শিলিগুড়ি, 30 সেপ্টেম্বর : শিলিগুড়ি উত্তরকন্যায় দার্জিলিং জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেও সেই সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য । গতকালই তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ।
শিলিগুড়িতে গতকাল অশোক ভট্টাচার্য বলেছেন, "আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম । কিন্তু এই ধরনের প্রশাসনিক সভায় আলোচনার অবকাশ নেই । তাছাড়া এই ধরনের সভায় মুখ্যমন্ত্রী একাই বক্তা, ফলে শ্রোতার আসনে বসে কী করব? সেখানে আলোচনার সুযোগ নেই । তাই ডাক পেলেও প্রশাসনিক সভায় যাচ্ছি না ।"
ভোটের আগে উত্তরবঙ্গের মন পেতে গতকালই একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । কামতাপুরি ভাষা অ্যাকাডেমি গঠনের জন্য 5 কোটি টাকা দেওয়ার পাশাপাশি, আলিপুরদুয়ারে বক্সা ফোর্টের উন্নয়নে আরও 5 কোটি টাকা দেন । জলপাইগুড়ি জেলায় 130 জন KLO লিংকম্যানের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ আরও 161 জন KLO লিংকম্যানকে নিয়োগ করা হবে । একশো দিনের কাজ থেকে শুরু করে নানা উন্নয়নের কাজ কী অবস্থায় আছে তা খতিয়ে দেখে জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । বলেন, “উত্তরবঙ্গে বহু কাজ করছি এবং করেছি । বেশি কাজ করেও মূল্যহীন, কম কাজ করে অশান্তি লাগালে বড় ? আমার কাছে সকলেই পরিবার । ঐক্যবদ্ধভাবেই সকলকে নিয়ে থাকতে চাই । ”
উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক করতেই মুখ্যমন্ত্রীর তিনদিনের এই সফর । গতকাল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন । আজ উত্তরকন্যায় কোচবিহার, কালিম্পং ও দার্জিলিং জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি । 1 অক্টোবর ফিরে যাবেন কলকাতায় । বিধানসভা নির্বাচনের আগে এটিই সম্ভবত মুখ্যমন্ত্রীর শেষ উত্তরবঙ্গ সফর । পুজো শেষ হলেই শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতি । তাই বিভিন্ন চালু প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার কাজ সেরে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী ।