ETV Bharat / state

Wood Smuggling: শিলিগুড়িতে সেনার গাড়িতে কাঠ পাচার! গ্রেফতার 2 সেনা জওয়ান সহ 4 - Wood Smuggling

Wood Smuggling in Siliguri: সেনার গাড়িতে করে কাঠ পাচারের ছক বানচাল করে দিল পুলিশ ৷ ঘটনায় গ্রেফতা 2 সেনা জওয়ান-সহ চার ৷ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জ।

Etv Bharat
সেনার গাড়ির কাঠ পাচারের ছক বানচাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 3:38 PM IST

Updated : Sep 28, 2023, 7:30 PM IST

শিলিগুড়িতে সেনার গাড়িতে কাঠ পাচার! গ্রেফতার 2 সেনা জওয়ান সহ 4

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর: এ যেন হার মানায় 'পুষ্পা' ছবি চিত্রনাট্যকেও ! ছবিতে কাঠ পাচারকে কেন্দ্র করে দুধের গাড়ি থেকে নানা পন্থা অবলম্বনের বিষয় দেখানো হয়েছিল ৷ তবে এবার চোরাকারবারিরা বুদ্ধির দিক থেকে আরও এক ধাপ এগিয়ে গেল ৷ কাঠ পাচার করতে রীতিমতো বেছে নেওয়া হয় সেনার গাড়ি ৷ তবে পাচারের সেই ছক বানচাল করে দেয় পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার দুই সেনা জওয়ান-সহ চার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। বুধবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জ।

ঘটনায় যুক্ত বিনোদ কুমার ও মনিষ কুমার নামে দুই সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, দুই জওয়ান শালুগাড়া সেনা ছাউনিতে কর্মরত ছিলেন। পাশাপাশি হায়দারপাড়ার বাসিন্দা রঞ্জিত ধর ও সুজন সাহা নামে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। এই বিষয়ে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের ডিএফও হরেকৃষ্ণ বলেন, "সেনার ট্রাকে ওই কাঠ পাচারের ছক কষা হয়েছিল। দুই সেনা জওয়ান-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।" কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "দুই জওয়ান কাঠ পাচারে জড়িত রয়েছে বলে শুনেছি। খতিয়ে দেখা হবে।"

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে শালুগাড়া থেকে ওই কাঠ সেনার গাড়িতে করে জলপাইগুড়ির এসকে মল্লিক সো মিলে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ইস্টার্ন বাইপাস এলাকা থেকে ওই সেনার গাড়ি আটক করে বন বিভাগ। গাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হয় তিন কিউবেক মিটার শাল কাঠ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

আরও পড়ুন: বাইকের এয়ার ফিলটারে লুকিয়ে পাচারের চেষ্টা, বাগদায় 14 কোটি টাকার সোনা-সহ আটক 1

ঘটনার পর থেকে রাতেই সেনার আধিকারিকরা দফায় দফায় ধৃত দুই সেনা জওয়ানকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। কেন তাঁরা কাঠ পাচারে লিপ্ত হল এবং বাকি দুই অভিযুক্ত পাচারকারীর সঙ্গে তাঁদের পরিচয় কীভাবে হল, বিষয়টি খতিয়ে দেখছে সেনা আধিকারিকরা।

শিলিগুড়িতে সেনার গাড়িতে কাঠ পাচার! গ্রেফতার 2 সেনা জওয়ান সহ 4

শিলিগুড়ি, 28 সেপ্টেম্বর: এ যেন হার মানায় 'পুষ্পা' ছবি চিত্রনাট্যকেও ! ছবিতে কাঠ পাচারকে কেন্দ্র করে দুধের গাড়ি থেকে নানা পন্থা অবলম্বনের বিষয় দেখানো হয়েছিল ৷ তবে এবার চোরাকারবারিরা বুদ্ধির দিক থেকে আরও এক ধাপ এগিয়ে গেল ৷ কাঠ পাচার করতে রীতিমতো বেছে নেওয়া হয় সেনার গাড়ি ৷ তবে পাচারের সেই ছক বানচাল করে দেয় পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার দুই সেনা জওয়ান-সহ চার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। বুধবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জ।

ঘটনায় যুক্ত বিনোদ কুমার ও মনিষ কুমার নামে দুই সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, দুই জওয়ান শালুগাড়া সেনা ছাউনিতে কর্মরত ছিলেন। পাশাপাশি হায়দারপাড়ার বাসিন্দা রঞ্জিত ধর ও সুজন সাহা নামে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। এই বিষয়ে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের ডিএফও হরেকৃষ্ণ বলেন, "সেনার ট্রাকে ওই কাঠ পাচারের ছক কষা হয়েছিল। দুই সেনা জওয়ান-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।" কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "দুই জওয়ান কাঠ পাচারে জড়িত রয়েছে বলে শুনেছি। খতিয়ে দেখা হবে।"

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে শালুগাড়া থেকে ওই কাঠ সেনার গাড়িতে করে জলপাইগুড়ির এসকে মল্লিক সো মিলে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ইস্টার্ন বাইপাস এলাকা থেকে ওই সেনার গাড়ি আটক করে বন বিভাগ। গাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হয় তিন কিউবেক মিটার শাল কাঠ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

আরও পড়ুন: বাইকের এয়ার ফিলটারে লুকিয়ে পাচারের চেষ্টা, বাগদায় 14 কোটি টাকার সোনা-সহ আটক 1

ঘটনার পর থেকে রাতেই সেনার আধিকারিকরা দফায় দফায় ধৃত দুই সেনা জওয়ানকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। কেন তাঁরা কাঠ পাচারে লিপ্ত হল এবং বাকি দুই অভিযুক্ত পাচারকারীর সঙ্গে তাঁদের পরিচয় কীভাবে হল, বিষয়টি খতিয়ে দেখছে সেনা আধিকারিকরা।

Last Updated : Sep 28, 2023, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.