শিলিগুড়ি, 22 জানুয়ারি : ঈশ্বর তাঁদের কথা শুনেছেন । 12 ফেব্রুয়ারির পরিবর্তে 22 জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন (SMC Election 2022) হলে পরিস্থিতি খারাপ হতে পারত বিজেপির । এমনটাই জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista Confident for Win in Siliguri Corporation Election) । তবে, এবার শিলিগুড়িতে বিজেপির বোর্ড গঠন করতে কোনও সমস্যা হবে না বলে জানালেন তিনি । 41নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে এমনটাই মন্তব্য করেছেন সাংসদ রাজু বিস্তা ।
আরও পড়ুন : Ashok Bhattacharjee Criticises Sankar Ghosh : শঙ্করকে নীতিহীন বিধায়ক বলে কটাক্ষ অশোকের
ফলে প্রশ্ন উঠছে, জয় নিয়ে কীভাবে এতটা নিশ্চিত হচ্ছেন দার্জিলিংয়ের সাংসদ । তা নিয়ে রাজুর দাবি, এখন তাঁরা প্রচারের সময় পাচ্ছেন । যা ইভিএমে প্রতিফলিত হবে । প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে, রাজ্য নির্বাচন কমিশন তিন সপ্তাহ নির্বাচন পিছিয়ে দিয়েছে । তবে, রাজ্য নির্বাচন কমিশনকে কলকাতা হাইকোর্ট চার থেকে ছয় সপ্তাহের মতো ভোট পিছনোর পরামর্শ দিয়েছিল । যা না মেনে তিন সপ্তাহ পিছিয়েছে কমিশন । ফলে এনিয়ে ফের জলঘোলা শুরু হয়েছে । এখন দেখার রাজু বিস্তের ভবিষ্যবাণী কতটা মেলে ৷