ETV Bharat / state

লকডাউন না মানলে গ্রেপ্তারের হুঁশিয়ারি শিলিগুড়ি পুলিশের

লকডাউন নিয়ে মানুষের উদাসীনতাকে ঠেকাতে কড়া হল শিলিগুড়ি পুলিশ । স্পষ্ট জানিয়ে দেওয়া হল, লকডাউন না মানলে করা হবে গ্রেপ্তার ।

Siliguri
শিলিগুড়ি পুলিশ
author img

By

Published : Apr 17, 2020, 3:22 PM IST

শিলিগুড়ি, 17 এপ্রিল : মাইকিং থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগ নিয়েও লাভ হয়নি । এখনও মানুষ উদাসীন । কোরোনা নিয়ে রাজ্যের পরিস্থিতি জানা সত্ত্বেও লকডাউন অমান্য করে বাইরে বের হচ্ছেন । তাই এবার কড়া হল শিলিগুড়ি পুলিশ । লকডাউন না মানলে গ্রেপ্তার করার হুঁশিয়ারি দিল তারা ।

কোরোনা সংক্রমণের ভিত্তিতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির নাম রয়েছে ক্লাস্টার জ়োনে । তারপরেও হুঁশ ফিরছে না মানুষের । তাই লকডাউন সফল করতে এবার আসরে নামল শিলিগুড়ি প্রশাসন । আজ সকাল থেকেই মেট্রোপলিটন পুলিশের একাধিক থানার পুলিশ কর্মীদের তৎপর হতে দেখা যায় । আটক করা হয় বহু বাইক, গাড়ি ও টোটোকে । শিলিগুড়ির হাসমি চক, এয়ার ভিউ মোড়-সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং চলে পুলিশর ।

পুলিশ কর্মীরা বলেন, "অসুবিধায় পড়লে আমাদের জানান । কিন্তু অপ্রয়োজনে রাস্তায় বের হবেন না । প্রতিদিন বিভিন্ন সময় পুলিশি অভিযান চলবে । কেউ যদি আবেদন না মানেন তাহলে গ্রেপ্তার করা হবে । "

শিলিগুড়ি, 17 এপ্রিল : মাইকিং থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগ নিয়েও লাভ হয়নি । এখনও মানুষ উদাসীন । কোরোনা নিয়ে রাজ্যের পরিস্থিতি জানা সত্ত্বেও লকডাউন অমান্য করে বাইরে বের হচ্ছেন । তাই এবার কড়া হল শিলিগুড়ি পুলিশ । লকডাউন না মানলে গ্রেপ্তার করার হুঁশিয়ারি দিল তারা ।

কোরোনা সংক্রমণের ভিত্তিতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির নাম রয়েছে ক্লাস্টার জ়োনে । তারপরেও হুঁশ ফিরছে না মানুষের । তাই লকডাউন সফল করতে এবার আসরে নামল শিলিগুড়ি প্রশাসন । আজ সকাল থেকেই মেট্রোপলিটন পুলিশের একাধিক থানার পুলিশ কর্মীদের তৎপর হতে দেখা যায় । আটক করা হয় বহু বাইক, গাড়ি ও টোটোকে । শিলিগুড়ির হাসমি চক, এয়ার ভিউ মোড়-সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং চলে পুলিশর ।

পুলিশ কর্মীরা বলেন, "অসুবিধায় পড়লে আমাদের জানান । কিন্তু অপ্রয়োজনে রাস্তায় বের হবেন না । প্রতিদিন বিভিন্ন সময় পুলিশি অভিযান চলবে । কেউ যদি আবেদন না মানেন তাহলে গ্রেপ্তার করা হবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.