শিলিগুড়ি, 6 জুন : রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী 70 শতাংশ কর্মী নিয়ে সরকারি দপ্তরগুলিতে কাজ হওয়ার কথা। যদিও শিলিগুড়ি পৌরনিগমে 100 শতাংশ কর্মী নিয়েই কাজ চালানোর নির্দেশ দিয়েছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। এর জেরেই গত দুদিন পৌরনিগমে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, সরকারের নির্দেশিকা রয়েছে 70 শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে শারীরিক দুরত্ব বজায় রেখেই। কিন্তু একশো শতাংশ কর্মী নিয়ে কাজ হলে ভিড় বাড়ছে পৌরনিগমে। ঝুঁকি থাকছে কোরোনা সংক্রমণের। তাই এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানান পৌরনিগমের স্থায়ী কর্মিরা।
প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন, “সরকারের নির্দেশিকা জানতাম না। এই পরিস্থিতিতে আমাদের অস্থায়ী কর্মীরা সকলেই পরিষেবা দিচ্ছেন জীবণের ঝুঁকি নিয়েই। তাহলে মাস মাইনের মোটা বেতনে কর্মরত স্থায়ী কর্মীরা কেন দপ্তরে আসবেন না? আমি মনে করি এখন মানুষের পাশে সম্পূর্ন শক্তি নিয়ে দাঁড়াতে হবে। সেই কারনেই একশো শতাংশ কর্মী নিয়ে স্বাভাবিক পরিষেবা দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছিল। কিছু কর্মী আপত্তি তুলেছেন। রাজ্যের নির্দেশিকা আজ হাতে পেয়ে পুরানো নির্দেশ বদল করা হচ্ছে। আগামী সোমবার থেকে 70 শতাংশ কর্মী নিয়ে কাজ হবে পৌরনিগমে।“
কর্মী বিক্ষোভে সিদ্ধান্ত বদল শিলিগুড়ি পৌরনিগমে - Siliguri lockdown
কর্মী বিক্ষোভে সিদ্ধান্ত বদল শিলিগুড়ি পৌরনিগমে। সোমবার থেকে 70 শতাংশ কর্মী নিয়ে কাজ হবে পৌরনিগমে।
শিলিগুড়ি, 6 জুন : রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী 70 শতাংশ কর্মী নিয়ে সরকারি দপ্তরগুলিতে কাজ হওয়ার কথা। যদিও শিলিগুড়ি পৌরনিগমে 100 শতাংশ কর্মী নিয়েই কাজ চালানোর নির্দেশ দিয়েছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। এর জেরেই গত দুদিন পৌরনিগমে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, সরকারের নির্দেশিকা রয়েছে 70 শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে শারীরিক দুরত্ব বজায় রেখেই। কিন্তু একশো শতাংশ কর্মী নিয়ে কাজ হলে ভিড় বাড়ছে পৌরনিগমে। ঝুঁকি থাকছে কোরোনা সংক্রমণের। তাই এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানান পৌরনিগমের স্থায়ী কর্মিরা।
প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন, “সরকারের নির্দেশিকা জানতাম না। এই পরিস্থিতিতে আমাদের অস্থায়ী কর্মীরা সকলেই পরিষেবা দিচ্ছেন জীবণের ঝুঁকি নিয়েই। তাহলে মাস মাইনের মোটা বেতনে কর্মরত স্থায়ী কর্মীরা কেন দপ্তরে আসবেন না? আমি মনে করি এখন মানুষের পাশে সম্পূর্ন শক্তি নিয়ে দাঁড়াতে হবে। সেই কারনেই একশো শতাংশ কর্মী নিয়ে স্বাভাবিক পরিষেবা দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছিল। কিছু কর্মী আপত্তি তুলেছেন। রাজ্যের নির্দেশিকা আজ হাতে পেয়ে পুরানো নির্দেশ বদল করা হচ্ছে। আগামী সোমবার থেকে 70 শতাংশ কর্মী নিয়ে কাজ হবে পৌরনিগমে।“