ETV Bharat / state

দার্জিলিঙে পারদ শূন্যে, গ্যাংটকে মরশুমের শীতলতম দিন - Gangtok

গত কয়েকদিন ধরে দফায় দফায় তুষারপাত হচ্ছে সিকিমে । বরফ পড়েছে টাইগার হিল, ধোত্রে, সীমানা, ছয় মাইল সহ দার্জিলিঙ পার্বত্য এলাকার উঁচু জায়গাগুলিতেও । তুষারপাতের পাশাপাশি রয়েছে হিমেল হাওয়ার দাপট ও ঘন কুয়াশা । সব মিলিয়ে প্রবল শীতে কাবু দার্জিলিং পার্বত্য এলাকা ও প্রতিবেশী রাজ্য সিকিম ।

Snow and rain forecast for Darjeeling
তুষারপাতের পূর্বাভাস
author img

By

Published : Jan 7, 2020, 5:31 AM IST

Updated : Jan 7, 2020, 6:04 AM IST

দার্জিলিং, 7 জানুয়ারি : সোমবার দার্জিলিং শূন্যে নামল পারদ । ঠান্ডায় কাঁপছে গ্যাংটকও । এরই মধ্যে তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর । 8 ও 9 জানুয়ারি দার্জিলিং ও গ্যাংটক-সহ উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷

গত কয়েকদিন ধরে দফায় দফায় তুষারপাত হচ্ছে সিকিমে । বরফ পড়েছে টাইগার হিল, ধোত্রে, সীমানা, ছয় মাইল সহ দার্জিলিঙ পার্বত্য এলাকার উঁচু জায়গাগুলিতেও । তুষারপাতের পাশাপাশি রয়েছে হিমেল হাওয়ার দাপট ও ঘন কুয়াশা । সব মিলিয়ে প্রবল শীতে কাবু দার্জিলিং পার্বত্য এলাকা ও প্রতিবেশী রাজ্য সিকিম ।

সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 0.6 ডিগ্রি সেলসিয়াস । কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস । গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.2 ডিগ্রি সেলসিয়াস । গ্যাংটকে সোমবার ছিল মরশুমের শীতলতম দিন । ইতিমধ্যে শীত উপভোগ করতে দার্জিলিং ও গ্যাংকটে পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন পর্যটক ব্যবসায়ীরা ।

দার্জিলিং, 7 জানুয়ারি : সোমবার দার্জিলিং শূন্যে নামল পারদ । ঠান্ডায় কাঁপছে গ্যাংটকও । এরই মধ্যে তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর । 8 ও 9 জানুয়ারি দার্জিলিং ও গ্যাংটক-সহ উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷

গত কয়েকদিন ধরে দফায় দফায় তুষারপাত হচ্ছে সিকিমে । বরফ পড়েছে টাইগার হিল, ধোত্রে, সীমানা, ছয় মাইল সহ দার্জিলিঙ পার্বত্য এলাকার উঁচু জায়গাগুলিতেও । তুষারপাতের পাশাপাশি রয়েছে হিমেল হাওয়ার দাপট ও ঘন কুয়াশা । সব মিলিয়ে প্রবল শীতে কাবু দার্জিলিং পার্বত্য এলাকা ও প্রতিবেশী রাজ্য সিকিম ।

সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 0.6 ডিগ্রি সেলসিয়াস । কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস । গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.2 ডিগ্রি সেলসিয়াস । গ্যাংটকে সোমবার ছিল মরশুমের শীতলতম দিন । ইতিমধ্যে শীত উপভোগ করতে দার্জিলিং ও গ্যাংকটে পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন পর্যটক ব্যবসায়ীরা ।

Intro:দার্জিলিংয়ের পারদ শূন্যের ঘরে , গ্যাংটকে মরশুমের শীতলতম দিন,
ঠান্ডা-কুয়াশার দাপটে জবুথবু পাহাড়


দার্জিলিং, 6 জানুয়ারি : তীব্র ঠান্ডায় কাঁপছে শৈলশহর দার্জিলিং থেকে হিমালয় রাজ্য সিকিম । এরইমধ্যে নতুন করে তুষার-বৃষ্টির পূর্বাভাস পাহাড়ে ।
Body:বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় তুষারপাত হয়েছে সিকিমে । বরফ পড়েছে টাইগার হিল, ধোত্রে, সীমানা, ছয়মাইল সহ দার্জিলিং পাহাড়ের উঁচু পাহাড়ি এলাকাগুলিতে । এরজেরে হিমেল হাওয়ার দাপট তো রয়েছেই ঘনকুয়াশার জেরে প্রবল শীতে কাবু দার্জিলিং থেকে কালিম্পং সহ প্রতিবেশী পাহাড়ি রাজ্য সিকিম। সোমবার দার্জিলিংয়ের পারদ নামে শূন্যের কাছাকাছি । এদিন পারদ নামে 0. 6ডিগ্রি সেলসিয়াসে । কালিম্পংয়ের পারদ নামে 3 ডিগ্রিতে । সিকিমের গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামে 2. 2 ডিগ্রি সেলসিয়াসে । সবই স্বাভাবিকের নিচে । 6 জানুয়ারি গ্যাংটক এই মরশুমের শীতলতম দিন । গতবছর 4 জানুয়ারি গ্যাংটকের ওই বছরের সর্বনিম্ন পারদ রেকর্ড করা হয়েছিল 3.1ডিগ্রি সেলসিয়াস । তারআগে 2018 সালের 8 জানুয়ারি গ্যাংটকের সর্বনিম্ন পারদ নেমেছিল 2.1 ডিগ্রি সেলসিয়াস। Conclusion:এদিকে সিকিমের হাওয়া অফিস উঁচু পাহাড়ি এলাকায় নতুন করে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে । সোমবার দেওয়া ওই পূর্বাভাসে বলা হয়েছে 8 ও 9 জানুয়ারি দার্জিলিং ও সিকিম সহ উঁচু পাহাড়ি এলাকায় তুষার-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
Last Updated : Jan 7, 2020, 6:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.