ETV Bharat / state

Gold Smuggling: এনজেপি স্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, গ্রেফতার 2 - শিলিগুড়ি

ট্রেনে সোনা পাচারের ছক ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ । শিলিগুড়িতে (Siliguri) অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার সোনা (Gold Smuggling)-সহ দুই ভাইকে গ্রেফতার করেছে ডিআরআই (DRI)।

siliguri-gold-recovered-from-njp-station-dri-arrested-2-alleged-smugglers
এনজেপি স্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, গ্রেফতার 2
author img

By

Published : Sep 10, 2021, 3:23 PM IST

শিলিগুড়ি, 10 সেপ্টেম্বর: ফের সোনা পাচারের (Gold Smuggling) চেষ্টা । গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির (Siliguri) নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার সোনার বিস্কুট পাচারের আগেই উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ । বিশেষভাবে তৈরি কোমরের বেল্টে ওই সোনার বিস্কুট পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের । কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দেয় ডিআরআই (DRI) ।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মদন সন্ন্যাসী ও পার্থ সন্ন্যাসী নামে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে । দু'জনেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজি 992 গ্রাম সোনার বিস্কুট ৷ যার বর্তমান বাজার মূল্য প্রায় 95 লক্ষ 72 হাজার টাকা । ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ।

ইন্দো-মায়ানমারের মোরেহ সীমান্ত দিয়ে ওই সোনা মণিপুর হয়ে অসমে প্রবেশ করে । অসমের গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেসে করে ওই দুই যুবক কোমরের বেল্টে সোনা লুকিয়ে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয় । কিন্তু ওই দু'জন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে প্রবেশ করতেই অভিযান চালায় ডিআরআই । ট্রেনের 4 নম্বর স্লিপার কামরায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেন ডিআরআই আধিকারিকরা ।

আরও পড়ুন: Bansdroni Firing: বাঁশদ্রোণীতে প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ

ধৃতদের তল্লাশি চালালে তাদের কোমরের বেল্ট থেকে উদ্ধার হয় ওই সোনার বিস্কুট । প্রত্যেকের কোমরের বেল্টে 6টি করে সোনার বিস্কুট লুকিয়ে রাখা ছিল । প্রতিটি বিস্কুটের ওজন 166 গ্রাম করে । এরপর অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে তোলা হয় ।

আরও পড়ুন: Calcutta High Court : শিক্ষক নেতাকে গ্রেফতার করতে ‘অতিসক্রিয়’ পুলিশ, মামলা রুজুর অনুমতি হাইকোর্টের

ওই সোনা মালদহে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের । এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে ডিআরআই । ধৃতদের আইনজীবী অখিল বিশ্বাস বলেন, "উদ্ধার হওয়া সোনা ডিআরআই বিদেশের বলে দাবি করলেও তা ভিত্তিহীন ।"

আরও পড়ুন : Debanjan Deb : প্রেসিডেন্সি সংশোধনাগারে ভুয়ো আইএএস দেবাঞ্জনকে জেরা ইডির

করোনার জেরে লকডাউনের বিধিনিষেধের ফলে কিছুদিন বন্ধ ছিল ট্রেন পরিষেবা । কিন্তু আনলক পর্বে ট্রেন পরিষেবায় কিছুটা শিথিলতা জারি হতেই ফের সক্রিয় হয়েছে সোনা পাচারকারীরা । সে জন্য দূরপাল্লার ট্রেনই পাচারের জন্য বেছে নিচ্ছে সোনা পাচারকারীরা । উদ্ধার হওয়া সোনা অস্ট্রেলিয়া বা রাশিয়ার বলে প্রাথমিক অনুমান তদন্তকারী সংস্থার । সোনার উপরে থাকা মার্কিংয়ের সূত্র ধরে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ডিআরআই ।

আরও পড়ুন : Calcutta High Court: ‘দুয়ারে রেশন’ প্রকল্পের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা ডিলারদের

শিলিগুড়ি, 10 সেপ্টেম্বর: ফের সোনা পাচারের (Gold Smuggling) চেষ্টা । গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির (Siliguri) নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার সোনার বিস্কুট পাচারের আগেই উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ । বিশেষভাবে তৈরি কোমরের বেল্টে ওই সোনার বিস্কুট পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের । কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দেয় ডিআরআই (DRI) ।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মদন সন্ন্যাসী ও পার্থ সন্ন্যাসী নামে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে । দু'জনেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজি 992 গ্রাম সোনার বিস্কুট ৷ যার বর্তমান বাজার মূল্য প্রায় 95 লক্ষ 72 হাজার টাকা । ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ।

ইন্দো-মায়ানমারের মোরেহ সীমান্ত দিয়ে ওই সোনা মণিপুর হয়ে অসমে প্রবেশ করে । অসমের গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেসে করে ওই দুই যুবক কোমরের বেল্টে সোনা লুকিয়ে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয় । কিন্তু ওই দু'জন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে প্রবেশ করতেই অভিযান চালায় ডিআরআই । ট্রেনের 4 নম্বর স্লিপার কামরায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেন ডিআরআই আধিকারিকরা ।

আরও পড়ুন: Bansdroni Firing: বাঁশদ্রোণীতে প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ

ধৃতদের তল্লাশি চালালে তাদের কোমরের বেল্ট থেকে উদ্ধার হয় ওই সোনার বিস্কুট । প্রত্যেকের কোমরের বেল্টে 6টি করে সোনার বিস্কুট লুকিয়ে রাখা ছিল । প্রতিটি বিস্কুটের ওজন 166 গ্রাম করে । এরপর অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে তোলা হয় ।

আরও পড়ুন: Calcutta High Court : শিক্ষক নেতাকে গ্রেফতার করতে ‘অতিসক্রিয়’ পুলিশ, মামলা রুজুর অনুমতি হাইকোর্টের

ওই সোনা মালদহে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের । এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে ডিআরআই । ধৃতদের আইনজীবী অখিল বিশ্বাস বলেন, "উদ্ধার হওয়া সোনা ডিআরআই বিদেশের বলে দাবি করলেও তা ভিত্তিহীন ।"

আরও পড়ুন : Debanjan Deb : প্রেসিডেন্সি সংশোধনাগারে ভুয়ো আইএএস দেবাঞ্জনকে জেরা ইডির

করোনার জেরে লকডাউনের বিধিনিষেধের ফলে কিছুদিন বন্ধ ছিল ট্রেন পরিষেবা । কিন্তু আনলক পর্বে ট্রেন পরিষেবায় কিছুটা শিথিলতা জারি হতেই ফের সক্রিয় হয়েছে সোনা পাচারকারীরা । সে জন্য দূরপাল্লার ট্রেনই পাচারের জন্য বেছে নিচ্ছে সোনা পাচারকারীরা । উদ্ধার হওয়া সোনা অস্ট্রেলিয়া বা রাশিয়ার বলে প্রাথমিক অনুমান তদন্তকারী সংস্থার । সোনার উপরে থাকা মার্কিংয়ের সূত্র ধরে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ডিআরআই ।

আরও পড়ুন : Calcutta High Court: ‘দুয়ারে রেশন’ প্রকল্পের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা ডিলারদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.