ETV Bharat / state

যশ পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ি থেকে বন বিভাগের বিশেষ দল - বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশন

রবিবার শিলিগুড়ি সংলগ্ন সুকনা থেকে কলকাতায় যশ পরিস্থিতি সামাল দিতে কার্শিয়াং বন বিভাগ, বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশন এবং সুকনা রেঞ্জ থেকে 40 জন দক্ষ বনকর্মীদের পাঠানো হয়।

Special team of forest department from Siliguri send to face Yaas cyclone
যশ পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ি থেকে বন বিভাগের বিশেষ দল
author img

By

Published : May 23, 2021, 11:00 PM IST

শিলিগুড়ি, 23 মে : আমফানের পর এবার রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ । তার জন্য আগেভাগেই প্রস্তুত রাজ্য সরকার । ঘূর্ণিঝড়ের সময় এবং তার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এবার উত্তরবঙ্গ থেকে আগেভাগেই পাঠানো হল বনদপ্তরের দক্ষ কর্মীদের ।

রবিবার শিলিগুড়ি সংলগ্ন সুকনা থেকে কলকাতায় যশ পরিস্থিতি সামাল দিতে কার্শিয়াং বন বিভাগ, বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশন এবং সুকনা রেঞ্জ থেকে 40 জন দক্ষ বনকর্মীদের পাঠানো হয়। ওই 40 জনকে আটটি দলে ভাগ করা হবে। সঙ্গে গাছ কাটার জন্য চেন শো, কুঠারসহ অত্যাধুনিক সামগ্রী পাঠানো হচ্ছে । শুধু তাই নয়, কলকাতায় ওই কর্মীদের কোভিডের টিকার প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন : যশের মোকাবিলায় প্রস্তুত বায়ু সেনা

গতবার আমফানের সময়েও একইভাবে আমফান পরবর্তী পরিস্থিতি সামাল দিতে 25 জন বনকর্মীদের পাঠানো হয়েছিল । সেইসময় ওই বিশেষ দল দারুণ কাজ করায় এবার যশ আছড়ে পরার আগেই ওই দলকে প্রস্তুত রাখছে রাজ্য সরকার । গাছ কাটা, যশে আটকে পড়া প্রাণীদের উদ্ধারের কাজ করবে ওই বিশেষ দল । বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল ফরেস্ট অফিসার জয়ন্ত মণ্ডল বলেন,"যশের জন্য বনকর্মীদের পরিস্থিতি মোকাবিলায় পাঠানো হচ্ছে । সবরকম সামগ্রী সরবরাহ করা হয়েছে ।"

শিলিগুড়ি, 23 মে : আমফানের পর এবার রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ । তার জন্য আগেভাগেই প্রস্তুত রাজ্য সরকার । ঘূর্ণিঝড়ের সময় এবং তার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এবার উত্তরবঙ্গ থেকে আগেভাগেই পাঠানো হল বনদপ্তরের দক্ষ কর্মীদের ।

রবিবার শিলিগুড়ি সংলগ্ন সুকনা থেকে কলকাতায় যশ পরিস্থিতি সামাল দিতে কার্শিয়াং বন বিভাগ, বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশন এবং সুকনা রেঞ্জ থেকে 40 জন দক্ষ বনকর্মীদের পাঠানো হয়। ওই 40 জনকে আটটি দলে ভাগ করা হবে। সঙ্গে গাছ কাটার জন্য চেন শো, কুঠারসহ অত্যাধুনিক সামগ্রী পাঠানো হচ্ছে । শুধু তাই নয়, কলকাতায় ওই কর্মীদের কোভিডের টিকার প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন : যশের মোকাবিলায় প্রস্তুত বায়ু সেনা

গতবার আমফানের সময়েও একইভাবে আমফান পরবর্তী পরিস্থিতি সামাল দিতে 25 জন বনকর্মীদের পাঠানো হয়েছিল । সেইসময় ওই বিশেষ দল দারুণ কাজ করায় এবার যশ আছড়ে পরার আগেই ওই দলকে প্রস্তুত রাখছে রাজ্য সরকার । গাছ কাটা, যশে আটকে পড়া প্রাণীদের উদ্ধারের কাজ করবে ওই বিশেষ দল । বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল ফরেস্ট অফিসার জয়ন্ত মণ্ডল বলেন,"যশের জন্য বনকর্মীদের পরিস্থিতি মোকাবিলায় পাঠানো হচ্ছে । সবরকম সামগ্রী সরবরাহ করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.