ETV Bharat / state

IB রিপোর্টে দার্জিলিঙের বৌদ্ধমঠে আত্মঘাতী হামলার আশঙ্কা, সতর্ক পুলিশ

দার্জিলিঙের বৌদ্ধমঠগুলিতে আত্মঘাতী হামলা হতে পারে বলে গুজব ছড়ায় সোশাল মিডিয়ায় । তাই আতঙ্ক ছড়িয়েছে পাহাড়ে । তবে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান IG ।

বৌদ্ধমঠ
author img

By

Published : May 18, 2019, 12:16 PM IST

Updated : May 18, 2019, 12:30 PM IST

দার্জিলিং, 18 মে : সোশাল মিডিয়ার পোস্টের কারণে পাহাড়ে বাড়ানো হল নিরাপত্তা । আজ দার্জিলিঙের বৌদ্ধমঠগুলিতে আত্মঘাতী হামলা হতে পারে । এধরনের একটি রিপোর্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই আতঙ্ক ছড়ায় । পুলিশ অবশ্য জানিয়েছে, তারা সতর্ক ।

নেপাল অথবা বাংলাদেশ থেকে আত্মঘাতী জঙ্গিরা দার্জিলিঙে ঢুকে এই নাশকতা চালাতে পারে বলে গুজব ছড়ায় । ঘটনায় পাহাড়ের বৌদ্ধমঠগুলিতে সন্ন্যাসীদের অনেকেই ভয় পান । আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে কোনও কর্মসূচি না করার পক্ষে মত দিয়েছিলেন অনেকে । বিষয়টি নিয়ে আতঙ্ক বাড়তে থাকায় তদন্তে নামে দার্জিলিং জেলা পুলিশ । পরে পুলিশ জানিয়ে দেয়, এই ধরনের কোনও রিপোর্ট গোয়েন্দা সংস্থা পাঠায়নি ।

রাজ্য পুলিশের IG (দার্জিলিং রেঞ্জ) মনোজ বর্মাও ওই রিপোর্টকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ । তিনি বলেন, "সোশাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে । তবে পুলিশ সতর্ক রয়েছে ।" গতকাল দার্জিলিংয়ের পুলিশ সুপার অমরনাথ কে একই সুরে বলেন, "IB সচরাচর এধরনের অনেক জেনেরাল রিপোর্ট দিয়ে থাকে । দার্জিলিংয়ের নাশকতার রিপোর্টটিও তেমনই । এর কোনও স্পেসিফিক ইনপুট নেই । আমরাও বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সাধারণ মানুষ বা বৌদ্ধ অনুগামীরা যাতে আতঙ্কিত না হন সেদিকটি মাথায় রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে । হোটেল ও হোম-স্টেগুলিতে তল্লাশি চালানো হচ্ছে । সোনাদা জোরবাংলো, ডালির মতো বৌদ্ধমঠগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । অমরনাথ বলেন, "19 মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । 16 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । প্রয়োজনে জওয়ানদেরও ব্যবহার করা যেতে পারে ।" তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে পুলিশ সুপার জানান ।

দার্জিলিং, 18 মে : সোশাল মিডিয়ার পোস্টের কারণে পাহাড়ে বাড়ানো হল নিরাপত্তা । আজ দার্জিলিঙের বৌদ্ধমঠগুলিতে আত্মঘাতী হামলা হতে পারে । এধরনের একটি রিপোর্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই আতঙ্ক ছড়ায় । পুলিশ অবশ্য জানিয়েছে, তারা সতর্ক ।

নেপাল অথবা বাংলাদেশ থেকে আত্মঘাতী জঙ্গিরা দার্জিলিঙে ঢুকে এই নাশকতা চালাতে পারে বলে গুজব ছড়ায় । ঘটনায় পাহাড়ের বৌদ্ধমঠগুলিতে সন্ন্যাসীদের অনেকেই ভয় পান । আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে কোনও কর্মসূচি না করার পক্ষে মত দিয়েছিলেন অনেকে । বিষয়টি নিয়ে আতঙ্ক বাড়তে থাকায় তদন্তে নামে দার্জিলিং জেলা পুলিশ । পরে পুলিশ জানিয়ে দেয়, এই ধরনের কোনও রিপোর্ট গোয়েন্দা সংস্থা পাঠায়নি ।

