ETV Bharat / state

শিলিগুড়িকে করিডর করে বিস্ফোরক পাচারের চেষ্টা, গ্রেপ্তার নেপালের যুবক - nepal'

মেঘালয় থেকে নেপালে বিস্ফোরক পাচার করতে গিয়ে ধরা পড়ল এক যুবক

উদ্ধার হওয়া বিস্ফোরক
author img

By

Published : Jun 2, 2019, 9:16 PM IST

শিলিগুড়ি, 2 জুন : বিস্ফোরক পাচার করতে গিয়ে শিলিগুড়িতে ধরা পড়ল এক যুবক । সশস্ত্র সীমা বলের (SSB) 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ে সে । এরপর তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃতের নাম প্রসাদ রায় (31) । সে নেপালের বাসিন্দা । আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ।

prasad roy
ধৃত যুবক প্রসাদ রায়

জানা গেছে , ধৃত যুবক মেঘালয় থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক নিয়ে শিলিগুড়ি হয়ে নেপালের ভোজপুরের উদ্দেশে রওনা দিয়েছিল । সূত্রের খবর অনুযায়ী অভিযান চালিয়ে ধৃতকে আটক করে প্রথমে তল্লাশি চালায় SSB-র 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । তল্লাশি পরেই উদ্ধার হয় 100 টি ইলেকট্রিক ডিটেনেটর, 40 প্যাকেট নিওজেল 90 বিস্ফোরক । তবে কী কারণে বিস্ফোরকগুলি মেঘালয় থেকে নেপাল নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও জানা যায়নি ।

শিলিগুড়ি, 2 জুন : বিস্ফোরক পাচার করতে গিয়ে শিলিগুড়িতে ধরা পড়ল এক যুবক । সশস্ত্র সীমা বলের (SSB) 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ে সে । এরপর তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃতের নাম প্রসাদ রায় (31) । সে নেপালের বাসিন্দা । আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ।

prasad roy
ধৃত যুবক প্রসাদ রায়

জানা গেছে , ধৃত যুবক মেঘালয় থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক নিয়ে শিলিগুড়ি হয়ে নেপালের ভোজপুরের উদ্দেশে রওনা দিয়েছিল । সূত্রের খবর অনুযায়ী অভিযান চালিয়ে ধৃতকে আটক করে প্রথমে তল্লাশি চালায় SSB-র 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । তল্লাশি পরেই উদ্ধার হয় 100 টি ইলেকট্রিক ডিটেনেটর, 40 প্যাকেট নিওজেল 90 বিস্ফোরক । তবে কী কারণে বিস্ফোরকগুলি মেঘালয় থেকে নেপাল নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও জানা যায়নি ।

Intro: শিলিগুড়িকে কড়িডোর করে বিস্ফোরক পাচার, গ্রেপ্তার নেপালের বাসিন্দা!

শিলিগুড়ি, ২ জুনঃ শিলিগুড়িকে কড়িডর করে বিস্ফোরক পাচার কএতে গিয়ে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। পরে তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম প্রসাদ রায়(৩১)। সে নেপালের বাসিন্দা। আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
জানা গিয়েছে, শিলিগুড়িকে কড়িডোর করে মেঘালয়ের থেকে বিপুল পরিমান বিস্ফোরক নিয়ে ধৃত ওই ব্যক্তি নেপালের ভোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সূত্রের খবর মোতাবেক অভিযান চালিয়ে ধৃতকে আটক করে প্রথমে তল্লাশি চালায় এসএসবি এর ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা। তল্লাশি চলাতেই উদ্ধার হয় ১০০ টি ইলেক্ট্রিক ডিটেনেটর, ৪০ প্যাকেট নিওজেল ৯০ বিস্ফোরক। তবে সঠিক কি কারনে মেঘালয় থেকে নেপাল নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও জানা যায়নি।




Body:. Conclusion:.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.