ETV Bharat / state

CPM Workers 2 জন সিপিএম কর্মী গ্রেফতারের পর আরও 400 জনের বিরুদ্ধে মামলা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের - CPM

পৌরনিগম অভিযান করার পরই দার্জিলিং জেলা সিপিএমের (District CPM) একাধিক নেতাসহ প্রায় সাড়ে 400 জনের বিরুদ্ধে মামলা দায়ের করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (SPC Filed Case Against CPM Workers) তালিকায় সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক, এসএফআইয়ের সম্পাদম অমিত দে, সাগর শর্মা, ডিওয়াইএফআই সম্পাদক সৌরভ ঘোষ, সৌরভ দাসসহ 26 জনের নাম রয়েছে। এছাড়াও আরও 400 জনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ।

ETV Bharat
Siliguri Police Commissionerate
author img

By

Published : Aug 27, 2022, 11:10 PM IST

Updated : Aug 28, 2022, 6:28 AM IST

শিলিগুড়ি, 27 অগস্ট: শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) অভিযানের পরই অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার মিলিয়ে সিপিএমের 26 জেলা নেতৃত্ব সহ সাড়ে চারশো জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের (Siliguri Police Commissionerate Filed Case Against CPM Workers)। গতকাল সিপিএমের শিলিগুড়ি পৌরনিগম অভিযানে যারা ছিলেন তাদের মধ্যে দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার তাদের আদালেত তোলা হলে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

মূলত শিলিগুড়ি পৌরনিগম অভিযান করতে গিয়ে ভাঙচুড়, সরকারি সম্পত্তি নষ্ট ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়েছে। শুক্রবারের ওই ঘটনায় ইতিমধ্যেই 2 জন সিপিএম কর্মীকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানা ৷ প্রদীপ ঘোষ ও প্রমোদ পাসওয়ান নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে বেশকিছু জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে ৷ শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ৷ আর পুলিশের করা মামলার পরই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC), মেয়র গৌতম দেব ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল সিপিএম (CPM) নেতৃত্ব।

আরও পড়ুন: সিপিআইএমের শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও অভিযান, পুলিশের সঙ্গে ধুন্ধুমার

প্রসঙ্গত, শুক্রবার শিলিগুড়ি পৌরনিগম অভিযান করে দার্জিলিং জেলা সিপিএম ৷ শিলিগুড়িতে নাগরিক পরিষেবা ব্যাহত ওই অভিযোগে পৌরনিগম অভিযানের ডাক দিয়েছিল সিপিএম ৷ কিন্তু সেই মিছিল পৌরনিগমের গেটের বাইরে আটকে দেয় পুলিশ ৷ এরপরই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় সিপিএম নেতা-কর্মীদের ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে ধাক্কা দিয়ে পৌরনিগমের মূল গেট ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করে সিপিএম কর্মীরা ৷ শেষমেশ পুলিশকে ধাক্কা দিয়ে পৌরনিগমের ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা ৷ ঘটনার পরই শুক্রবার রাতে শিলিগুড়ি থানা একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ৷ রাতেই 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ ঘোষ ও 27 নম্বর ওয়ার্ডের প্রমোদ পাসওয়ান নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ ৷

এ বিষয়ে এসিপি শুভেন্দ্র কুমার জানান, বেশ কয়েকজনের নামে মামলা হয়েছে ৷ সিসি ক্যামেরায় দেখা হচ্ছে আর কারা ছিলেন ৷ তৃণমূলের নির্দেশেই পুলিশ এসব করছে বলে পালটা অভিযোগ সিপিএম নেতা সমন পাঠকের ৷ তিনি বলেন, "গৌতম দেবের নির্দেশেই পুলিশ গ্রেফতার করছে। পুলিশ দিয়ে আমাদের আন্দোলন আটকানো যাবে না ৷ মানুষের স্বার্থে গতকাল রাস্তায় নামা হয়েছিল। আর পুলিশ এভাবে হেনস্থা করলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে। পাশাপাশি আমরা আইনি লড়াইয়েও যাচ্ছি।"

আরও পড়ুন: র্নীতির তদন্তে একাধিক পুলিশ আধিকারিকের সম্পত্তির হিসেব খতিয়ে দেখছে ইডি

