শিলিগুড়ি, 7 জানুয়ারি : "আমি তোমায় যেতে দেব না ।" স্বামীর নিথর দেহ আগলে অঝোরে কেঁদে গেলেন মৃত চিত্র সাংবাদিকের স্ত্রী তাপসি বসাক । গতকালই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের । আজ তাঁকে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে শেষ শ্রদ্ধা জানানো হয় । অন্যদিকে, আজ সকালে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব । পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।
গতকাল বন্ধুদের সঙ্গে গজলডোবা থেকে ফেরার পথে আমবাড়ি রেলগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বিশ্বরূপ বসাকের । বয়স হয়েছিল 43 বছর । শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বরূপ শান্ত, ধীরস্থির, স্বল্প বক্তার চরিত্রবিশিষ্ট ছিলেন । এলাকায় তিনি বুম দা নামে পরিচিত ছিলেন । দীর্ঘদিন বহুল প্রচলিত এক সংবাদপত্রে কাজ করেছিলেন তিনি । 2019 সালে অন্য আরেকটি বাংলা দৈনিকে চিত্র সাংবাদিকতার কাজ শুরু করেন। পরিবার বলতে স্ত্রী এবং বারো বছরের মেয়ে রয়েছে তাঁর ।
এই সংক্রান্ত খবর, ট্রেনের ধাক্কায় মৃত্যু চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের
আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে দেহ বের করে প্রথমে শিলিগুড়ি দমকল কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে ডিভিশনাল ফায়ার অফিসার ডেভিড লেপচা তাঁকে শেষ শ্রদ্ধা জানান । সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে । খবর পেয়ে ততক্ষণে এলাকার বহু মানুষ শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন। স্বামীর নিথর দেহ দেখে ঘনঘন মূর্চ্ছা যাচ্ছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে । কোনওভাবেই মেনে নিতে পারছিলেন না সত্যটাকে । এরপর বাড়ি থেকে তাঁর দেহ পাড়ার ক্লাব থেকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে । সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার, বিজেপির প্রবীণ আগরওয়াল, এসজেডিএ চেয়ারম্যান নান্টু পাল সহ সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন সংস্থার সদস্যরা । রাতে কিরণচন্দ্র শ্মশানঘাটে বিশ্বরূপ বসাকের শেষকৃত্য সম্পন্ন হবে ।