ETV Bharat / state

শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত BJP নেতা, হোম কোয়ারানটিনে একাধিক নেতা-কর্মী - Jalpaiguri covid hospital

কোরোনা আক্রান্ত দার্জিলিং BJP-র জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা। তাঁকে জলপাইগুড়ির কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে । তাঁর সংস্পর্শে আসা সমস্ত নেতাদের হোম কোয়ারানটিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Raju saha
Raju saha
author img

By

Published : Jun 19, 2020, 6:39 AM IST

শিলিগুড়ি, 18 জুন : কয়েকদিন আগেই কোরোনা আক্রান্ত হয়েছেন শিলিগুড়ির প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। এবার কোরোনা আক্রান্ত হলেন দার্জিলিং BJP-র জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা। তাঁকে জলপাইগুড়ির কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। রাজু সাহার আক্রান্ত হওয়ার ঘটনায় কোয়ারানটিনে যেতে হয়েছে বহু BJP কর্মীকে।

শিলিগুড়ি হাকিমপাড়ার বাসিন্দা রাজু সাহার প্রায় দু সপ্তাহ আগে জ্বর আসে। এরপরই তিনি নমুনা পরীক্ষা করান, সেই রিপোর্ট আজ হাতে আসে। দার্জিলিং BJP-র জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল জানান, প্রায় আট-দশ দিন আগে সোয়াব পরীক্ষা করিয়েছিলেন রাজু সাহা। সেই রিপোর্ট আজ পাওয়া যায়। জ্বর থাকায় পরীক্ষার পর সাতদিন দলের কোনও কাজে অংশ নেননি । ICMR-র নির্দেশিকা মেনে বাড়িতে সাতদিন কোয়ারানটিনে ছিলেন রাজু সাহা । তবে সাতদিন অতিক্রান্ত হওয়ায় চলতি সপ্তাহে শিলিগুড়িতে সাংসদ রাজু বিস্তা, রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি এবং জেলা সভাপতি যে সাংবাদিক বৈঠক করেন, সেখানে উপস্থিত ছিলেন রাজু সাহা। এছাড়া গত বুধবার যুবমোর্চার কর্মসূচির শেষে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্যও রাখেন রাজু ।

তিনি আরও বলেন, স্বাস্থ্য দপ্তরের তরফে রিপোর্ট দিতে কেন এত দেরি হল, বুঝতে পারছি না। রিপোর্ট আগেই এলে এই পরিস্থিতি এড়ানো যেত। তবে সতর্কতা মেনে আমি নিজেও হোম কোয়ারানটিনে রয়েছি । দলের অন্য নেতা-কর্মীরা, যারা এই কয়েকদিনে ওর সংস্পর্শে গিয়েছিলেন, তাদের প্রত্যেককে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় একাধিক নেতাকর্মী হোম কোয়ারানটিনে গেলেও আজই জরুরি কাজে দিল্লি গিয়েছেন সাংসদ রাজু বিস্তা। কয়েকদিন আগেই কলকাতায় চলে গিয়েছেন BJP রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি ।

আক্রান্ত নেতার পরিবার সূত্রে জানানো হয়েছে, সোয়াব রিপোর্ট দেরীতে এসেছে। তবুও সোয়াব টেস্টের পর সাতদিন বাড়িতেই ছিলেন রাজু সাহা। তাঁর বাড়িটি আপাতত কনটেইনমেন্ট জোন করা হচ্ছে। পরিবারের বাকি সদস্যদের সোয়াব টেস্ট করানো হচ্ছে।

শিলিগুড়ি, 18 জুন : কয়েকদিন আগেই কোরোনা আক্রান্ত হয়েছেন শিলিগুড়ির প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। এবার কোরোনা আক্রান্ত হলেন দার্জিলিং BJP-র জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা। তাঁকে জলপাইগুড়ির কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। রাজু সাহার আক্রান্ত হওয়ার ঘটনায় কোয়ারানটিনে যেতে হয়েছে বহু BJP কর্মীকে।

শিলিগুড়ি হাকিমপাড়ার বাসিন্দা রাজু সাহার প্রায় দু সপ্তাহ আগে জ্বর আসে। এরপরই তিনি নমুনা পরীক্ষা করান, সেই রিপোর্ট আজ হাতে আসে। দার্জিলিং BJP-র জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল জানান, প্রায় আট-দশ দিন আগে সোয়াব পরীক্ষা করিয়েছিলেন রাজু সাহা। সেই রিপোর্ট আজ পাওয়া যায়। জ্বর থাকায় পরীক্ষার পর সাতদিন দলের কোনও কাজে অংশ নেননি । ICMR-র নির্দেশিকা মেনে বাড়িতে সাতদিন কোয়ারানটিনে ছিলেন রাজু সাহা । তবে সাতদিন অতিক্রান্ত হওয়ায় চলতি সপ্তাহে শিলিগুড়িতে সাংসদ রাজু বিস্তা, রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি এবং জেলা সভাপতি যে সাংবাদিক বৈঠক করেন, সেখানে উপস্থিত ছিলেন রাজু সাহা। এছাড়া গত বুধবার যুবমোর্চার কর্মসূচির শেষে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্যও রাখেন রাজু ।

তিনি আরও বলেন, স্বাস্থ্য দপ্তরের তরফে রিপোর্ট দিতে কেন এত দেরি হল, বুঝতে পারছি না। রিপোর্ট আগেই এলে এই পরিস্থিতি এড়ানো যেত। তবে সতর্কতা মেনে আমি নিজেও হোম কোয়ারানটিনে রয়েছি । দলের অন্য নেতা-কর্মীরা, যারা এই কয়েকদিনে ওর সংস্পর্শে গিয়েছিলেন, তাদের প্রত্যেককে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় একাধিক নেতাকর্মী হোম কোয়ারানটিনে গেলেও আজই জরুরি কাজে দিল্লি গিয়েছেন সাংসদ রাজু বিস্তা। কয়েকদিন আগেই কলকাতায় চলে গিয়েছেন BJP রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি ।

আক্রান্ত নেতার পরিবার সূত্রে জানানো হয়েছে, সোয়াব রিপোর্ট দেরীতে এসেছে। তবুও সোয়াব টেস্টের পর সাতদিন বাড়িতেই ছিলেন রাজু সাহা। তাঁর বাড়িটি আপাতত কনটেইনমেন্ট জোন করা হচ্ছে। পরিবারের বাকি সদস্যদের সোয়াব টেস্ট করানো হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.