পালটা গৌতম দেব বলেন, "মানুষ আমাদের দায়িত্ব দিয়ে বসিয়েছে। সরকারি সম্পত্তি এভাবে নষ্ট করা যায় না। আমরা চাইলে আলাদা অভিযোগ পুলিশে করতে পারতাম। কিন্তু তা করিনি। পুলিশ তার কাজ করেছে।"

শিলিগুড়ি, 27 অগস্ট: শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) অভিযানের পরই অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার মিলিয়ে সিপিএমের 26 জেলা নেতৃত্ব সহ সাড়ে চারশো জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের (Siliguri Police Commissionerate Filed Case Against CPM Workers)। গতকাল সিপিএমের শিলিগুড়ি পৌরনিগম অভিযানে যারা ছিলেন তাদের মধ্যে দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার তাদের আদালেত তোলা হলে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

মূলত শিলিগুড়ি পৌরনিগম অভিযান করতে গিয়ে ভাঙচুড়, সরকারি সম্পত্তি নষ্ট ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়েছে। শুক্রবারের ওই ঘটনায় ইতিমধ্যেই 2 জন সিপিএম কর্মীকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানা ৷ প্রদীপ ঘোষ ও প্রমোদ পাসওয়ান নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে বেশকিছু জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে ৷ শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ৷ আর পুলিশের করা মামলার পরই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC), মেয়র গৌতম দেব ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল সিপিএম (CPM) নেতৃত্ব।

আরও পড়ুন: সিপিআইএমের শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও অভিযান, পুলিশের সঙ্গে ধুন্ধুমার

প্রসঙ্গত, শুক্রবার শিলিগুড়ি পৌরনিগম অভিযান করে দার্জিলিং জেলা সিপিএম ৷ শিলিগুড়িতে নাগরিক পরিষেবা ব্যাহত ওই অভিযোগে পৌরনিগম অভিযানের ডাক দিয়েছিল সিপিএম ৷ কিন্তু সেই মিছিল পৌরনিগমের গেটের বাইরে আটকে দেয় পুলিশ ৷ এরপরই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় সিপিএম নেতা-কর্মীদের ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে ধাক্কা দিয়ে পৌরনিগমের মূল গেট ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করে সিপিএম কর্মীরা ৷ শেষমেশ পুলিশকে ধাক্কা দিয়ে পৌরনিগমের ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা ৷ ঘটনার পরই শুক্রবার রাতে শিলিগুড়ি থানা একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ৷ রাতেই 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ ঘোষ ও 27 নম্বর ওয়ার্ডের প্রমোদ পাসওয়ান নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ ৷

এ বিষয়ে এসিপি শুভেন্দ্র কুমার জানান, বেশ কয়েকজনের নামে মামলা হয়েছে ৷ সিসি ক্যামেরায় দেখা হচ্ছে আর কারা ছিলেন ৷ তৃণমূলের নির্দেশেই পুলিশ এসব করছে বলে পালটা অভিযোগ সিপিএম নেতা সমন পাঠকের ৷ তিনি বলেন, "গৌতম দেবের নির্দেশেই পুলিশ গ্রেফতার করছে। পুলিশ দিয়ে আমাদের আন্দোলন আটকানো যাবে না ৷ মানুষের স্বার্থে গতকাল রাস্তায় নামা হয়েছিল। আর পুলিশ এভাবে হেনস্থা করলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে। পাশাপাশি আমরা আইনি লড়াইয়েও যাচ্ছি।"

আরও পড়ুন: র্নীতির তদন্তে একাধিক পুলিশ আধিকারিকের সম্পত্তির হিসেব খতিয়ে দেখছে ইডি

পালটা গৌতম দেব বলেন, "মানুষ আমাদের দায়িত্ব দিয়ে বসিয়েছে। সরকারি সম্পত্তি এভাবে নষ্ট করা যায় না। আমরা চাইলে আলাদা অভিযোগ পুলিশে করতে পারতাম। কিন্তু তা করিনি। পুলিশ তার কাজ করেছে।"

Last Updated : Aug 28, 2022, 6:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.