রাজ্য পুলিশের IG (দার্জিলিং রেঞ্জ) মনোজ বর্মাও ওই রিপোর্টকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ । তিনি বলেন, "সোশাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে । তবে পুলিশ সতর্ক রয়েছে ।" গতকাল দার্জিলিংয়ের পুলিশ সুপার অমরনাথ কে একই সুরে বলেন, "IB সচরাচর এধরনের অনেক জেনেরাল রিপোর্ট দিয়ে থাকে । দার্জিলিংয়ের নাশকতার রিপোর্টটিও তেমনই । এর কোনও স্পেসিফিক ইনপুট নেই । আমরাও বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সাধারণ মানুষ বা বৌদ্ধ অনুগামীরা যাতে আতঙ্কিত না হন সেদিকটি মাথায় রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে । হোটেল ও হোম-স্টেগুলিতে তল্লাশি চালানো হচ্ছে । সোনাদা জোরবাংলো, ডালির মতো বৌদ্ধমঠগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । অমরনাথ বলেন, "19 মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । 16 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । প্রয়োজনে জওয়ানদেরও ব্যবহার করা যেতে পারে ।" তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে পুলিশ সুপার জানান ।

Intro:দার্জিলিংয়ের আত্মঘাতী জঙ্গি হামলার আইবি রিপোর্ট, নিরপত্তা বাড়ালেও পুলিশ বলছে গুজব

দার্জিলিং, ১৭ মে : সোশাল মিডিয়ার গুজবে দার্জিলিং পাহাড়ে নিরপত্তা বাড়ল । শনিবার বুদ্ধ পূর্ণিমার দিন দার্জিলিংয়ের বৌদ্ধমঠগুলিতে আত্মঘাতী হামলা হতে পারে । এধরনের একটি জেনারেল (নির্দিষ্ট কিছু নেই) আইবি রিপোর্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই গুজব ছড়িয়ে পড়ে । Body:নেপাল অথবা বাংলাদেশ থেকে আত্মঘাতী জঙ্গিরা ঢুকে দার্জিলিং পাহাড়ে এই নাশকতা চালাতে পারে বলে ওই গুজবে পাহাড়ের বৌদ্ধমঠগুলিতে সন্ন্যাসীদের অনেকেই ভীত হয়ে পড়েন । অনেকেই শনিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কোনোও কর্মসূচি না করার পক্ষে মত প্রকাশ করেন । বিষয়টি উদ্বেগজনক হতে শুরু করায় আসরে নামে দার্জিলিং জেলা পুলিশ । রাজ্য তথা জেলা পুলিশ সাফ জানিয়ে দেয় । এধরণের কোনোও নির্দিষ্ট তথ্য মেলেনি । রাজ্য পুলিশের আইজি (দার্জিলিং রেঞ্জ) মনোজ ভার্মাও সাদামাটা ওই রিপোর্টকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন এটি সোশাল মিডিয়ার দৌলতে গুজব ছড়িয়েছে। তবে পুলিশ সতর্ক রয়েছে। শুক্রবার দার্জিলিংয়ের পুলিশ সুপার অমরনাথ কে একই সুরে বলেন, ' আইবি সচরাচর এধরনের অনেক জেনারেল রিপোর্ট দিয়ে থাকে । দার্জিলিংয়ের নাশকতার রিপোর্টটিও তেমনই । এর কোনোও স্পেসিফিক ইনপুট নেই । আমরাও বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি ।' তবে সাধারণ মানুষ বা বৌদ্ধঅনুগামীরা যাতে আতঙ্কিত না হন সেদিকটি মাথায় রেখে নিরাপত্তা বাড়ানো হয়েছে । হোটেল ও হোম -স্টে গুলিতে তল্লাশি চালানো হচ্ছে । সোনাদা জোরবাংলো, ডালির মতো বৌদ্ধ মঠগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । Conclusion:
পুলিশ সুপার বলেন, ১৯ মে দার্জিলিং বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন । এই ভোটের জন্য ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেছে । প্রয়োজনে ওই জওয়ানদেরও ব্যবহার করা যেতে পারে । তবে বিষয়টি নিয়ে একদমই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে এসপি মন্তব্য করেন ।
Last Updated : May 18, 2019, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.