ETV Bharat / state

সান্দাকফুতে অসময়ের তুষারপাতে খুশি পর্যটকরা

সান্দাকফুতে তুষারপাত। আনন্দে পর্যটকরা।

s
author img

By

Published : Mar 27, 2019, 1:56 AM IST

দার্জিলিং, ২৭ মার্চ : কালবৈশাখির জেরে সমতল যখন ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত, তখন সান্দাকফু সাক্ষী হল আচমকা তুষারপাতের।

গতকাল সকাল থেকেই তুমুল ঝড় ও বৃষ্টি হয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বিপর্যস্ত হয় সমতলের জনজীবন। ঝড়ের দাপটে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

সমতলে এই অবস্থা হলেও সান্দাকফুর ছবিটা একেবারেই অন্যরকম। গতকাল সকাল থেকেই তুষারপাত শুরু হয় সান্দাকফুতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারপাতের পরিমাণও বাড়তে থাকে। তবে তুষারপাতের জেরে কোথাও পর্যটক আটকে পড়ার ঘটনা ঘটেনি। মার্চের শেষে এই অসময়ের তুষারপাতে খুশি পর্যটকরা।

দার্জিলিং, ২৭ মার্চ : কালবৈশাখির জেরে সমতল যখন ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত, তখন সান্দাকফু সাক্ষী হল আচমকা তুষারপাতের।

গতকাল সকাল থেকেই তুমুল ঝড় ও বৃষ্টি হয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। বিপর্যস্ত হয় সমতলের জনজীবন। ঝড়ের দাপটে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

সমতলে এই অবস্থা হলেও সান্দাকফুর ছবিটা একেবারেই অন্যরকম। গতকাল সকাল থেকেই তুষারপাত শুরু হয় সান্দাকফুতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারপাতের পরিমাণও বাড়তে থাকে। তবে তুষারপাতের জেরে কোথাও পর্যটক আটকে পড়ার ঘটনা ঘটেনি। মার্চের শেষে এই অসময়ের তুষারপাতে খুশি পর্যটকরা।

আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু1 বিস্তা জেলা শাস কের কাছে মনোনয়ন জমা করলেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.