শিলিগুড়ি, 12 ডিসেম্বর: টেস্ট পরীক্ষায় ফেল করায় পাশ করানোর দাবিতে বিক্ষোভ ও ধরনা ছাত্রীদের । ঘটনাটি শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের । জানা গিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয় স্কুলের প্রায় দেড়শো ছাত্রী । করোনার কারণে তাদের পাশ করার আরও একবার সুযোগ দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের তরফে । সেইমতো সোমবার টেস্ট পরীক্ষা চলছিল স্কুলে । কিন্তু, অনুত্তীর্ণ দেড়শো ছাত্রীদের মধ্যে একাংশ এদিন আবার নতুন করে টেস্ট পরীক্ষা দিতে অস্বীকার করে ।
তাদের অভিযোগ, শহরের অন্যান্য স্কুলে টেস্ট পরীক্ষায় ফেল করে যাওয়া পড়ুয়াদের গার্জিয়ান কল করে পাশ করিয়ে দেওয়া হয়েছে । তাতে তারা দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে পারবে । কিন্তু শিলিগুড়ি গার্লস বা উচ্চ বালিকা বিদ্যালয়ে তা করা হয়নি ৷ উলটে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে । অনুত্তীর্ণ ছাত্রীদের দাবি, তাদের কোনওরকম পরীক্ষা না-দিয়ে একেবারে বোর্ডের পরীক্ষার জন্য পাশ করিয়ে দেওয়া হোক (Student Agitation in front of school)। যদিও ছাত্রীদের দাবি মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ ।
স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচি বলেন, "এটা সম্পূর্ণ অন্যায় আবদার । করোনার পর পড়ুয়াদের সমস্যা ছিল । কিন্তু টানা ক্লাস হয়েছে । অনেক ছাত্রী ঠিকমতো পড়াশুনা করেনি । বারবার সেটা অভিভাবকদের জানানো হয়েছে কিন্তু কোনও লাভ হয়নি । তাদের আবার পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হলো কিন্তু তারা সেটাও মানছে না । পরীক্ষা না-দিয়ে শুধু বিক্ষোভ দেখালে কী পাশ করানো যায় । অন্যান্যরা তো পরীক্ষা দিচ্ছে । অভিভাবকদেরও বুঝতে হবে ।"
আরও পড়ুন: পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি, পুলিশকে ধরে কান্নায় ভেঙে পড়লেও দেওয়া হল না টেট!
দশম শ্রেণির এক ছাত্রী বলে, "অন্যান্য স্কুলে গার্জিয়ান কল করে টেস্ট পরীক্ষায় পাশ করানো হয়েছে । আমাদের কেন হবে না ।" অভিভাবক মানস সামন্ত বলেন, "আমরা খালি জানতে চাই আমাদের মেয়েরা পরীক্ষায় কেমন ফল করেছে । অন্যান্য স্কুলে নাকি অভিভাবকদের ডেকে পাশ করানো হয়েছে । করোনার পর এমনিতেই মানসিক চাপে ছাত্রীরা ৷ এখন তাই বিক্ষোভ দেখাচ্ছে ।"