত্তরবঙ্গ করিডর ব্যবহার করে ফের শুরু হয়েছে গরুপাচার ৷ অধিকাংশই মহিষ পাচার করা হচ্ছে ৷ আর রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং উত্তরবঙ্গের আইজি-র মদতে এই বেআইনি পাচারচক্র চলছে বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার জড়িত বলে অভিযোগ করেন তিনি ৷ শুভেন্দুর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কোম্পানি উত্তরবঙ্গ হয়ে বাংলা ও অসমের শ্রীরামপুর সীমানা দিয়ে এই গরুপাচার শুরু করেছেন ৷

পঞ্চায়েত নির্বাচন মিটতেই ফের গরুপাচারের চক্র সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছিল ৷ কিন্তু, রবিবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে আরও বড় বিস্ফোরণ ঘটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি অভিযোগ করলেন ডালখোলা থেকে এই পাচারচক্র শুরু হচ্ছে ৷ সেখান থেকে 39-45 ফুট দৈর্ঘ্যের কন্টেনারে করে গরু ও মহিষ বাংলা-অসম সীমানা দিয়ে বাংলাদেশে পাচার করার অভিযোগ করলেন শুভেন্দু ৷ আর এই পাচারের মোটা অংকের টাকা হাওয়ালা মারফত প্রতীক দেওয়ান নামে এক ব্যক্তি পাঞ্জিপাড়ায় হরিশ নামে এক ব্যক্তির কাছে পাঠাচ্ছে ৷ সেখান থেকে টাকার বড় অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার ৷

আরও পড়ুন: গরুপাচার মামলায় ফের তৎপর সিবিআই, অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণকে জিজ্ঞাসাবাদ

তবে, অভিষেকের বিরুদ্ধে তাঁর এমন বেআইনি কারবারের অভিযোগ নতুন নয় ৷ কিন্তু, এই মামলায় সরাসরি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের নাম নিলেন শুভেন্দু অধিকারী ৷ অভিযোগ করলেন, ডিজি-র এবং উত্তরবঙ্গের আইজি-র মদতে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপাররা সেফ করিডর তৈরি করে দিচ্ছে এই গরুও মহিষ বোঝাই কন্টেনারগুলিকে ৷ আর বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা পুরো বিষয়টিতে পরিচালনা করছেন ৷

আরও পড়ুন: বিজেপি নেতার বাড়ির সামনে তৃণমূলের ধরনা ! আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দু জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তিনি অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে জানিয়েছেন ৷ হিমন্ত বিশ্বশর্মা তাঁকে আশ্বাস দিয়েছেন যে, বাংলা-অসম সীমানায় তাঁর পুলিশ এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ৷ এ দিন শুভেন্দু সাংবাদিকদের সামনে একটি ভিডিয়ো চালান ৷ তাঁর কথা মতো, ভিডিয়োতে থাকা কন্টেনারে করে গরু ও মহিষ উত্তরবঙ্গ করিডর ব্যবহার করে বাইরে পাচার করা হচ্ছে ৷ তিনি উত্তরবঙ্গের মানুষকেও সতর্ক হতে আবেদন করেছেন ৷

ডিজি-র মদকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের গরুপাচার শুরু করেছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর

শিলিগুড়ি, 6 অগস্ট: গত 23 জুলাই থেকে উত্তরবঙ্গ করিডর ব্যবহার করে ফের শুরু হয়েছে গরুপাচার ৷ অধিকাংশই মহিষ পাচার করা হচ্ছে ৷ আর রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং উত্তরবঙ্গের আইজি-র মদতে এই বেআইনি পাচারচক্র চলছে বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার জড়িত বলে অভিযোগ করেন তিনি ৷ শুভেন্দুর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কোম্পানি উত্তরবঙ্গ হয়ে বাংলা ও অসমের শ্রীরামপুর সীমানা দিয়ে এই গরুপাচার শুরু করেছেন ৷

পঞ্চায়েত নির্বাচন মিটতেই ফের গরুপাচারের চক্র সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছিল ৷ কিন্তু, রবিবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে আরও বড় বিস্ফোরণ ঘটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি অভিযোগ করলেন ডালখোলা থেকে এই পাচারচক্র শুরু হচ্ছে ৷ সেখান থেকে 39-45 ফুট দৈর্ঘ্যের কন্টেনারে করে গরু ও মহিষ বাংলা-অসম সীমানা দিয়ে বাংলাদেশে পাচার করার অভিযোগ করলেন শুভেন্দু ৷ আর এই পাচারের মোটা অংকের টাকা হাওয়ালা মারফত প্রতীক দেওয়ান নামে এক ব্যক্তি পাঞ্জিপাড়ায় হরিশ নামে এক ব্যক্তির কাছে পাঠাচ্ছে ৷ সেখান থেকে টাকার বড় অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার ৷

আরও পড়ুন: গরুপাচার মামলায় ফের তৎপর সিবিআই, অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণকে জিজ্ঞাসাবাদ

তবে, অভিষেকের বিরুদ্ধে তাঁর এমন বেআইনি কারবারের অভিযোগ নতুন নয় ৷ কিন্তু, এই মামলায় সরাসরি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের নাম নিলেন শুভেন্দু অধিকারী ৷ অভিযোগ করলেন, ডিজি-র এবং উত্তরবঙ্গের আইজি-র মদতে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপাররা সেফ করিডর তৈরি করে দিচ্ছে এই গরুও মহিষ বোঝাই কন্টেনারগুলিকে ৷ আর বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা পুরো বিষয়টিতে পরিচালনা করছেন ৷

আরও পড়ুন: বিজেপি নেতার বাড়ির সামনে তৃণমূলের ধরনা ! আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দু জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তিনি অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে জানিয়েছেন ৷ হিমন্ত বিশ্বশর্মা তাঁকে আশ্বাস দিয়েছেন যে, বাংলা-অসম সীমানায় তাঁর পুলিশ এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ৷ এ দিন শুভেন্দু সাংবাদিকদের সামনে একটি ভিডিয়ো চালান ৷ তাঁর কথা মতো, ভিডিয়োতে থাকা কন্টেনারে করে গরু ও মহিষ উত্তরবঙ্গ করিডর ব্যবহার করে বাইরে পাচার করা হচ্ছে ৷ তিনি উত্তরবঙ্গের মানুষকেও সতর্ক হতে আবেদন করেছেন ৷

Last Updated : Aug 6, 2023, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.