শিলিগুড়ি, 27 ডিসেম্বর: পুলিশ আধিকারিকের বাসভবনে হানা রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার ৷ সোমবার দুপুর থেকে মাঝরাত পর্যন্ত 2 পুলিশ আধিকারিকদের বাসভবনে অভিযান চালায় অ্যান্টি করাপশন ব্যুরোর (Anti Corruption Bureau, ACB) পাঁচ সদস্যের একটি বিশেষ দল ৷ যদিও এই হানার বিষয়ে মুখ খুলতে চাননি পুলিশ আধিকারিকরা ৷
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে এদিন একসঙ্গে দুই আইসি পদমর্যাদার পুলিশ আধিকারিকের শিলিগুড়ির বাসভবনে অভিযান চালায় এসিবি ৷ অভিযান চলে শিলিগুড়ি সংলগ্ন শালবাড়ি বাজার, মাটিগাড়ার উত্তরায়ন টাউনশিপ ও মিরিকে ৷
আরও পড়ুন: লালন-মৃত্যুর তদন্তে ময়দানে সিআইডি, স্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ
শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় একটি উপনগরীতে মালদার চাঁচলের আইসি পুর্ণেন্দু কুণ্ডুর বাড়ি ৷ প্রথমে সেখানে তল্লাশি চালায় এসিবি ৷ এরপর সোমবার মাটিগাড়া থানার আইসি সমীর দেওসার বাসভবনেও অভিযান চালানো হয় ৷ তল্লাশি অভিযান শেষে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা একটি ব্যাগ নিয়ে চলে যান । সূত্রের খবর, সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু নথিপত্র পেয়েছেন তাঁরা । যদিও এবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি এখনও ৷ পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "একটা অভিযান হয়েছে ৷ তবে বিস্তারিত জানা নেই ৷"