শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের বিরিয়ানি (Biryani Blooper at Mamata Event) খেয়ে অসুস্থ হয়ে পড়ল বেশ কয়েকজন পড়ুয়া । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে । ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব ।
পড়ুয়াদের মধ্যাহ্নভোজের জন্য বিরিয়ানি: মঙ্গলবার শিলিগুড়িতে সরকারি প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত থাকা পড়ুয়াদের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee at Siliguri) সভাস্থল থেকে সবুজ সাথী সাইকেল দেওয়া হবে । তাই পড়ুয়াদের মধ্যাহ্নভোজের জন্য বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেছিল রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর ৷ অভিযোগ, সেই বিরিয়ানি টক, পচা ও খাওয়ার অযোগ্য ছিল । বিরিয়ানি খেয়ে রীতিমতো বমি করতে শুরু করে কয়েকজন পড়ুয়া । এই ঘটনায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বেজায় ক্ষুব্ধ ।
বিরিয়ানি খাওয়ার অযোগ্য ও পচা: শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভাস্থল থেকে 1040 জন পড়ুয়াকে সবুজ সাথী সাইকেল প্রদান করেন । তাই পড়ুয়াদের জন্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে 1,250 প্যাকেট বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল । কিন্তু অভিযোগ, সেই বিরিয়ানি খাওয়ার অযোগ্য ও পচা । আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়ে কয়েকজন পড়ুয়া । তৎক্ষণাৎ সমস্ত বিরিয়ানির প্যাকেট ফেলে দেয় পড়ুয়ারা ।
আগের দিনই ডেলিভারি হয় বিরিয়ানি: বিরিয়ানির দোকানের মালিক জানান, "আমাকে সোমবার বিকেল পাঁচটার মধ্যে 1,250 প্যাকেট বিরিয়ানি দেওয়ার অর্ডার দিয়েছিল । সেই মতো আমি অর্ডার ডেলিভারি করেছি । এখন সেই বিরিয়ানি যদি পরের দিন দুপুরবেলা খাওয়ানো হয়, তাহলে তো খুব স্বাভাবিকভাবে সেটা নষ্ট হয়ে যাবে । আমাকে আজ ডেলিভারি দিতে বললে এমন সমস্যা হত না ।"
আরও পড়ুন: জলকে পানি, মাকে আম্মা বলে, এটা মানতে হবে; ভাষা দিবসে শুভাপ্রসন্নকে ভর্ৎসনা মমতার
ক্ষুব্ধ অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারা: স্কুলের শিক্ষিকা শ্বেতা চৌধুরী জানান, "বিরিয়ানির প্যাকেট খুলতেই প্রচণ্ড গন্ধ বেরোতে থাকে । সারা স্কুল জুড়ে পচা বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়েছে । বাচ্চাদের এমন পচা বিরিয়ানি দেওয়াটা একবারেই অনুচিত হয়েছে ।" এক ছাত্র বলে, "পচা বিরিয়ানি দিয়েছে । অনেকে বমি করেছে । আমরা ফেলে দিয়েছি ।"
খতিয়ে দেখার আশ্বাস মেয়রের: অন্যদিকে, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে, "কিছু ভুল বোঝাবোঝির জন্য এটা হয়েছে । সমস্ত বিরিয়ানি ফেলে দেওয়া হয়েছে ৷ আমরা অন্য খাবারের ব্যবস্থা করেছি ।" যদিও মেয়র গৌতম দেব বলেন, "বিষয়টি জানা ছিল না । বাচ্চাদের সঙ্গে এমন হোক তা কাম্য নয় । আমরা অবশ্যই খতিয়ে দেখব কী করে এটা হল ।"